I Have a Dream Bangla Summary

যা থাকছে

earn money

I Have a Dream Bangla Summary

Key Facts

  • Author: Martin Luther King Jr. (1929-68)
  • Date of Speech: On August 28, 1963.
  • Published date: August 28, 1963.
  • Audience: 2,60,000.
  • Setting: Place Setting: Lincoln Memorial in Washington, DC.
  • Time Setting: August 28, 1963, during the March on Washington.
  • Themes: Freedom, Equality, and Justice.
  • Purpose: Freedom, Equality, and Justice for all.

Symbols

  • “I Have a Dream” Phrase: The recurring phrase “I have a dream” symbolizes hope, aspiration, and the vision for a better future. It encapsulates Dr. King’s dreams of racial equality, justice, and harmony and is a rallying call for positive change.
  • Mountaintop Metaphor: Dr. King’s reference to standing on the mountaintop and looking into the promised land symbolizes the collective journey towards racial equality. The mountaintop represents a vantage point from which a brighter future can be seen, even as the struggle continues.
  • Lincoln Memorial: The location of the speech, the Lincoln Memorial, symbolizes freedom and equality. It’s where the Great Emancipator’s statue stands, and Dr. King’s speech draws on the ideals Lincoln championed to advocate for the realization of civil rights.
  • References to American Ideals: Dr. King draws on patriotic symbols and ideals from American history, such as the Declaration of Independence and the Constitution, to highlight the contradiction between the nation’s professed principles of freedom and equality and the reality of racial injustice.
  • Children Holding Hands: Dr. King’s vision of children of all races holding hands symbolizes a harmonious future where racial barriers are broken and unity prevails. This image speaks to a colourblind society where individuals are judged by their character rather than their skin colour.
  • Rising Tides and Ebbing Currents: The metaphor of “rising tides of racial prejudice” and “ebbing currents of racial justice” symbolizes the ongoing struggle against racism. Dr. King envisions a time when the currents of justice and equality replace the forces of prejudice.
  • Promised Land: The “promised land” refers to the biblical story of Moses leading the Israelites to the Promised Land. The speech’s context represents a future where civil rights and equality are fully realized—a future that the civil rights movement strives to reach.
  • Table of Brotherhood: The idea of people sitting at a “table of brotherhood” symbolizes unity, cooperation, and equality among diverse individuals. It suggests a society where people of all races can unite as equals.

Themes

Racial Equality: The primary theme of the speech is racial equality. Dr. King passionately advocates for the end of racial segregation, discrimination, and injustice, and he envisions a society where individuals are judged by their character rather than the color of their skin.

Justice and Freedom: Dr. King emphasizes the importance of justice and freedom for all individuals, regardless of race. He calls for ending systemic racism that denies African Americans their basic rights and liberties.

Unity and Brotherhood: The speech emphasizes unity and brotherhood among people of all races. Dr. King envisions a future where people from diverse backgrounds come together to build a harmonious society.

Nonviolent Resistance: Dr. King is a staunch advocate of nonviolent protest and civil disobedience to bring about social change. This theme reflects the influence of Mahatma Gandhi’s principles of nonviolence and underscores the movement’s commitment to peaceful methods.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Hope and Aspiration: The speech is filled with hope and aspiration for a better future. Dr. King’s vision of children of all races playing together and holding hands symbolizes the hope for a world free from racial divisions.

American Ideals and Democracy: Dr. King appeals to the ideals of American democracy and calls for the nation to live up to its promises of liberty and equality for all citizens. He challenges the nation to address the discrepancy between its professed ideals and the reality of racial discrimination.

Legacy and Change: The speech underscores the importance of creating a lasting legacy of positive change. Dr. King’s call to continue the struggle for civil rights is a reminder that progress requires ongoing effort and dedication.

The Power of Speech: The speech itself is a testament to the power of words and oratory. Dr. King’s eloquence and the compelling imagery he uses serve as a reminder of the potential for rhetoric to inspire and galvanize people.

Human Dignity: Dr. King speaks to every individual’s inherent dignity and worth, regardless of race. He argues that everyone has a right to be treated equally.

Institutional Change: The speech speaks to the need for institutional change in policies, laws, and societal norms perpetuating racial inequality. Dr. King calls for transformative change that goes beyond surface-level adjustments.

Literary Devices:

Metaphor: Dr. King uses metaphors to illustrate his points vividly. For example, “the sweltering summer of the Negro’s legitimate discontent” is a metaphor that conveys the intensity of racial injustice experienced by African Americans.

Simile: Dr. King employs similes to make comparisons that are easily understood by the audience. He describes segregation as “shattered dreams” and refers to racial injustice as “the quicksands of racial injustice.”

Repetition: One of the most famous aspects of the speech is the deliberate repetition of the phrase “I have a dream.” This repetition reinforces his vision and emphasizes the central theme of hope for a better future.

Anaphora: Anaphora is a specific type of repetition where the same word or phrase is repeated at the beginning of successive clauses. Dr. King employs anaphora with phrases like “Now is the time” and “We can never be satisfied.”

Personification: Dr. King personifies concepts like justice and injustice, giving them human-like qualities. He speaks of “the fierce urgency of now” and the idea that justice “rolls down like waters.”

Allusion: The speech contains allusions to historical and cultural references, such as the Emancipation Proclamation and “My Country ‘Tis of Thee.” These references add depth and resonance to his words.

Hyperbole: Dr. King occasionally uses hyperbole to emphasize the magnitude of the challenges faced by African Americans. For instance, he speaks of being “battered by the storms of persecution.”

Selected Quotations 

“Five score years ago a great American in whose symbolic shadow we stand today signed the Emancipation Proclamation.”

The Emancipation Proclamation was signed by a great American whose influence still looms over us, marking a significant historical moment as we gather beneath its symbolic shadow today.

“One hundred years later the Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity.”

“This is no time to engage in the luxury of cooling off or to take the tranquilizing drug of gradualism.”

 “We must not allow our creative protests to degenerate into physical violence.”

“We cannot be satisfied as long as the Negro’s basic mobility is from a smaller ghetto to a larger one.”

“No, no, we are not satisfied, and we will not be satisfied until justice rolls down like waters and righteousness like a mighty stream.”

 “Free at last, free at last, great God almighty, we are free at last.” 

I Have a Dream Bangla Summary

আব্রাহাম লিংকন ও তার ঘোষণাপত্রকে উল্লেখ করা: মার্টিন লুথার কিং সর্বপ্রথম আব্রাহাম লিংকনকে স্মরণ করেন এবং বলেন, আব্রাহাম লিংকন ১০০ বছর আগে স্বাধীনতার ঘোষণাপত্রে সাইন করেছিলেন। এই স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী, নিগ্রোরা সমান অধিকার পাবে এবং তারা কোন বৈষম্যের শিকার হবে না। 

নিগ্রোরা বৈষম্যের শিকার হওয়া: কিন্তু ১০০ বছর পরেও নিগ্রোরা বৈষম্যের শিকার হচ্ছে। সম্পদশালী এই জাতির মধ্যে বসবাস করেও তারা অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার হচ্ছে। সাদা চামড়ার মানুষেরা কোনভাবেই তাদের স্বাধীনতা দিচ্ছিল না। নিজেদের দেশেই তারা অবাঞ্ছিত হিসেবে বসবাস করছিল। যদিও স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বলা হয়েছিল নিগ্রোদের সমান অধিকার, ন্যায় বিচার ও স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু প্রকৃতপক্ষে কখনোই এমনটা হয়নি। আমেরিকান সমাজে চাকরির ক্ষেত্রে বা সমাজে নিগ্রোদের ঘৃণা করা হচ্ছে। 

এই সমাবেশের কারণ উল্লেখ করা: মার্টিন লুথার কিং বলেন, আমরা আজ এখানে আমাদের অধিকার আদায় করতে এসেছি। আমেরিকান সরকার তাদেরকে Bad Check (নামমাত্র স্বাধীনতা) দিয়েছে। কিন্তু আমেরিকান সরকার দেউলিয়া (স্বাধীনতা দেওয়ার ক্ষমতা হারায়নি) হয়নি। নিগ্রোদের যদি স্বাধীনতা নিশ্চিত করা না হয়, তাহলে এটা সমগ্র জাতির জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে।

আরো পড়ুন: The Garden Party Bangla Summary

শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেওয়া: মার্টিন লুথার কিং এবার বলেন, নিগ্রোরা যেন সশস্ত্র আন্দোলনে না নামে। তারা চায় শান্তিপূর্ণ আন্দোলন করতে। সাদা চামড়ার মানুষদের সাথে কোনরূপ সংঘর্ষ তিনি চান না। কারণ তারা যেই আন্দোলন করছে, তাতে অনেক সাদা চামড়ার মানুষ তাদের সমর্থন করছে। তারাও চায় নিগ্রোরা সমান স্বাধীনতা পাক। মার্টিন লুথার কিং এর মতে, নিগ্রো ও সাদা চামড়ার মানুষদের ভাগ্য এক সুতোয় গাঁথা। একজন ছাড়া আরেকজন চলতে পারবে না।

আন্দোলন থামানোর বিষয় উল্লেখ করা: এরপর তাকে প্রশ্ন করা হয় যে, কখন তাদের এই আন্দোলন থামবে? উত্তরে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত পুলিশ তাদের উপর অত্যাচার না থামাবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন থামবে না। শহরের হোটেল ও মোটেল গুলোতে তাদের যাওয়ার অধিকার দিতে হবে। তাদের দিতে হবে ভোটদানের অধিকার, ন্যায়বিচার ও সমান অধিকার।

সমান অধিকার পাবার আশা ব্যক্তকরণ: এবার মার্টিন লুথার কিং মনে করেন, তাদের এই অবস্থার একদিন পরিবর্তন ঘটবে। এরপর তিনি তার আশেপাশের মানুষদের নিজেদের কর্মক্ষেত্রে যেতে বলেন এবং তাদের অবস্থার পরিবর্তন করার জন্য কাজ করতে বলেন। আর এটাও বলেন, তারা যেন রক্তারক্তি না করে। যদিও তার অনেক হতাশা রয়েছে তবুও তিনি স্বপ্ন দেখেন, যা কিনা আমেরিকার স্বপ্নের সাথে জড়িত। তার স্বপ্ন হচ্ছে, আমেরিকা এমন একটা জাতি হবে, যেখানে সবাই সমান অধিকার পাবে। তিনি স্বপ্ন দেখেন যে, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে ও মনিবের ছেলে সবাই একই টেবিলে বসবে। আর তারা আবদ্ধ থাকবে ভাতৃত্বের বন্ধনে।

এরপর তিনি বলেন, তার চার ছেলে মেয়ের গায়ের রং দেখে তাদের বিচার করা হবে না বরং তাদের বিচার করা হবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে। এরপর তিনি স্বপ্ন দেখেন, কালো এবং সাদা চামড়ার ছেলেমেয়েরা একসাথে হাঁটতে পারবে এবং চলাফেরা করতে পারবে। তিনি আরো স্বপ্ন দেখেন সবাই ন্যায় বিচার, সাম্য ও স্বাধীনতা পাবে। তিনি তার স্বপ্ন পূরণে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাবেন।

কিভাবে আমেরিকা একটি গ্রেট নেশন হবে: মার্টিন লুথার কিং এর মতে আমেরিকা তখনি একটা গ্রেট নেশন হবে, যখন এর প্রতিটা পার্টের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আমেরিকা তখন গ্রেট নেশন হবে, যখন এর আলাদা বর্ণের, ধর্মের ও গোষ্ঠীর মানুষ একসাথে থাকতে শুরু করবে এবং একসাথে স্বাধীনতার গান গাইবে।

আরো পড়ুন:Of Studies Bangla Summary

Mottaleb Hossain
Mottaleb Hossain
This is Mottaleb Hossain, a researcher of theology and English literature and language. One of the seven members of literatureXpres, a worldwide online educational institution. Educational Qualification: BTIS(Bachelor of Theology and Islamic Studies)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক