fbpx

Volpone Bangla Summary – বাংলা সামারি

“Volpone” is a Satirical Comedy play by Ben Jonson (1572-1637). This article contains Volpone Bangla Summary, key information, themes, characters, and a moral lesson.

earn money

যা থাকছে

Key Information

•         First Performed: 1605

•         Published Date: 1607

•         Genre: Comedy of Humors, Beast Fable

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Beast Fable is a kind of moral story in which animal characters are used to convey a moral lesson. Aesop is a widely-known beast fable writer.

•         Act: 5

•         Place Setting: Venice, Italy

•         Time Setting: Early 17th century

Character List

  • Volpone (The Fox): Central character of the play. He is an old, greedy, childless, and wealthy man.
  • Mosca (The Fly): Servant and parasite of Volpone. He assists Volpone to deceive people.
  • Voltore (Vulture): He is a lawyer. He tries to be the heir of Volpone by bringing gifts.
  • Corbaccio (Raven): Older than Volpone. He is a greedy old man and he tries to impress Volpone by sending gifts.
  • Bonario: Son of Corbaccio. He is a good man.
  • Corvino (Carrion Crow): A merchant of Venice. He is greedy, mean, and he also tries to impress Volpone by sending gifts.
  • Celia: Beautiful wife of Corvino. She is a lady of good character.
  • Sir Politic Would-Be: An English traveler, he is a ridiculous man.
  • Lady Politic Would-Be (Parrot): She is the wife of Sir Politic Would-be. She also tries to grab the property of Volpone.
  • Peregrine: Another English Traveler.
  • Nano, Androgyno, and Castrone: They are companions of Volpone and stay in his house.
  • The Avocatori: The judges of Venice.

Themes

  • Greed
  • Fable or Animalization
  • Parasitism
  • Deception
  • Dramatic Irony/ Knowledge vs Ignorance

Bangla Summary

[ভলপনি বাংলা সামারিটি আমরা কিছু পয়েন্টে ভাগ করে আলোচনা করেছি, যেন সহজেই ঘটনাগুলো মনে রাখা যায়]

এক, ভলপনির লোক ঠকানোর চক্রান্ত

ভলপনি একজন বৃদ্ধ এবং ধনী ব্যাক্তি। তিনি ইতালির শহর ভেনিসে বসবাস করেন। তার কোনো সন্তান নেই এবং তিনি অধিক সম্পদ, বিশেষ করে স্বর্ণ অর্জনে খুবই আগ্রহী। তিনি লোকদের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করেন। এ কাজে তার পরাশ্রয়ী, চাটুকার ও ধূর্ত চাকর মস্কা তাকে সাহায্য করে।

একদিন ভলপনি লোক ঠকানোর জন্য একটি চক্রান্ত করেন। তিনি মুমূর্ষ রোগীর নাটক শুরু করেন এবং বিছানায় শায়িত হন। তখন এলাকার লোভী লোকজন ভলপনি কে খুশি করার জন্য বিভিন্ন মূল্যবান উপহার ও অর্থ-সম্পদ নিয়ে হাজির হয়। কিন্তু এই লোভীরা মূলত ভলপনির মৃত্যু প্রত্যাশা করে, এবং ভলপনির মৃত্যুর পরে তার সম্পত্তির অংশীদার হওয়ার জন্য তার মন রক্ষার চেষ্টা করে। সুতরাং ভলপনি কে খুশি করার জন্য তারা বিভিন্ন মূল্যবান উপহার, অর্থ-সম্পদ নিয়ে হাজির হয়।

দুই, অর্থলোভীদের উপহার নিয়ে হাজির হওয়া

ভল্টরে, যিনি একজন উকিল, তিনি ভলপনি কে খুশি করার জন্য একটি প্রাচীন ও মূল্যবান পাত্র (প্লেট) নিয়ে হাজির হন। ভল্টরের আগমনের পূর্বেই ভলপনি বিছানায় শায়িত হয়ে যান। মস্কা উপহারটি নিয়ে নেয় এবং ভল্টরেকে আশ্বাস দেয় যে, ভলপনি অতি শিগ্রই মৃত্যুবরণ করবেন এবং তার একমাত্র উত্তরাধিকার হবেন ভল্টরে। ভল্টরে খুবই সন্তুষ্ট হন এবং প্রস্থান করেন।

তারপর সেখানে উপস্থিত হন কোরবাসিও। তিনি ভলপনির চেয়ে অধিক বৃদ্ধ। কিন্তু তবুও এই বুড়ো আশা রাখেন যে তিনি বেশিদিন বাঁচবেন এবং ভলপনির সম্পত্তির উত্তরাধিকার হবেন। তিনি ভলপনির জন্য উপহারস্বরূপ এক থলি স্বর্ণমুদ্রা নিয়ে হাজির হন। মস্কা সেটি নিয়ে নেয় এবং আরো একটি নতুন ফন্দি বের করে। সে কোরবাসিও কে বুঝায় যে, তার সমস্ত সম্পত্তি ভলপনির নামে লিখে দেয়া উচিত এবং তার পুত্র বোনারিও কে বঞ্চিত করা উচিত। তাহলে ভলপনি সন্তুষ্ট হবেন এবং মৃত্যুর আগে কোরবাসিও কে উত্তরাধিকার ঘোষণা করবেন। এই চমৎকার বুদ্ধিতে কোরবাসিও বেশ সন্তুষ্ট হন এবং প্রস্থান করেন।

তারপর সেখানে আসেন কার্ভিনো, যিনি একজন ব্যবসায়ী। তিনি উপহারস্বরূপ হীরার অলংকার নিয়ে হাজির হন। মস্কা সেটি নিয়ে নেয় এবং তাকেও আশ্বস্ত করে বিদায় করে দেয়।

তিন, কার্ভিনোর সুন্দরী বউ সেলিয়া

মস্কা তার মনিব ভলপনি কে জানায় যে কার্ভিনোর চমৎকার সুন্দরী ও যুবতী বউ আছে, যার নাম সেলিয়া। সেলিয়া ভেনিস শহরের সবচেয়ে আকর্ষণীয় নারী। তখন ভলপনি ছদ্মবেশ ধারণ করেন এবং সেলিয়াকে দর্শনের সিদ্ধান্ত নেন।

ভলপনি স্কট এর ছদ্মবেশ ধারণ করেন। স্কট হচ্ছে মান্তুয়া শহরের এক বিখ্যাত ঔষধ বিকক্রেতা। ছদ্মবেশে তিনি কার্ভিনোর বাড়ির পাশে যান এবং উচ্চস্বরে ঔষধ বিক্রয় শুরু করেন। সেলিয়া বেলকুনিতে বের হলে ভলপনি তাকে দেখে অভিভূত হন। এই দৃশ্য দেখে কার্ভিনো খুবই রাগান্বিত হন এবং ছদ্মবেশী ভলপনিকে চিনতে না পেরে ধোলাই করে তাড়িয়ে দেন। তিনি তার নির্দোষ বউ সেলিয়া কে অপরাধী সাব্যস্ত করেন এবং দুশ্চরিত্রা আখ্যা দিয়ে বেলকুনিতে যাওয়া নিষেধ করে দেন।

চার, সেলিয়াকে পাওয়ার চক্রান্ত

ভলপনি বাসায় ফিরে মস্কার কাছে সেলিয়ার রূপের প্রশংসা করেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা পোষণ করেন। মস্কা একটি বুদ্ধি বের করে এবং কার্ভিনোর বাসায় হাজির হয়। সে কার্ভিনোকে বলে যে, যদি কোনো যুবতী, সুন্দরী ও ভালো চরিত্রের মেয়ে ভলপনির সাথে বিছানায় যায় তবে তার মনিব সুস্থ হয়ে যাবেন, ডাক্তার এমনটাই পরামর্শ দিয়েছেন। তদুপরি ডাক্তার তার নিজের মেয়েকে ভলপনির জন্য অফার করেছেন। সুতরাং এমতাবস্থায় সেই ডাক্তারই ভলপনির উত্তরাধিকার হয়ে যাওয়ার আশংখা থাকে। এসব কথা শুনে কার্ভিনো সম্পত্তি হারানোর ভয়ে তার নিজের বউকে ভলপনির জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত দেন। সুতরাং মস্কার উদ্দেশ্য সফল হয় এবং সে প্রস্থান করে।

Read Also: Doctor Faustus Bangla Summary

পাঁচ, সেলিয়া ও বোনারিও

পথিমধ্যে মস্কার দেখা হয় বোনারিওর সাথে। বোনারিও হচ্ছে লোভী বুড়ো কোরবাসিও-এর ছেলে। মস্কা বোনারিও কে বলে যে তার পিতা কোরবাসিও তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন এবং সমস্ত সম্পত্তি ভলপনির নামে লিখে দিবেন। বনারীও সেটি বিশ্বাস করে না। মস্কা তাকে ভলপনির বাসায় নিয়ে যায় বিষয়টি প্রত্যক্ষ করানোর জন্য। মস্কা তাকে বলে যে তার পিতা কিছুক্ষণের মধ্যে ভলপনির বাড়িতে আসবে সম্পত্তি ভলপনিকে লিখে দেওয়ার জন্য। তার পিতার উপস্থিত হওয়া পর্যন্ত তাকে লাইব্রেরিতে অপেক্ষা করতে বলে মস্কা।

তখন কার্ভিনো তার বউ সেলিয়া কে ধোঁকা দিয়ে ভলপনির বাসায় হাজির করে। তিনি জোরপূর্বক তার বউ সেলিয়াকে ভলপনির রুমে পাঠিয়ে দেন। ভলপনি তৎক্ষণাৎ তার বিছানা থেকে লাফিয়ে উঠেন এবং সেলিয়াকে আলিঙ্গন করার চেষ্টা করেন। সেলিয়া নিজেকে বাঁচাতে চিৎকার করা শুরু করে। বোনারিও তখন লাইব্রেরি থেকে চিৎকার শুনতে পায় এবং মস্কা ও ভলপনি দুজনকেই পিটিয়ে সেলিয়া কে উদ্ধার করে পালিয়ে যায়। ভলপনি ও মস্কা তাদের অপরাধের জন্য বেশ ভীত হয়ে যায়।

ঠিক তখন সেখানে কোরবাসিও ও ভল্টরে এসে হাজির হয়। মস্কা তৎক্ষণাৎ একটি মনগড়া গল্প তৈরী করে যে, বোনারিও তার মনিবকে আক্রমণ করেছে কারণ তার পিতা ভলপনি কে সমস্ত সম্পত্তি লিখে দিতে চায়। এই কথা শুনে কোরবাসিও বেশ রাগান্বিত হন এবং তার পুত্র বোনারিওকে ত্যাজ্য ঘোষণা করেন। মস্কা আরো বলে যে বোনারিও তার মনিবকে ধর্ষণের অপবাদ দেয়ার জন্য সেলিয়া কে ব্যবহার করেছে। বোনারিও তার মনিবের বিরুদ্ধে কোর্টে মামলা করতে পারে। তখন ভল্টরে আশ্বাস দেয় যে সে ভলপনির পক্ষে কোর্টে লড়াই করবে।

ছয়, কোর্ট

কোর্টে সবাই ভলপনির উত্তরাধিকার হওয়ার আশায় তার পক্ষে সাক্ষ্য দেয়। ভল্টরে বলে যে বোনারিও এবং সেলিয়া অপকর্মে লিপ্ত হয়েছে এবং ভলপনির বিরুদ্ধে চক্রান্ত করেছে, কারণ বোনারিওর পিতা সমস্ত সম্পত্তি ভলপনির নামে লিখে দিয়েছেন। কোরবাসিও ও কার্ভিনো এই কথায় সমর্থন দেয়। তখন বিচারকমন্ডলী বোনারিও ও সেলিয়া কে দোষী সাব্যস্ত করে ও কারাগারে প্রেরণের সিদ্ধান্ত নেয়। সুতরাং ভলপনি কেসটি জিতে যান।

সাত, ভলপনির নতুন ফন্দি ও নিজের ফাঁদে নিজে পড়া

পরবর্তীতে ভলপনি মশকরা করার জন্য নতুন ফন্দি বের করেন। তিনি অর্থলোভীদের অপদস্ত করার সিদ্ধান্ত নেন। সুতরাং তিনি নতুন নাটক সাজান এবং সমস্ত সম্পত্তি মস্কার নামে লিখে দেন। তারপর তিনি তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে দেন। মৃত্যুর খবর শুনে অর্থলোভীরা খুশি হয় এবং একে একে ভলপনির বাড়িতে হাজির হয়। তারা দলিলে মস্কার নাম দেখে বিস্মিত হয়ে যায়; তদুপরি মস্কা তাদের অপমান করে তাড়িয়ে দেয়।

তখন ভলপনি অর্থলোভীদের আরো বেশি অপমান করার সিদ্ধান্ত নেন এবং একজন সৈনিকের ছদ্মবেশে মস্কার সাথে রাস্তায় নেমে আসেন। তিনি ছদ্মবেশে ভল্টরে কে চরম অপমান করেন। এতে ভল্টরে প্রচন্ড রাগান্বিত হয়ে যান এবং কোর্টে ভলপনির ব্যাপারে সব সত্য কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ভল্টরে কোর্টে একটি পেপার দাখিল করেন যেখানে তিনি পূর্বে বলা মিথ্যার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বোনারিও ও সেলিয়া কে নির্দোষ বলে দাবি করেন। তিনি আরো উল্লেখ করেন যে মস্কা সবাইকে ধোঁকা দিয়েছে। সুতরাং বিচারকমন্ডলী সৈনিকরূপে-ছদ্মবেশী ভলপনিকে নির্দেশ দেয় মস্কাকে কোর্টে হাজির করতে। ভলপনি মস্কাকে ডাকতে বাসায় যান। তখন মস্কা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কারণ সমস্ত সম্পত্তির মালিক এখন মস্কা। এখন ভলপনি উভয়-সঙ্কটে পরে যান এবং কোর্টে সবকিছু স্বীকার করার সিদ্ধান্ত নেন।

আট, দোষীদের শাস্তি

ভলপনি স্বরূপে কোর্টে হাজির হয়ে নিজের দোষ শিকার করেন; বিচারকমণ্ডলীর কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়।  তখন বিচারকমন্ডলী বোনারিও ও সিলিয়াকে বেকসুর খালাস দেয় এবং সমস্ত অর্থলোভী অপরাধীদের সাজা শুনায়। মস্কাকে বেত্রাঘাত করা হয় এবং দাস হিসেবে জাহাজে প্রেরণ করা হয়। ভলপনির সমস্ত সম্পত্তি হাসপাতালে দান করা হয় এবং তাকে অসুস্থ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কোরবাসিও কে আমৃত্যু আশ্রমে রাখার সিদ্ধান্ত হয় এবং তার পুত্র বোনারিওকে পিতার সম্পত্তির উত্তরাধিকার করা হয়। ভল্টরের আইনজীবির লাইসেন্স বাতিল করে তাকে ভেনিস শহর থেকে বিতাড়িত করা হয়। কার্ভিনো বিয়ের সময় যেই যৌতুক নিয়েছিল, তার তিনগুন অর্থ সেলিয়াকে প্রদানের নির্দেশ দেয়া হয়। পরিশেষে সমস্ত অর্থলোভীরা উপযুক্ত শাস্তি পায়।

Moral Lesson: Evil which flourishes for a time, comes to its own destruction

Read Also: Macbeth Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক