fbpx

What Irony do you Find in the Title of the Poem, The Love Song of J. Alfred Prufrock'(বাংলায়)

Question: What irony do you find in the title of the poem, The Love Song of J. Alfred Prufrock’, and how does it run throughout the poem?

earn money

একটি সাহিত্যিক ডিভাইস যার মাদ্ধমে লেখক একটি বিষয় একভাবে তুলে ধরেন কিন্তু অন্য অর্থ নির্দেশ করেন। T.S. Eliot এর কবিতা “The Love Song of J. Alfred Prufrock” (1915) সত্যিই বিদ্রুপে পরিপূর্ণ। প্রপ্রথম দেখায় কেউ এটিকে একটু রোমান্টিক কবিতা হিসেবে ভাবতে পারে, তবে এটি তার প্রধান চরিত্র আলফ্রেড প্রুফ্রকের মাধ্যমে আধুনিক মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে চিত্রিত করেছে।

Irony in the Title: এই কবিতার শিরোনামটিই বিদ্রুপাত্মক। কারণ এটা পড়লে মনে হবে কোনো মানুষের প্রেমের কাহিনী কিন্তু আসলে এটি নায়কের কাপুরুষতার নিদর্শন বাহন করে.

আরো পড়ুনঃDiscuss the Father-son Relationship in “Sons and Lovers”.’(বাংলায়)

Representation of an Ironic Protagonist: এই কবিতার নায়কের মধ্যেই আয়রনি লুকিয়ে আছে. তিনি পোশাক আশাকে খুব ফিটফাট কিন্তু খুবই ভীরু প্রকৃতির।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Irony in the Declaration of Love: নায়ক প্রুফ্রক একজন মেয়েকে খুব ভালো বাসে কিন্তু বলতে পারে না. সে অনেক বার ডেটিং এ যায় কিন্তু বলতে পারে নাই। 

The Ironic Urban Life: শহরের মানুষ হবে কর্মমনা। কিন্তু প্রুফ্রক সম্পূর্ণই বিপরীত। তিনি কোনো কাজকর্ম করেন না বরং সবসময় মেয়েদের নিয়েই ব্যাস্ত থাকেন। অপরদিকে মেয়েরাও ছিলেন কপট প্রকৃতির। নারী পুরুষ উভয়ই সুদু শারীরিক সম্পর্কের পিছনে ঘুরতেন।

আরো পড়ুনঃJustify the Novel’s Title, ‘The Grass is Singing.’(বাংলায়)

Exaggeration over Triviality: ওই সময়ে ছোট জিনিস কে অনেক বারো করে দেখা হতো. যেমন আলফ্রেড তার প্রেম নিবেদনকে খুন করার সাথে তুলনা করেসে।

Ironic Physical Appearance: প্রুফ্রকের যথেষ্ট বয়স হয়েছে। মাথায় টাক পরে গেছে। কিন্তু সে স্মার্ট পোশাকসাকের মাদ্ধমে এইগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে.

সবশেষে বলতে পারি এই কবিতায় আইরনই টাইটেল থেকে শুরু হয়ে পুরো কবিতা জুড়ে বিরাজ করেছে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক