fbpx

How is “Riders to the Sea” a Universal Drama? (বাংলায়)

Question: How is “Riders to the Sea” a universal drama?

earn money

“রাইডার্স টু দ্যা সি” জে. এম. সিনের একটি বিখ্যাত ওয়ান-এক্ট নাটক, যা প্রথম স্টেজে অভিনীত হয়েছিল ১৯০৪ সালে। এই নাটকটি একটি ইউনিভার্সাল বা সার্বজনীন নাটক কারণ এই নাটকের বিষয়বস্তু সকল শ্রেণীর ও সকল সময়ের মানুষের সাথে মিলে যায়।

Tragedy and Loss: নাটকের বিষয়বস্তু হচ্ছে ট্র‍্যাজেডি ও স্বজন হারানো, যেটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নাটকে মারিয়া ছয়জন পুত্র সন্তান হারায় যেটি মৃত্যুর অপ্রতিরোধ্য ও অনিয়ন্ত্রিত ধরণকে তুলে ধরে।

আরো পড়ুনঃ How Does Baroka Seduce Sidi in “The Lion and the Jewel”? (বাংলায়)

Conflict with Nature: নাটকে সমুদ্রকে একটি চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যেটি একটি অপ্রতিরোধ্য শক্তি এবং সমুদ্র মারিয়ার ছয় পুত্র, স্বামী ও শ্বশুরকে কেড়ে নেয়। অ্যারান আইল্যান্ডের লোকদের সমুদ্রের সাথে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম সাগরপাড়ের সকল মানুষের সংগ্রামের প্রতি আলোকপাত করে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Fate and Fatalism: নাটকে ভাগ্যের থিমটি তুলে ধরা হয়েছে। চরিত্রগুলো নিজেদের ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে এবং জীবন-মৃত্যুর সাইকেলকে মেনে নিয়েছে, যে মৃত্যু ভাগ্যের দ্বারাই নিয়ন্ত্রিত। এই ধারণাটি বিশ্বের অনেক কালচারের সাথে মিলে যায়। মারিয়া আর সবগুলো পুত্র সন্তানকে হারিয়ে ভাগ্যকে মেনে নেয়,

“কেউই চিরকাল বেঁচে থাকবে না, আর আমাদের এতেই সন্তুষ্ট থাকতে হবে”

Family and Relationships: মারিয়ার পরিবারের ডাইনামিক্স, অর্থাৎ, মা-সন্তান ও ভাই-বোনদের মধ্যে সম্পর্ক এই নাটকের একটি প্রধান বিষয়। পারিবারিক ভালবাসা, দায়িত্ব, ত্যাগ সার্বজনীন এই বিষয়গুলো এই নাটকের চরিত্রগুলোর মাধ্যমে উঠে আসে।

আরো পড়ুনঃ Comment on the Significance of Maurya’s vision in “Riders to the Sea.” (বাংলায়)

Culture and Universality: যদিও নাটকটি আয়ারল্যান্ড এর পশ্চিম উপকূলের অ্যারান আইল্যান্ডস নিয়ে লেখা, নাটকটির বিষয়বস্তু ও চরিত্রগুলো নির্দিষ্ট স্থান বা কালচারকে অতিক্রম করে। কারণ চরিত্রগুলোর বেঁচে থাকার লড়াই সকল শ্রেণির মানুষের সাথে মিলে যায়।

সুতরাং, “রাইডার্স টু দ্যা সি” নাটকটি একটি সার্বজনীন নাটক কারণ এতে ট্র‍্যাজেডি, মৃত্যু, ভাগ্য, প্রকৃতির সাথে সংগ্রাম, পারিবারিক ভালবাসা ইত্যাদি টাইমলেস বিষয় তুলে ধরা হয়েছে।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক