Love and Marriage Are the Dominant Issues Focused in Pride and Prejudice (বাংলায়)

Question: Love and marriage are the dominant issues focused in Pride and Prejudice. Or, Elucidate the theme of love and marriage in Jane Austen’s Pride and Prejudice. Or Jane Austen has critically studied love and marriage in her novel Pride and Prejudice. Discuss.

earn money

প্রাইড এন্ড প্রেজুডিস এমন একটা নোভেল, যা প্রি-ভিক্টোরিয়ান যুগের নোভেলিস্ট জেন অস্টিন লিখেছেন। এই নোভেলে তিনি ভালোবাসা এবং বিয়ের থিমটা সবচেয়ে বেশি হাইলাইট করেছেন।

Love and Marriage Based on Economy: এই নোভেলে ভালোবাসা এবং বিয়েকে অর্থনৈতিক দিক থেকে দেখানো হয়েছে। মিস্টার কলিংস এবং সারলট এর বিয়ের উজ্জ্বল উদাহরণ। মিস্টার কলিংস সর্বপ্রথম জেনকে প্রপোজ করে, এরপর এলিজাবেথকে। কিন্তু ব্যর্থ হলে অবশেষে সারলোটকে প্রপোজ করে। সারলোর তার প্রপোজাল একসেপ্ট করে শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য।

আরো পড়ুনঃ How Did Darcy Declare His Love for Elizabeth in Pride and Prejudice? (বাংলায়)

Love and Marriage Based on Physical Attraction: উইকহাম ছিল খুব সুদর্শন। তাই লিডিয়া খুব সহজেই তার প্রতি আকর্ষিত হয়ে পড়ে এবং নোভেলের শেষের দিকে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু বিবাহিত জীবনে তারা আদেও সুখী ছিল না।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Pride Is Harmful to Love and Marriage: নোভেলের শুরুর দিকেই আমরা দেখতে পাই ডার্সি এলিজাবেথকে অপমান করে কথা বলছে। এখানে তার প্রাইড প্রকাশ পায়। আর এই কারনেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

Passionate and Compassionate: ভালোবাসায় একে ধরনের প্রতি আবেগ থাকা জরুরী। মিস্টার বিংলে এবং জেনের মধ্যে এটা দেখা যায়। আবার এলিজাবেথ এবং ডার্সি এর মধ্যে এটা প্রতিয়মান হয়, যদিও তাদের সম্পর্কের শুরুটা ভুল বুঝাবুঝির মধ্যে দিয়ে শুরু হয়েছিল।

আরো পড়ুনঃ Hardy’s Pessimistic View is Evident in Tess of the D’Urbervilles (বাংলায়)

Love and Marriage Based on Mutual Understanding: জেন অস্টিন ঊনবিংশ শতাব্দীর ইংল্যান্ডের বিয়ের সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার মতে ভালোবাসা এবং বিয়ে হওয়া উচিত উভয়ের বোঝাপড়ার মাধ্যমে। তিনি বিংলে ও জেন এবং এলিজাবেথ ও ডার্সি এর বিয়ে মিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দেখিয়েছেন।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক