fbpx

How Does Whitman Describe the Beauties of His “Own Manhattan”? (বাংলায়) 

Question: How does Whitman describe the beauties of his “Own Manhattan”?  

earn money

“When Lilacs Last in the Dooryard Bloom’d,” কবিতায় Whitman নিজের ম্যানহাটনের কথা বর্ণনা করেছেন তার স্মৃতি এবং আবেগ থেকে। যে শহরকে তিনি ভালোবাসেন সেই শহরের উজ্জ্বল চিত্র তুলে ধরেছেন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মৃত্যু শোকের মধ্য দিয়ে।

কবি যখন ঔন ম্যানহাটন কথাটা বলেছেন তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে এই শহরের প্রতি তার প্রচন্ড একটা ভালোবাসা ও সম্পর্ক রয়েছে। শহরের প্রতি তার আবেগ এই ভাষার মধ্য দিয়েই প্রকাশ পায় যার তাৎপর্য কবির জীবনে গুরুত্বপূর্ণ। 

আরো পড়ুনঃShow the Racial Inequality in the Poem I, too, Sing America. (বাংলায়)

কবি ম্যানহাটন কে একটি সতেজ এবং ভিড়ের শহর হিসেবে তুলে ধরেছেন। তার বর্ণনা অনুযায়ী এই শহরের গুরুত্ব এবং বিভিন্ন শ্রেণীর মানুষদের বসবাস করার ধারনা পাওয়া যায় যেটা সতেজ আবহাওয়ার ধারনা দেয়। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


যদিও এখানে শহরে অঞ্চলের কথা বলা হয়েছে এরপরেও তিনি একটা প্রাকৃতিক উপাদানের ছোঁয়া টেনে এনেছেন যার মধ্যে লাইলাক্স ফুলের ফুটে ওঠা এবং হারমিট এর গান উল্লেখযোগ্য। এই ভিন্নধর্মী প্রতিকগুলো মূলত শহরে জীবন এবং প্রকৃতির মধ্যে একটা সম্পর্ক পাঠকদের সামনে তুলে ধরে। 

আরো পড়ুনঃDiscuss the Message of Hawthorne in Young Goodman Brown.(বাংলায়)

যদিও কবিতায় আব্রাহাম লিংকনের মৃত্যুর কথা বলা হয়েছে তারপরেও তিনি লাইলাক্স ফুল এবং তার শহরের পরিবেশের মধ্য দিয়ে জীবনকে সতেজ ভাবে উদযাপন করেছেন। এতে করে জীবনের অদ্ভুত প্রকৃতি এবং ক্ষতির মধ্যেও জীবনের চলমান অবস্থার প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। 

এই কবিতায় কবি একই সাথে সুখ উদযাপন এবং তার শহরের প্রতি ভালোবাসা নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন যা ম্যানহাটনের সৌন্দর্যকে চিত্রের রূপ দিয়েছে। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক