Language and Culture

Language and Culture

earn money

ভাষা এবং সংস্কৃতির মধ্যে গভীর একটি সম্পর্ক রয়েছে যেখানে ভাষা মানুষের মনের ভাব এবং সংস্কৃতি প্রকাশ বা সংরক্ষণের একটি মাধ্যম হিসেবে কাজ করে। ভাষা শুধুমাত্র যে মনের ভাব প্রকাশের মাধ্যম তাও নয় বরং একজন মানুষের কালচারাল বিশ্বাস প্র্যাকটিস সবকিছুর একটা প্রকাশ মাধ্যম বটে।

ভাষা একটা নির্দিষ্ট সমাজের কালচারাল প্রতিফলন হিসেবে কাজ করে থাকে যেখানে শব্দ অঙ্গভঙ্গি এবং ইউনিক কিছু কনসেপ্ট এর সাহায্য নেওয়া হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি নির্দিষ্ট সমাজের রীতিনীতি বা ঐতিহ্য প্রকাশের জন্য বিশেষ কোনো মাধ্যম থাকতে পারে। তবে ভাষার মাধ্যমে সেই কালচারাল জ্ঞান এবং আইডেন্টিটি যুগের পর যুগ ধরে প্রতিস্থাপিত হতে থাকে।

আরো পড়ুনঃ The Lotos-Eaters Bangla Summary

ভাষা একটা সংস্কৃতির প্রধান আইডেন্টিফিকেশন হিসেবে পরিগণিত হয় এর কারণ একটি নির্দিষ্ট সংস্কৃতির রীতিনীতি কাজকর্ম ইতিহাস প্রথা অভিজ্ঞতা সবকিছুই ভাষার দ্বারা প্রকাশিত হয়ে থাকে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এছাড়াও একটি সংস্কৃতির ধরন কেমন এবং সেখানে কমিউনিকেশন স্টাইল কেমন হবে সেটা মূলত ভাষার মাধ্যমেই প্রকাশিত বা নির্ধারিত হয়ে থাকে।

ভাষা মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম এবং সেই সাথে মানুষের চিন্তাভাবনার তীক্ষ্ণ প্রতিফলন বা বহিঃপ্রকাশ হচ্ছে একজন মানুষের ভাষা। পৃথিবীর বিভিন্ন ভাষা বিভিন্ন স্ট্রাকচার অনুসরণ করে কিন্তু নির্দিষ্ট একটি কালচারের এক্সপেরিয়েন্স যখন প্রকাশ করা হয় তখন ভাষাটাকেই ব্যবহার করা হয়।

তাছাড়া ভাষা একটা নির্দিষ্ট সংস্কৃতির মানুষদের মধ্যে সেতু হিসেবে কাজ করে। একটি সমাজের মানুষদের মধ্যে সাংস্কৃতিক কমিউনিকেশন এর জন্য এবং তাদের একে অপরের আন্ডারস্ট্যান্ডিং ভাল হওয়ার জন্য ভাষা অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে।

আরো পড়ুনঃ Oenone Bangla Summary

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংস্কৃতি দিনের পর দিন পরিবর্তিত হতে থাকে এবং উন্নত হতে থাকে যেখানে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রধান ভূমিকা পালন করে। মানুষ যখন সংস্কৃতির বহিঃপ্রকাশ করে থাকে এবং পরিবর্তন করতে চায় তখন তাদেরকে ভাষার মাধ্যমে সেটা প্রকাশ করতে হয়। 

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক