fbpx

Lullaby Bangla Summary (বাংলায়)

Lullaby Bangla Summary (বাংলায়)

  • Writer: W H Auden (1907-1973)
  • Published: 1937
  • Written Time: 1937
  • Type of Poem: a song or folk poem
  • Main Theme: faithlessness of modern love.

Lullaby meaning 

A lullaby is a song or folk poem meant to help a child fall asleep. From A Poet’s Glossary. The following definition of the term lullaby is reprinted from A Poet’s Glossary by Edward Hirsch. A bedtime song or chant to put a child to sleep. W H Auden’s ‘Lullaby’ is an unconventional love poem, celebrating the impermanence and physicality of erotic – and implicitly homosexual – love.

Bangla Summary 

লুলাবি কবিতায় কবি একজন ঘুমন্ত প্রেমিকা প্রতি তার প্রেমিকের ভালোবাসা পূর্ণ কথাগুলো তুলে ধরেছেন। আসলে লুলাবি একটি ভালোবাসার কবিতা। কবিতার শুরুতেই প্রেমিক তার প্রেমিকাকে তার বাহুতে মাথা রাখতে বলছেন। এরপর সে গভীরভাবে এক মিনিট চিন্তা করতে পারে। সে বলে, মানুষের সৌন্দর্য চিরস্থায়ী নয়। কারণ মৃত্যু তো আসবেই আর সবকিছু শেষ করে দেবে। ভালোবাসার মানুষটির সৌন্দর্য নিখুঁত নয়। তাতে অবশ্যই কবির প্রেমিক বিচলিত নয়। কারণ তার ভালোবাসার মানুষের মাঝেও কোনো না কোনো দিক দিয়ে সৌন্দর্য রয়েছে। 

আরো পড়ুন: An Irish airman foresees his death Bangla Summary (বাংলায়)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এবার কবির প্রেমিকের মনটা খারাপ হয়ে যায়। তিনি বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করেন। রোমানদের দেবী ভেনাসের কথা তিনি চিন্তা করতে শুরু করেন। আবার সেই সন্ন্যাসীর কথা তিনি ভাবতে থাকেন, যার কিনা পরমানন্দের অভিজ্ঞতা আছে। এখানে সেই সব পাগলদের কথা বলা হয়েছে যারা ভবিষ্যৎ নিয়ে বিলাপ করে বেড়ায়। এই সবকিছু ভাবার পরেও প্রেমিকের এটা মনে আছে যে, সেই সুন্দর রাতে তার ভালোবাসার মানুষের সাথে কি হয়েছিল। তিনি বলে ওঠেন সবাইকেই মরতে হবে।

এরপর কবিতার ঘুমন্ত প্রেমিকার মুখের দিকে তাকিয়ে তার সাথে কথা বলেন। তিনি এটা প্রার্থনা করেন যে তার প্রেমিকা জীবন সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করবে। সে এই পৃথিবীতে মর্তের জীবনকে যথেষ্ট মনে করবে। এখানে প্রেমিক এটা বুঝাতে চেয়েছেন যে, তার প্রেমিকাকে জীবনের সকল প্রশ্নের জন্য খুব বেশি দূরে যেতে হবে না। কবিতার শেষের দিকে প্রেমিক বলেন, সকল মানুষের ভালোবাসা তার দিকে তাকিয়ে আছে। আর তার প্রেমিকার দেখা শোনা তিনি নিজে করছেন, ঈশ্বর নয়।

আরো পড়ুন: The circus animals’ desertion Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

1 COMMENT

  1. ” Lay your sleeping head,my love,
    Human on my faithless arm.”

    I am from Gaibandha Govt College. It is really overjoyed me.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক