Discuss the Major Themes in Emily Dickinson’s Poetry you Have Read. (বাংলায়)

Question: Discuss the major themes in Emily Dickinson’s poetry you have read.

কোন সাহিত্যকর্মের মূল বিষয়বস্তু অবিচ্ছেদ্য একটি অংশ যাকে সাহিত্য কর্মের মেরুদন্ড বলা হয়। Emily Dickinson এর বৈচিত্র্যময় বুদ্ধদেবদের কারণে তিনি তার কবিতায় একাধিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন যেগুলো নিচে বর্ণনা করা হলো।

প্রকৃতি: ডিকিনসন তার কবিতাগুলো লিখেছেন মূলত প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে প্রাকৃতিক সুখ পাওয়ার উদ্দেশ্যে। প্রকৃতিকে ব্যবহারের মাধ্যমে তিনি সৃষ্টিকর্তা অমরত্ব এবং মৃত্যুর রহস্য উদঘাটন করেছেন। তার অন্যতম একটি কবিতা ” I Taste a Liquor Never Brewed,”  প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিফলন ঘটানোর পাশাপাশি তিনি এর ভেতরে লুকিয়ে থাকা অমরত্ব কেও তুলে ধরেছেন। কবি গ্রীষ্মকাল উপভোগ করছেন এবং গ্রীষ্মের পূর্ণাঙ্গ সৌন্দর্য উপভোগ করার জন্য তিনি এক ধরনের পানীয় পান করছেন যার স্বাদ অ্যালকোহল থেকেও অনেক বেশি এবং এটাই কবিকে মানসিকভাবে প্রশান্তি পেতে সহায়তা করছে। 

আরো পড়ুনঃHow Does Dickinson Express Her Love in “Wild Nights – Wild Nights?”(বাংলায়)

তিনি যেন বাতাসের মতোই মাতাল হয়ে গেছেন এবং সূর্যকে ল্যাম্পপোস্টের সাথে তুলনা করেছেন। প্রকৃতির রহস্য উদঘাটনের মাধ্যমে তিনি সৃষ্টিকর্তার আরো কাছে যেতে চেয়েছেন। 

তাছাড়া Wild Nights Wild Nights কবিতায় সমুদ্রের কথা বলেছেন এবং “Because I could not stop for death” কবিতায় আলোচনা করেছেন অমরত্ব এবং মৃত্যু সম্পর্কে। তিনি দেখছেন যে বাচ্চারা খেলা করছে, সবুজ শস্য খেত এবং সূর্যাস্ত যেটা প্রতিফলিত করে শিশুদের ছোটবেলা, যৌবন এবং বৃদ্ধ বয়স। 

ভালোবাসা: কবি তার কবিতায় ভালোবাসার কথা বলেছেন কিন্তু এটা শারীরিক ভালবাসা নয় বরং সৃষ্টিকর্তার সাথে গভীর সম্পর্কে সম্পর্কযুক্ত হওয়ার যে আত্মিক ভালবাসা সেটার কথাই তিনি বলেছেন। এখানে thee শব্দটির মাধ্যমে সমালোচকদের মতে তিনি তার ভালোবাসার মানুষের কথা বলেছেন যে সাদাকালো খাটো লম্বা যেকোনো ধরনেরই হতে পারে। তিনি তার এই ভালবাসার মানুষের সাথে একটা রাত কাটাতে চান এবং এই কাটানো মুহূর্তকে তিনি তুলনা করেছেন স্বর্গের সমুদ্রে সমুদ্র বিলাস করার সাথে। যদিও কবি এই কবি কবিতায় শারীরিক ভালোবাসার কথা বলেছেন তবে আদম এবং ইভ এর রেফারেন্সের মাধ্যমে মিষ্টিসিজম আবারও উঠে এসেছে। 

আরো পড়ুনঃGive an Estimate of Langston Hughes as an American Poet concerning the Poems you Have Read. (বাংলায়)

অমরত্ব এবং মৃত্যু: ডিকিনসনের কবিতার অন্যতম একটি বিষয়বস্তু হচ্ছে অমরত্ব এবং মৃত্যু। “I felt funeral in my brain” কবিতায় এটাই আলোচনা করা হয়েছে যেখানে মৃত্যুর মধ্য দিয়ে ফিউন্যারেল অনুষ্ঠানের চিত্র দেখানো হয়েছে। তিনি মূলত মানুষের মানসিক মৃত্যুর কথা বলেছেন এবং এর উপরে প্রায় 500 টি কবিতা লিখেছেন। মানসিক উন্নতি ভোগান্তি এবং দুঃখ দুর্দশা এই কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে। আরেকটি কবিতা “Because I could not stop for death” । সেখানেও মৃত্যু এবং অমরত্বের কথা বলা হয়েছে। 

কষ্ট এবং ভোগান্তি: কবিতার আসল বিষয়বস্তু বুঝতে হলে কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে হবে। ছোটবেলায় পিতাকে হারিয়ে তিনি একা হয়ে পড়েছিলেন এবং পরিবার থেকে আলাদা হয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ছিলেন তার পিতার বন্ধুর সাথে। তিনি বিশ্বাস করেন যে ভালবাসা দুঃখ কষ্ট সমাজ পরিবার সবকিছুই মানুষের মানসিক উন্নতির অন্যতম একটি অংশ। তার প্রিতার মৃত্যুতে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। “I felt funeral in my brain” কবিতায় মৃত্যু সম্পর্কে অত্যন্ত গভীর বর্ণনা দেওয়া হয়েছে। 

আরো পড়ুনঃShow the Religious Significance of the Poem “Wild Nights – Wild Nights”.(বাংলায়)

কাব্যিক ভাষা: কবিতা লেখার জন্য কবি প্রথমে একজন আর্টিস্ট হয়েছেন এবং কাব্যিক আর্ট অন্যান্য কবিদের থেকে তার অবস্থান অনেক উপরে নিয়ে গেছে। এটা তার কবিতার অন্যতম একটি থিম।

পরিশেষে বলা যায় যে ডিকিনসন তার কবিতায় রহস্যবাদের ব্যবহার করেছেন যা তাকে অনন্য করে তুলেছে অন্যান্য কবিদের থেকে। 

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *