fbpx

Death as the Recurring Symbol of Dickinson’s Poetry. (বাংলায়)

Question: Death as the Recurring Symbol of Dickinson’s Poetry.

এমিলি ডিকিনসনের লেখা কবিতা গুলোর অন্যতম একটি বিষয়বস্তু হলো মৃত্যু এবং সে এটাকে বারবার ব্যবহার করেছে যার পেছনে কিছু। তার সময়ে সমাজে অনেক যুবক মানুষ মারা যেত যে কারণে পুরো আমেরিকা জুড়ে মানুষের মধ্যে একটা হতাশা কাজ করতো। তাছাড়া মৃত্যু তার কবিতা লেখার ক্ষেত্রে একটি আগ্রহের ব্যাপার ও বটে।

কাব্যিক অন্তর্দৃষ্টি: মৃত্যু কবির কাব্যিক অন্তর্দৃষ্টি এবং তিনি তার সাহিত্যকর্ম রচনার ক্ষেত্রে এতে বিশেষ দৃষ্টি দিয়েছেন যেভাবে উইলিয়াম শেক্সপিয়র এর রচনার ক্ষেত্রে বাস্তবিক জ্ঞানগুলোর প্রতি তিনি দৃষ্টি দিয়েছিলেন। যদিও অনেক কবিদের অনেক বিশেষত্ব রয়েছে কিন্তু এমিলি ডিকিনসনের বিশেষত্ব হলো মৃত্যু। তিনি মৃত্যুকে প্রধান বিষয়বস্তু হিসেবে ব্যবহার করেছেন তার পাঁচশটির ও বেশি কবিতায়।

আরো পড়ুনঃDiscuss the Theme of Alienation in Robert Frost’s poetry. (বাংলায়)

মৃত্যুর দার্শনিক দিক: মৃত্যু অনিশ্চিত এবং ঘড়ির সাথে কোন সম্পর্ক নেই। মৃত্যুর গভীর দর্শন রয়েছে যে কারণে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন যে এই পৃথিবীতে দুইটা জিনিস সত্য যার একটি হলো মৃত্যু এবং আরেকটি হলো সরকারকে ট্যাক্স দেওয়া। সুতরাং মৃত্যু সত্য একটি বিষয়। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি জানেন যে আমাদের কবে মৃত্যু হবে সেটা যে কোন মুহূর্তে হতে পারে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এছাড়াও তিনি বলেছেন যে মৃত্যু হল একটা দীর্ঘ ঘুম যেখানে কোন ঝামেলা নেই। খ্রিস্টান ধর্ম অনুযায়ী পাদ্রিরা কবরের ফলকে লিখে রাখেন যে আমার প্রিয় বন্ধু প্যারাডাইস এ শান্তির ঘুম দাও এবং কিছুদিন পরে আমিও তোমার সাথে যুক্ত হব। এমিলি ডিকিনসন তার ব্যক্তিগত জীবনে তার বাবার বন্ধুর সাথে অনৈতিক সম্পর্কের বিষয়টা নিয়ে অশান্তিতে ছিলেন এবং এই কারণে তাকে জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তাই তিনি বারবার মৃত্যুতে ফিরে আসেন দীর্ঘ সময়ের জন্য কোন ঝামেলা ছাড়াই বিশ্রাম নেওয়ার জন্য এবং আমেরিকার মানুষদেরকে সচেতন করার জন্য যে তারা যেন তাদের নোংরা কাজকর্ম থেকে বের হয়ে আসতে পারে।

আরো পড়ুনঃEvaluate Robert Frost as a Poet of Nature. (বাংলায়)

মৃত্যু সচেতনতা ও দায়বদ্ধতা সৃষ্টি করে: অনেক সমালোচকদের মতে মানুষ তাদের মৃত্যুর জন্য দায়ী কারণ তারা জানে যে মৃত্যু তাদের পেছনে ঘুরে বেড়াচ্ছে এবং যেকোনো সময় তাদেরকে ধরে ফেলতে পারে। Because I Could Not Stop for Death কবিতায় এমিলি ডিকিনসন দেখিয়েছেন যে প্রত্যেক মানুষকে আত্মিকভাবে বিশুদ্ধ হওয়া উচিত। আবার I Felt a Funerall in My Brain এ তিনি আমেরিকান নাগরিকদের সচেতন করেছেন যে তাদের দুর্নীতি, যৌনতা, অ্যালকোহল এবং অন্যায় কাজকর্মে যুক্ত হওয়া উচিত নয় কারণ মৃত্যু নিশ্চিত। তারা যদি মৃত্যুর সম্পর্কে একবার চিন্তাভাবনা করত তাহলে এ ধরনের কাজকর্মে যুক্ত হত না।

মৃত্যু একটি সেতু: সৃষ্টিকর্তার সাথে যুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হলো মৃত্যু এবং একজন মানুষ মৃত্যুর মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে মিলিত হতে পারে। এমিলি ডিকিনসন তার অনেক কবিতায় এই কথা বলেছেন এমনকি I Felt a Funerall in My Brai এবং Because I Could Not Stop for Death কবিতাতেও বলেছেন। এখান থেকে আমরা জানতে পারি যে মৃত্যু শুধুমাত্র একটি শব্দ নয় এবং এই পৃথিবীর ধ্বংস নয় বরং এটা পুনর্জন্মের একটা রাস্তা যেটা সৃষ্টিকর্তার সাথে মিলিত হওয়ার সুযোগ করে দেয়।

আরো পড়ুনঃDiscuss the Major Themes of Langston Hughes Poems you Have Read. (বাংলায়)

এ পৃথিবীতে কেউ যদি অমর হয়ে বাঁচতে চায় তাহলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কারণ মৃত্যু ছাড়া চিরস্থায়ী জীবন কেউ কখনো লাভ করতে পারবে না। I Taste a Liquor Never Brewed কবিতায় কবি দেখিয়েছেন যে কিভাবে স্বার্থবাদী এই পৃথিবীতে অমর হওয়া যায়। এবং Because I Could Not Stop for Death কবিতাতেও তিনি দেখিয়েছেন যে মৃত্যু নামক একটি বাহন অমরত্ব নিয়ে কিভাবে আমাদের কাছে আসে যার মাধ্যমে আমরা বলতে পারি যে মৃত্যু একমাত্র পথ আমাদের অমর জীবন লাভের।

google news

পরিশেষে এটাই বলা যায় যে মৃত্যু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি লক্ষ্য যেটা এমিলি ডিকিনসনের কবিতায় উঠে এসেছে। আমেরিকা কিংবা ব্রিটেন এর অন্য কোন কবি মৃত্যুর দিকে এভাবে দৃষ্টিপাত করেনি যেভাবে এমিলি ডিকিনসন করেছে। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক