Here we bring you Macbeth Bangla Summary. “Macbeth” is a Tragedy Play, written by William Shakespeare (1564-1616).
Characters
ম্যাকবেথ: নায়ক, রাজার আর্মির জেনারেল, ট্র্যাজিক হিরো এবং পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা।
লেডি ম্যাকবেথ: জেনারেল ম্যাকবেথের স্ত্রী।
ডানকান: স্কটল্যান্ডের রাজা এবং ম্যালকম এবং ডোনালবাইনের পিতা।
ম্যালকম: রাজা ডানকানের বড় ছেলে এবং পরে স্কটল্যান্ডের রাজা।
ডোনালবেইন: রাজা ডানকানের ছোট ছেলে।
ব্যাংকু: রাজার আর্মির আরেকজন জেনারেল।
ফ্লিন্স: ব্যাংকুর ছেলে।
ম্যাকডাফ: ফাইফের শাসক বা সচিব (Thane of Fife) এবং স্কটল্যান্ডের সম্মানিত ব্যাক্তি।
তিন ডাইনি: নাটকের অতিপ্রাকৃত চরিত্র।
Bangla Summary
আমরা ম্যাকবেথ নাটক ভালো করে বুঝার জন্য ৫টি ভাগে বিভক্ত করে আলোচনা করব।
এক, ডাইনিদের ভবিষ্যৎবাণী এবং কিং ডানকানকে মারার প্ল্যান।
দুই, কিং ডানকানকে হত্যা এবং ম্যাকবেথ কে নতুন রাজা বলে নিজেকে ঘোষণা।
তিন, ব্যাংকুকে হত্যা, ম্যাকবেথের এবনরমাল এক্টিভিটি এবং আবার ডাইনিদের ভবিষ্যৎবাণী।
চার, ম্যাকডাফ-এর ফ্যামিলিকে হত্যা এবং ম্যালকমের ম্যাকবেথ কে আক্রমণ করতে সম্মত হওয়া।
পাঁচ, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের মৃত্যু এবং ম্যালকম নতুন রাজা।
এক, ডাইনিদের ভবিষ্যৎবাণী এবং কিং ডানকানকে মারার প্ল্যান
নাটকটির শুরুতে তিনজন ডাইনি ম্যাকবেথের সাথে দেখা করতে চায়। আর এদিকে কিং ডানকান এর বাহিনী ও জেনারেল ম্যাকবেথ প্রতিপক্ষের বিরুদ্ধে যে যুদ্ধ করছিল সেখানে তারা জিতে যায় এবং এই খবর কিং ডানকানকে জানানো হয়। তিনি এই খবর শুনে খুব খুশি হন। যুদ্ধের শেষে, ম্যাকবেথ আর ব্যাংকু একটা খোলা মাঠে হাঁটাহাঁটি করছিল। ঠিক সেই সময় তিন ডাইনি তাদেরকে স্বাগত জানিয়ে ম্যাকবেথ আর ব্যাংকুর বিষয়ে ভবিষ্যৎবাণী করে। তারা বলে ম্যাকবেথ কাউডরের থ্যাইন হবে (Thane of Cawdor) আর পরবর্তীতে স্কটল্যান্ড এর রাজা হবে। ব্যানকুর বিষয়ে বলে সে রাজাদের বাবা হবে অর্থাৎ তার উত্তরাধিকারীরা রাজা হবে। আর তারা এটি বলেই সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর সেখানে Ross এবং Angus ম্যাকবেথ এবং ব্যাংকুর সাথে দেখা করে এবং খবর দেয় যে ম্যাকবেথ কাউডরের থ্যাইন/শাসক বা সচিব হতে যাচ্ছে অর্থাৎ ম্যাকবেথ কে প্রমোশন দেওয়া হয়েছে। এটি শুনে ম্যাকবেথ অবাক হয়ে যায় কারণ একটু আগেই তিনজন ডাইনি তাকে এই সুখবরটি দিয়েছিল ভবিষ্যৎবাণী করে। ম্যাকবেথ এটা মনে করলো যে যেহেতু এটা সত্য হয়েছে তার মানে সে স্কটল্যান্ডের রাজা হবে এটাও সত্য হবে। আর এসব কিছু ম্যাকবেথ লেডি ম্যাকবেথ কে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয়। তারপর ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ খুশি হল এটা জেনে যে কিং ডানকান তাদের এখানে গেস্ট হিসেবে আসবে। তখনই লেডি ম্যাকবেথ রাণী হওয়ার জন্য কিং ডানকানকে মারার প্ল্যান করল। কারণ লেডি ম্যাকবেথ জানে যে ম্যাকবেথ কখনও কিং ডানকান কে হত্যা করবে না। যেহেতু বর্তমান কিং জীবিত সেহেতু তার এই হত্যার প্ল্যানটা করতেই হলো তাছাড়া তিনি তো আর রানী হতে পারবেন না। প্রফেশনাল কিলারদের মতো লেডি ম্যাকবেথ কিং ডানকানকে মারার প্ল্যান করলো।
দুই, কিং ডানকানকে হত্যা এবং ম্যাকবেথ কে নতুন রাজা বলে নিজেকে ঘোষণা
লেডি ম্যাকবেথ এর প্ল্যান অনুযায়ী ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করে। যদিও প্রথমে হত্যা করতে চায়না, কিন্তু তার স্ত্রী এর প্ররোচনায় ম্যাকবেথ রাজাকে হত্যা করে। তার প্ল্যান এরকম ছিল যে লেডি ম্যাকবেথ কিং ডানকানের প্রহরীদের মদ খাইয়ে মাতাল করে দিবে যাতে করে তাদের উপর দোষ চাপানো যায়। আর ম্যাকবেথ এদিকে ঘুমন্ত কিং ডানকানকে ছুরিকাঘাতে হত্যা করবে। যেহেতু কিং ডানকান তাদের গেস্ট হয়ে এসেছিল সেহেতু তাকে মারতে খুব একটা সমস্যায় পড়তে হয় নি। পরদিন সকালে ম্যাকডাফ এর ডিউটি অনুযায়ী কিং ডানকানের সাথে দেখা করতে আসে। কিন্তু সে এসেই কিং ডানকানের মরা দেহ আবিষ্কার করে। সে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ম্যাকডাফ এর আহাজারিতে একে একে সবাই সেখানে উপস্থিত হয়। আর হঠাৎই ম্যাকবেথ কিং ডানকান এর প্রহরীদের হত্যা করল নিজের পাপ লুকাতে আর লোক দেখাতে যে সে ডানকানকে খুব ভালোবাসে। সেখানে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ এমন ভান করছিল যে তারা আসলেই শিশুদের মতোই নিষ্পাপ অর্থাৎ তারা হত্যা করেনি। আর এই হত্যাকাণ্ড দেখে রাজার দুই ছেলে ম্যালকম আর ডোনালবেইন ভয়ে সেখান থেকে পালিয়ে অন্য দেশে চলে যায়। তারা ভয় করছিল এ ভেবে যে, তাদেরকেও তার পিতার মতো হত্যা করা হতে পারে। তাদের পলায়নের ফলে সবাই সন্দেহ করতে শুরু করে যে তারা তাদের পিতাকে হত্যা করেছে। আর সেখানে কাছের মানুষ হিসেবে ম্যাকবেথ নিজেকে নতুন রাজা হিসেবে ঘোষণা দেন।
তিন, ব্যাংকুকে হত্যা, ম্যাকবেথের এবনরমাল এক্টিভিটি এবং আবার ডাইনিদের ভবিষ্যৎবাণী
এই অ্যাক্টের শুরুর দিকে ম্যাকবেথ ব্যাংকু আর তার ছেলে ফ্লিন্সকে হত্যা করতে দুইজন কিলার হায়ার করে পাঠায় এবং পরে আরেকজনকে পাঠায় তারা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য। তাদের হত্যা করার কারণ হচ্ছে ব্যাংকু আর তার ছেলে ফ্লিন্স যাতে ম্যাকবেথ এর রাজ্য শাসনে সমস্যা করতে না পারে। তো ভাগ্যক্রমে ফ্লিন্স পালিয়ে যায় আর ব্যাংকুকে সেখানে হত্যা করা হয়। আর এদিকে ম্যাকবেথ তার প্রাসাদে রাজভোজের আয়োজন করে তার সব গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে। সেখানে হঠাৎ ম্যাকবেথ এবনরমাল বিহ্যাবিওর করতে শুরু করে। কারণ সেখানে শুধুমাত্র ম্যাকবেথ ব্যাংকু এর ঘোস্ট দেখতে পাচ্ছে বাকিরা দেখতে পাচ্ছিল না। এটা দেখে সেখানকার অতিথিরা উঠে চলে যাওয়া শুরু করেছে। আর তখনই লেডি ম্যাকবেথ তাদের বলে যে এটা তার হাজবেন্ডের পুরনো রোগ একটু পরেই সে আবার ঠিক হয়ে যাবে। আর তিনি এভাবেই এবারের মতো এই বিষয়টাকে হ্যান্ডেল করে নেন। এরপর ম্যাকবেথ আবার সেই তিন ডাইনিদের সাথে দেখা করে তাদের ভবিষ্যৎবাণী শুনতে চাইল। তারা ম্যাকবেথ কে বলল যে তাকে ম্যাকডাফ এর কাছ থেকে সাবধান থাকতে হবে। তারা আরো ভবিষ্যতবাণী করল যে, এক, স্বাভাবিকভাবে যে সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে সে সন্তান ম্যাকবেথ কে হত্যা করতে পারবে না। দুই, Birnam Wood যখন Dunsinane Castle-এ চলে আসবে তখন সে মৃত্যুবরণ করবে। তারপর সে ব্যাংকু এর ব্যাপারে জানতে চাইলে তাকে ব্যাংকু এর আকৃতিতে ৮ জন রাজার মিছিল দেখানো হয়। ম্যাকবেথ তাদের থেকে পাওয়া ভবিষ্যৎবাণী শুনে খুশি হল। ইতিমধ্যে ম্যাকডাফ ইংল্যান্ডে গিয়ে ম্যালকমের সাথে দেখা করল।
চার, ম্যাকডাফ-এর ফ্যামিলিকে হত্যা এবং ম্যালকমের ম্যাকবেথ কে আক্রমণ করতে সম্মত হওয়া
এই অ্যাক্টে ম্যাকডাফ-এর ফ্যামিলিকে ম্যাকবেথের হায়ার করা মার্ডারাররা হত্যা করে। আর এদিকে ম্যালকম ম্যাকডাফ-এর দেশপ্রেম পরীক্ষা করার পর ম্যালকমের ইংলিশ ফোর্স নিয়ে ম্যাকডাফ-এর সাথে ম্যাকবেথ কে আক্রমণ করতে সম্মত হয়।
পাঁচ, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের মৃত্যু এবং ম্যালকম নতুন রাজা
আর এদিকে দেখা যায় লেডি ম্যাকবেথ স্লিপ ওয়াকিং রোগীর মত সাফার করছে। তার পাপকাজগুলো তাকে ভেতর থেকে পীড়া দিতে থাকে। তারপর ম্যাকবেথ এটা জানতে পারে যে, ইংলিশ ফোর্স তার রাজ্যকে আক্রমণ করতে আসছে আর এদিকে তার স্ত্রী মৃত্যুবরণ করেছে। সে উভয় সংকটে পড়ে যায়। আর এদিকে ম্যালকম তার বাহিনীকে নির্দেশ দিল তারা যেন Birnam Wood থেকে গাছের ডালপালা কেটে ছদ্মবেশ ধারণ করে। কারন সে চায় তার সৈন্য সংখ্যা যেন ম্যাকবেথের আর্মি বুঝতে না পারে। এতে করে তিন ডাইনীর “Birnam Wood যখন Dunsinane Castle-এ চলে আসবে” এই প্রফেসিটা সত্য হয়।
তারপর যুদ্ধ শুরু হলে ম্যাকবেথ ইংলিশ জেনারেলের ছেলে Young Siward-কে হত্যা করে। আর ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করল কারণ ম্যাকডাফ নরমাল ডেলিভারিতে জন্ম নেয়া সন্তান নয়, অর্থাৎ এখানে বর্তমান সময়ের সিজার করে সন্তান প্রসবের বিষয়টি উল্লেখ করা হয়। অবশেষে তিন ডাইনীর এই প্রফেসিটাও সত্য হয়ে যায়। আর সবশেষে ম্যালকম নতুন রাজা হিসেবে স্কটল্যান্ড এর সিংহাসনে আরোহন করেন। আর এভাবেই নাটকটি শেষ হয়।
Read Also: Doctor Faustus Bangla Summary
Very nice… Totally awesome ❣️
চরিত্রগুলোর নাম বাংলার পাশাপাশি বন্ধনীর মধ্যে ইংরেজিতে দিলে ভালো হতো। যেমন- ব্যাংকো( Banquo)
Ekdam
Good