Key facts
1. Writer: Robert Frost (1874-1963)
2. Published date: 1914
3. Applied Literary device: Blank Verse
4. Genre: Dramatic Monologue
5. Topic of Discussion: Conversation between two neighbors regarding mending a wall. One is young and the other is old.
6. Most important quotes:
- There is something that doesn’t like the wall
- Good fences make good neighbors.
7. Poet’s position: The poet stands by the side of the young neighbors who do not like the wall. But it is logical that mending the Wall is very essential in some situations.
8. Themes:
- Border
- Traditionality
- Modernity
9. Symbols
Fence: The fence symbolizes national, religious, political, and economic conflict and discrimination which separate man from man. It hinders mutual understanding and relationships.
Bangla Summary
কবি এই কবিতায় দেয়ালের প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এখানে কবি দেয়াল বলতে দুই ধরনের দেয়ালকে বুঝিয়েছেন।
- শারীরিক- চোখে দেখা যায় এমন।
- আবেগ- যা কিনা শুধুমাত্র অনুভব করা যায়।
সামারির শুরুতেই দেখানো হয়, একজন যুবক এবং আরেকজন বৃদ্ধ প্রতিবেশীর মধ্যে দেয়াল সংস্কার নিয়ে কথা হচ্ছে। বৃদ্ধ প্রতিবেশী মনে করে, প্রকৃতিতে কিছু একটা রয়েছে যা কিনা এই দেওয়ালটা পছন্দ করে না। বৃদ্ধ প্রতিবেশী কিছুটা পুরনো মেন্টালিটির এবং যুবক প্রতিবেশী আধুনিক মেন্টালিটির। যুবক প্রতিবেশীর মতে তাদের প্রপার্টি ভাগ করার জন্য এই দেয়ালের আসলেই কোন দরকার নেই। তার রয়েছে আপেলের বাগান। অপরদিকে বৃদ্ধ প্রতিবেশীর রয়েছে পাইন বাগান। যেহেতু আপেল এবং পাইন মিশে যাওয়ার কোন সম্ভাবনাই নেই, তাই এই ওয়ালের আসলেই কোন দরকার নেই। তবে বৃদ্ধ ও অভিজ্ঞ প্রতিবেশী মনে করে দেয়ালের অবশ্যই দরকার রয়েছে। প্রতিবছর বসন্ত আসলেই তারা দুইজন এই দেয়ালটা মেরামত করে। কারণ বছর যেতে না যেতেই এই দেয়ালটি ভেঙে পড়ে। তাই যুবক-প্রতিবেশী মনে করে এই দেয়ালের আদেও কোন দরকার নেই। তবে বৃদ্ধ প্রতিবেশী বলে, “প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে ভালো একটা দেওয়াল থাকা প্রয়োজন”। এখানে তিনি এভাবে বলেন যে, “Good fences make good neighbours”.
Read Also: The Death of the Hired Man Bangla Summary