fbpx

What is Mrs Bennet’s Ambition about Her Daughters in Pride and Prejudice? (বাংলায়)

 Question: What is Mrs Bennet’s ambition about her daughters in pride and prejudice?

earn money

এই উপন্যাসে মিসেস বেনেটর প্রধান লক্ষ্য হচ্ছে তার কন্যাদের সম্পদশালী ও সম্মানিত কোন ব্যক্তির সাথে বিয়ে দেওয়া। নিচের কিছু বিষয় দেখলে আমরা এ সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাবো।

মিসেস বেনেট সামাজিক অবস্থান সম্পর্কে অনেকটা উচ্চভিলাসী ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে তার কন্যাদের সচ্ছল ও সম্পদশালী মানুষদের সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে তিনি তার পরিবারের সামাজিক অবস্থানের উন্নতি করতে পারবেন।

আরো পড়ুনঃ Discuss Elizabeth’s First Impression of Darcy (বাংলায়)

মিসেস বেনেট তার কন্যাদেরকে ভালো পরিবারে বিয়ে দিতে চাওয়ার আরেকটি কারণ হচ্ছে তার সম্পদ তাদের উত্তর অধিকারী মিস্টার কলিন্স । তিনি ভয় পেতেন যে তার কন্যারা হয়তো সম্পদ পাবে না এবং বিবাহের মাধ্যমেই এই আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


মিসেস বেনেট টেনসনে ছিলেন যে হঠাৎ করে তাদের সম্পদ তাদের উত্তর অধিকারী কলিন্স এর হাতে চলে যায় কিনা। এর ফলে তার কন্যারা সম্পদ থেকে বঞ্চিত হবেন। তাই তিনি সম্পদশালী ব্যক্তির সাথে বিয়ে দিয়ে তার কন্যাদের এই অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে দূরে রাখতে চান। 

এছাড়াও তিনি তার কন্যাদের ভালো পরিবারে বিয়ে দিলে সমাজে তাদের অবস্থান উঁচু হবে। সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের দ্বারা তাদের স্বীকৃতি পাওয়া সম্ভব হবে যে কারণে তার উচ্চ বংশে বিয়ে দেওয়ার মানসিকতা সৃষ্টি হয়েছিল।

মিসেস বেনেট তার নিজের মানসিক সন্তুষ্টির জন্যও এ ধরনের সিদ্ধান্তে অটল ছিলেন। কন্যাদের ভালো কোথাও বিয়ে দিলে সমাজে অবস্থান ভালো হওয়ার পাশাপাশি একজন সফল মা হিসেবে তার ও সুনাম বৃদ্ধি পাবে। 

আরো পড়ুনঃ Discuss the Influence of Alec and Angel on Tess’s Life (বাংলায়)

যদিও মিসেস বেনেট এই উপন্যাসে অনেক সময় হাস্যরসাত্মক ঘটনার সৃষ্টি করেছেন তবে তার এমবিশন মূলত সেই সময়ের সামাজিক রীতি-নীতির অন্যতম একটা প্রতিফলন। তার কন্যাদের ভালো পরিবারে বিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা মূলত তৎকালীন মেয়েদের সুযোগের স্বল্পতাকে প্রতিফলিত করে। 

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক