fbpx

The Death of the Hired Man Bangla Summary

Title: The Death of the Hired Man

Poet: Robert Frost (1874-1963)

Written: In 1905 or 1906 and later included the poem in his 1914 collection North of Boston.

Setting: Rural New England

Themes

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Justice, Marcy, and Forgiveness; Class and Status; Home

Symbol: Moon. The moon looming across the sky might be interpreted as a symbol of Silas’s looming death.

Bangla Summary

রবার্ট ফ্রস্টের Dead of the Hired Man কবিতাটি শুরু হয় এক কৃষক দম্পতির কথোপকথনের মাধ্যমে। স্বামীর নাম Warren এবং স্ত্রীর নাম Mary। তাদের পুরনো কাজের লোক Silas কে আবার কাজে রাখবে কি না এই নিয়ে তারা আলোচনা করছিলো। 

Silas অনেক বছর ধরেই তাদের বাসায় কাজ করছিলো। তবে একটি ভালো কাজের সন্ধান পাওয়ায় সে কাজ ছেড়ে চলে যায়। যেটা কি না Warren এর মোটেও ভালো লাগেনি। কিন্তু এখন সে আবার তাদের বাসায় ফিয়ে এসেছে। Mary তার স্বামীর জন্য বাজার থেকে ফিরে আসার অপেক্ষা করতে থাকে। Warren আসার সাথে Mary তাকে  Silas এর কথা জানায়। তাকে এটাও সতর্ক করে যেন সে Silas এর সাথে খারাপ ব্যবহার না করে। কারণ সে খুব মর্মাহত ও অসুস্থ অবস্থায় আছে। Mary খুবই দয়ালু মহিলা। সে সব কিছুর পরেও Silas এর সাথে আন্তরিকভাবে কথা বলে। তাকে খেতে দেয়, এবং নানা বিষয়ে প্রশ্ন করে। তবে Silas শুধুই মাথা নেড়ে উত্তর দেয়। Mary বিভিন্নভাবে  Warren কে মানানোর চেষ্টা করলেও সে রাজি হয়না। কারণ ফসলের সময় যখন Silas কে খুব বেশি দরকার ছিলো তখন সে কাজ ছেড়ে চলে যায়। এবং সে এমন সবয়(শীতকালে) ফেরত এসেছে যখন তাকে দেয়ার মত কোনো কাজই নেই। 

এখানে Silas এর কাজ ছাড়ার কারণ হচ্ছে সে Warren এর কাছে পর্যাপ্ত মজুরি পাচ্ছিলোনা। মজুরি বাড়াতে বললেও বাড়ানো হয়না। উপয়া না পেয়ে সে কাজ ছেড়ে চলে যায়। তবুও Mary বার বার Warren কে বোঝানোর চেষ্টা করে। অবশেষে  সে তাকে রাজি করাতে সক্ষম হয় এবং জানায় Silas চুলার পাশে ঘুমিয়ে আছে। এরপর Warren Mary এর কথা মত তার খোঁজ খবর নিতে যায়। পরমুহূর্তেই আবার সে ফেরত আসে এবং জানায় Silas মারা গিয়েছে। এভাবেই কবিতাটি শেষ হয়।

Read Also: Road Not Taken Bangla Summary

google news
Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক