fbpx

Mystic Elements in Song of Myself (বাংলায়)

Mystic Elements in Song of Myself (বাংলায়)

অনেকগুলো পয়েন্ট দেওয়া হলো। তবে আপনাদের সুবিধা অনুযায়ী যে কয়টা পয়েন্ট প্রয়োজন দিয়ে দিবেন।

1.   Exploration of Divinity

Walt Whitman ডিভিনিটিকে mystical element হিসেবে দেখিয়েছেন। তিনি মনে করেন তিনি divinity এর পার্ট, এবং divine a part of him. তাই বলে তিনি বিজ্ঞানকে রিজেক্ট করেননি বরং উভয়কেই সেলিব্রেট করেছেন। তিনি বিশ্বাস করেন বস্তুগত এবং স্পিরিচুয়াল দুইটাই আমাদের জীবনের অংশ।

আরো পড়ুনঃ Theme of religion/ religious elements of Dylan Thomas (বাংলায়)

2.   Experience of profound freedom

হুইটম্যান যে প্রচুর পরিমাণে স্বাধীনতার কথা বলেছেন, তা তার কবিতা পড়লে এমনিতেই বোঝা যায়।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


3.   Symbolism and Imagery:

মিস্টিক ইলিমেন্টস্ হিসেবে সিম্বলস অ্যান্ড ইমাজারি খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতায় I, the grass, the journey, body’, ‘soul’, ‘plants’, ‘animals’, ‘heavenly bodies’, হলো সিম্বল। আর হুইটম্যান ভিজুয়াল, অডিটরি ও অলফ্যাক্টরি ইমেজ গুলো দিয়েছেন।

4.   Representation of Mystic Nature/ artificial Nature:

কবি প্রকৃতিকে যেভাবে প্রয়োজন(mystic) ঠিক সেভাবেই উপস্থাপন করেন। আবার প্রকৃতির বিভিন্ন উপাদান মিষ্টিক শেপ দিয়ে উপস্থাপন করা হয়। তখন ওই উপাদানটা সামান্য থেকে অসামান্য হয়ে ওঠে। হুইটম্যান এখানে grass কে ঈশ্বরের handkerchief বলেছেন। আবার, symbol of democracy বলেছেন।

আরো পড়ুনঃ Social consciousness in Auden’s poems (বাংলায়)

5.   Rebirth/ Regeneration of soul

এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা মিষ্টিক ইলিমেন্ট। মৃত্যুর পরে কবি আবারও ঘাস হয়ে ফিরে আসবেন, এই মেসেজটা কিন্তু হুইটম্যান দিয়েছেন। তার আত্মার রি জেনারেশন হবে।

এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ মিসটিক এলিমেন্টস আছে,

  • Deep Meditation
  • Spiritual union between the whole of humanity and God.
  • awareness of humanity.
  • Perception of Truth
  • Union of soul and body
  • Oneness of things and brings
  • Spiritual insight
  • Knowledge of God

আরো পড়ুনঃ Romantic Elements in W. B. Yeats (বাংলায়)

google news
Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক