fbpx

Kazi Nazrul Islam as a patriotic poet বাংলায়

Kazi Nazrul Islam as a patriotic poet

কাজী নজরুল ইসলাম একজন দেশ প্রেমিক। দেশ প্রেমিক বলতে যে শুধুমাত্র দেশকে ভালোবাসা তা কিন্তু নয়। দেশ, দেশের মানুষ ,সংস্কৃতি, ভাষা সবকিছুই। তার দেশপ্রেমের চেতনা নিয়ে এই প্রশ্নটা সাজাতে হবে।

1.Love for humanity

মানবতার প্রতি তিনি ভালোবাসা রেখেছেন। তার মতে মানুষ সবার ঊর্ধ্বে। যেহেতু মানুষ আবার ঊর্ধ্বে তাহলে মানবতা সবার ঊর্ধ্বেই থাকবে। ধর্ম গোত্র বর্ণ নয়।

2. Declaration of single nationality

শুধুমাত্র একটা জাতিসত্তায় নজরুল বিশ্বাসী ছিলেন। আর তা হচ্ছে মানুষ ও মানবতা। বৌদ্ধ খ্রিস্টান হিন্দু-মুসলিম এসব ধর্মীয় বিভেদে নজরুল বিশ্বাস করতেন না। আবার সাদা কালো আরবিও ,অনারবীয় ,এসিও, ওয়েস্টার্ন এসব তিনি বিশ্বাস করতেন না। তার মতে মানুষের একটাই জাতিসত্তা হওয়া উচিত।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুনঃ Kazi Nazrul Islam is a great poet of interfaith harmony (বাংলায়)

3.Call for united struggle

যখনই নজরুল অত্যাচার হতে দেখেছেন তখনই তিনি সংগ্রামের ঘোষণা দিয়েছেন। তার কবিতার মাধ্যমে তিনি দেশ ও দেশের মানুষের সংগ্রাম তুলে ধরেছেন। এটা ছিল মূলত ব্রিটিশ ইম্পেরিয়াল রুল এর বিরুদ্ধে।

4. Inspiration supplier 

নজরুলের কবিতা পড়ে মানুষ অনেক বেশি ইনস্পায়ার হত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নজরুলের কবিতার প্রভাব ছিল অসামান্য।

5.The occasion of the song

google news

চারিদিকে অন্যায় অবিচার নিষ্ঠুরতা দেখে নজরুল কান্ডারী হুশিয়ার নামক একটি দেশপ্রেমের গান লেখেন। এখানে তিনি যুবকদের হিন্দু মুসলিম বিভেদ ভুলে দেশের জন্য লড়াই করতে ইন্সপায়ার করেন।

আরো পড়ুনঃ The Social and Political Background of Beware My Captain (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক