I Taste A Liquor Never Brewed Bangla Summary

Key Information

earn money
  • Title: “I Taste A Liquor Never Brewed”
  • Poet: Emily Dickinson (1830-1886)
  • Published: 1861 in Springfield Daily Republican.

Theme: Appreciating the Glory of Nature

Literary Device: Alliteration, Metaphor, Allusion, Personification. 

Bangla Summary

“I Taste A Liquor Never Brewed” কবিতাটি এমিলি ডিকিনসনের আরেকটি অনন্য কবিতা। এই কবিতাটি প্রথম Springfield Daily Republican পত্রিকায় ১৮৬১ সালে প্রকাশিত হয়। এই কবিতায় কবি প্রকৃতির অপার সৌন্দর্যকে তুলে ধরেছেন। তিনি প্রকৃতির প্রেমে এতটাই বিমুগ্ধ হয়েছেন যে তিনি তা থেকে চোখ ফেরাতে যেন পারছেন না। তিনি প্রাকৃতিক সৌন্দর্যের নেশায় ডুবে গেছেন। 

কবিতার শুরুতেই কবি বলেন, তিনি এমন একটি রহস্যময় লিকার বা ড্রিংক পান করছেন যা এর আগে কখনও তৈরি করা হয়নি। এটি কোনো দামী মুক্তাখচিত মগেও কখনও পরিবেশন করা হয়নি। এই ড্রিংক এতটাই অনন্য যে তা রাইন উপত্যকায় তৈরি ওয়াইনের চেয়েও উন্নত ও সুস্বাদু। পৃথিবীর যেকোনো বিখ্যাত ড্রিংকই কবির পান করা ড্রিংকের কাছে হার মেনে যায়।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এর পরের স্ট্যাঞ্জাতে কবি সেই রহস্যময় ড্রিংকের কথা খুলে বলেন। তার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রিংক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতির মুক্ত বাতাস তাকে মাতাল করে দিচ্ছে। তিনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেন মাতাল হয়ে যাচ্ছেন। নেশাকারীরা যেমন সরাইখানা দেখে আবেগে আপ্লুত হয়ে যায় ঠিক তেমনি কবি গ্রীষ্মের দিনের আকাশ দেখে আবেগঘন হয়ে গেছেন।

Read Also: Wild Nights Wild Nights Bangla Summary

পরের স্ট্যাঞ্জাতে কবি বলেন, তিনি তার এই সৌন্দর্য পান থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। এমনকি যদি মৌমাছি এবং প্রজাপতিরা অতিরিক্ত নেকটার (ফুলের মধু) পান করার পর তা বন্ধ করে দেয়, তবুও কবি ততক্ষণ পর্যন্ত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকবেন। অর্থাৎ মৌমাছি এবং প্রজাপতি একটা নির্দিষ্ট পরিমাণ মধু পান করার পর তা পান করা বন্ধ করে দেয়। কিন্তু কবির তৃষ্ণা যেন কিছুতেই মিটছেনা। তিনি পান করা বন্ধ করতে পারছেন না।

চতুর্থ স্ট্যাঞ্জাতে কবি তার মনের আকাঙ্খা ব্যক্ত করেছেন। তিনি বলেন, তিনি ততক্ষণ পর্যন্ত এই সৌন্দর্য উপভোগ করে যাবেন যতক্ষণ না দেবদূত ও সন্যাসী ব্যক্তিরা তাকে দেখতে আসবে। তারা এসে দেখবেন, কবি সূর্যের গায়ে হেলান দিয়ে প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছেন।

Read Also: I Felt a Funeral Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক