fbpx

মূল্যবোধ বলতে কি বুঝ?

 প্রশ্নঃ মূল্যবোধ বলতে কি বুঝ?

ভুমিকা: মানুষের এমন কতগুলো মানবিক গুণাবলী, চেতনা, বিশ্বাস আচরণে যায় একজন মানুষ প্রথমত বিশ্বাস করেন, এরপর সে চর্চা করে এবং সেটা প্রচার করেন। সেসব মানবিক গুণাবলী তার সামগ্রিক আচরণ ব্যবহার কর্মকান্ড প্রকাশ পায়। 

মূল্যবোধ: মূল্যবোধ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Value. এটি গঠিত হয়েছে তিনটি ল্যাটিন শব্দের ব্যুৎপত্তিগত অর্থের ভিত্তিতে। শব্দগুলো হচ্ছে: Vale (অর্থাৎ strength বা শক্তি), Val (অর্থাৎ worth বা মূল্য) এবং Valu (অর্থাৎ valor বা সাহস, পরাক্রমা, বিক্রম, শৌর্য)। সামষ্টিকভাবে এ শব্দগুলোর অর্থ হচ্ছে ‘সব উত্তম জিনিস’। সামাজ বিঙ্গনীদের মতে ভালো-মন্দ, ঠিক -ভুল সম্পর্কে সমাজের মানুষের যেই ধারণা তাকেই মূল্যবোধ বলা হয়। মূল্যবোধ এর সৃষ্টি হয়ে থাকে কিছু আচরনের উপর ভিত্তি করে।

অর্থাৎ একজন মানুষের মূল্যবোধ BPP এই তিনটি ফ্যাক্টর জড়িত। 

B = Blieve ( বিশ্বাস করা)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


P = Pactice ( চর্চা বা অনুসরণ করা)

p= promote ( প্রচার করা)

মূল্যবোধের প্রামাণ্য সংজ্ঞা: সামাজিক বিজ্ঞানীরা মূল্যবোধকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তা উল্লেখ করা হলো :

১. সমাজবিজ্ঞানী গ্রিন এর মতে, ‘‘মূল্যবোধ হচ্ছে তুলনামূলকভাবে স্থায়ী সচেতনতা যা আবেগের সন্নিকটস্থ অবস্থা, লক্ষ্য, ধারণা অথবা ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়।’’

আরো পড়ুনঃ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। এর প্রকৃতি ও স্বরূপ বা পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো।

২. সমাজবিজ্ঞানী স্কেফার মতে, ‘‘ভালো বা মন্দ, ঠিক বা বেঠিক এবং কাঙ্খিত বা অনাকাঙ্খিত বিষয় সম্পর্কে সমাজের বিদ্যমান ধারণার নাম হলো মূল্যবোধ।’’

google news

৩. স্টুয়ার্ট সি. ডড -এর মতে, “সামাজিক মূল্যবোধ হলো সেই সকল রীতি-নীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।’’

৪. সমাজবিজ্ঞানী উইলিয়াম -এর মতে, “মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার-ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদন্ডে সমাজে মানুষের কাজের ভালো-মন্দ বিচার করা হয়।’’

৫. M. Haralambos এর মতে, “মূল্যবোধ হল একটি বিশ্বাস যা কিছু ভাল এবং কাম্য”।

৬. এম রোকেচের মতে, “মূল্যবোধ হল সার্বজনীন বিশ্বাস যা বিভিন্ন পরিস্থিতিতে ক্রিয়াকলাপ এবং সিদ্ধান্ত নির্দেশ করে”।

৭. এডওয়ার্ড স্প্রেঞ্জারের মতে, “মূল্যবোধ হল দৃষ্টিভঙ্গি, কুসংস্কার, অভ্যন্তরীণ প্রবণতা, পছন্দ ও অপছন্দ, যৌক্তিক এবং অযৌক্তিক বিচার, এবং বিশ্ব সম্পর্কে একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে এমন সংস্থার ধরণগুলির একটি নক্ষত্রপুঞ্জ”।

আরো পড়ুনঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে অগাস্ট কোঁতের অবদান আলোচনা করো।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, যে সমাজে মূল্যবোধ বজায় থাকে সে সমাজ তত বেশি উন্নত, অগ্রগতি ও সুন্দর। সুষ্ঠু সমাজব্যবস্থা বিনির্মাণে মানব আচরণ নিয়ন্ত্রণে কোনো বিকল্প নেই। সমাজের সদস্যদের মধ্যে পারস্পরিক মৈত্রী ও ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠার ক্ষেত্রে মূল্যবোধ গুরুত্বপূর্ণ অবদান রাখে মূল্যবোধ সমাজের সবধরনের অনাচার প্রতিরোধে কাজ করে।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক