fbpx

I Felt a Funeral in My Brain Bangla Summary

Key Information

  • Title: “I Felt A Funeral in My Brain”
  • Poet: Emily Dickinson (1830-1886)
  • Published: 1896 (posthumous)

Theme: Madness, The Nature of Despair, The Irrational Universe.

Literary Device: Conceit, Metaphor, Simile, Alliteration, Repetition, Stream of Consciousness.

Bangla Summary

“I Felt A Funeral in My Brain” কবিতাটি এমিলি ডিকিনসন লিখেছেন। এটি তার মৃত্যুর পর ১৮৯৬ সালে প্রকাশিত হয়। তিনি এই কবিতায় চমৎকার কিছু ইমাজেরি ব্যবহার করেছেন। এই কবিতায় তিনি মৃত্যুর পরের চিত্রটি কেমন হতে পারে সে বিষয়ে আলোকপাত করেছেন।

কবিতাটি হঠাৎ করেই শুরু হয়। প্রথম স্ট্যাঞ্জাতে কবি বলেছেন, তিনি তার মস্তিষ্কের মধ্যে একটা ফিউনারেল অনুভব করতে পারছেন। এখানে তিনি তার নিজের ফিউনারেলের কথা বলছেন। তার মনে হচ্ছে তিনি মারা গেছেন, কিন্তু আশেপাশের সবই তিনি অনুভব করতে পারছেন। তার মনে হচ্ছে তার চারপাশে লোকজন বিলাপ করছে। তিনি বোঝার চেষ্টা করছেন আসলে বিষয়টা কি হচ্ছে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


দ্বিতীয় স্ট্যাঞ্জাতে বলা হয়েছে, চারপাশে ছোটাছুটি করা লোকজনগুলো এরপর চুপ করে বসলো। এখন কবির মনে হচ্ছে ড্রামের মত কিছু একটা বেজে উঠলো এবং সেই ড্রাম ক্রমাগত বাজতেই থাকে। একটু পর কবির মনে হতে থাকে তার মস্তিষ্ক নিস্তেজ হয়ে যাচ্ছে, তিনি যেন অতলে হারিয়ে যাচ্ছেন। 

তৃতীয় স্ট্যাঞ্জা শুরুতেই কবি কফিন কাধে তোলার মত আওয়াজ শুনতে পাচ্ছেন। অর্থাৎ তার মনে হচ্ছে তিনি যে কফিনে শুয়ে আছে সেটা কেউ কাধে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন এবং যারা কফিনটা নিয়ে যাচ্ছেন তাদের বুটের আওয়াজও তিনি শুনতে পাচ্ছেন। 

চতুর্থ স্ট্যাঞ্জাতে কবির মনে হচ্ছে তিনি আর মানব সম্প্রদায়ের অংশ না। তার নিজেকে বড়ই অদ্ভুত মনে হচ্ছে। 

হ্যাভেন তাকে ডাকছে। তিনি দেখতে না পেলেও সব শুনতে পাচ্ছেন। চারপাশে এক অস্থির নিরবতা। তিনি ভীষণ একা হয়ে গেছেন, কেউ নেই তার আশেপাশে তার নিজের শরীর আর মন ছাড়া। 

পঞ্চম স্ট্যাঞ্জাতে কবি বলেছেন, এই পর্যায়ে তার রূপক চেতনার অবসান ঘটে এবং তার মনে হয় যে তিনি নিচে পড়ে যাচ্ছে। নিচে পড়ে যাওয়ার সময় পৃথিবীর সাথে সংঘর্ষ হচ্ছে। এরপর তার সকল চেতনা স্তব্ধ হয়ে যায়। তিনি আর কিছুই বুঝতে উঠতে সক্ষম হন না। এরপর কি হলো সেটা বলতে গিয়েই কবিতা শেষ হয়ে যায়।

Read Also: Wild Nights Wild Nights Bangla Summary

google news
Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক