fbpx

Discuss the Mysticism in Emily Dickinson’s Poetry. (বাংলায়)

Question: Discuss the mysticism in Emily Dickinson’s poetry. 

রহস্যবাদ হল এমন এক ধরনের বিশ্বাস যা আত্মিক কিছু জ্ঞানের সাথে সম্পর্কিত যেখানে সাধারন জ্ঞান বুদ্ধি দ্বারা প্রবেশ করা সম্ভব হয় না। ডিকিন্সন একজন জনপ্রিয় রহস্যবাদী কবি এবং তিনি এই রহস্যবাদ তার অনেক কবিতায় বৃহত্তর পরিসরে ব্যবহার করেছেন। এই রহস্য তিনি ব্যবহার করেছেন মূলত চিন্তাশক্তির উন্নতি এবং গভীর জ্ঞান অর্জনের উদ্দেশ্যে।

Dickinson’s Mystic View on Love: ডিকিন্সন ভালবাসার প্রতি রহস্যময় মনোভাব দেখিয়েছেন। উদ্ধৃতিতে বলা হয়েছে যে মানুষ কে ভালবাসার সাথেই মৃত্যুবরণ করতে হবে এবং এই ভালোবাসায় তাকে অমরত্ব দান করবে কারণ ভালোবাসা নিজেই অমর। পৃথিবীতে ভালোবাসাই একটি চিরস্থায়ী সত্তা যা মানুষের হৃদয়ের ভিতরে অবস্থান করে। তবে কবি এখানে শারীরিক ভালবাসার থেকে আত্মিক ভালবাসার প্রতি বেশি মনোযোগ দিয়েছেন। “Wild Nights Wild Nights” কবিতায় তিনি thee দ্বারা তার ভালোবাসার মানুষকে উপস্থাপন করেছেন।

আরো পড়ুনঃHow Does Dickinson Express Her Love in “Wild Nights – Wild Nights?”(বাংলায়)

Mystic Attitude to Death: তাছাড়া কবি ১৮০০ এর ওপরে কবিতা লিখেছেন যার মধ্যে ৫০০টি কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে মৃত্যু। মৃত্যুকে তিনি রহস্যময় উপাদান হিসেবে উপস্থাপন করেছেন “I Felt a Funeral in my Brain” কবিতায়। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


তিনি মানসিকভাবে মৃত্যুর পরের আচার অনুষ্ঠানের কথা কল্পনা করেছেন এবং সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই কবিতার মধ্য দিয়ে তিনি মূলত আত্মিক উন্নতি সাধন করেছেন। স্বাভাবিকভাবে দেখলে এটি দুঃখ দুর্দশা নিয়ে লেখা একটি কবিতা কিন্তু গভীরভাবে কল্পনা করলে এই কবিতার মধ্য দিয়ে মূলত মৃত্যুর রহস্যময় ইতিহাস এবং মানসিক উন্নতি সাধনার ব্যাপারটিকে উপস্থাপন করা হয়েছে। 

Mystic Viewpoint to Nature: কবি অনেক কবিতা প্রকৃতির ওপরে ভিত্তি করে লিখেছেন যেখানে উচ্চ মাত্রার কল্পনা, ব্যক্তিগত মতামত এবং প্রকৃতির বর্ণনা খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রকৃতিকে ব্যবহার করার মাধ্যমে তিনি মূলত সৃষ্টিকর্তার অস্তিত্ব দেখিয়েছেন। “I Taste a Liquor Never Brewed” এরকমই একটি প্রকৃতি নির্ভর কবিতা যেখানে রহস্যবাদ ও ভালোবাসার প্রকৃতি উঠে এসেছে। প্রকৃতি ভেতর এবং বাহির থেকে সৃষ্টিকর্তার সাথে একটি সম্পর্ক তৈরি করতে সহায়তা করে। 

আরো পড়ুনঃGive an Estimate of Langston Hughes as an American Poet concerning the Poems you Have Read. (বাংলায়)

Mystic Attitude to Immortality: মানুষ মরণশীল কিন্তু সে মৃত্যুর পরেও অমরত্ব লাভ করতে পারে। মৃত্যুই একমাত্র মানুষকে মুক্তি পেতে সহায়তা করে।। “Because I Could not Stop for Death” অমরত্ব নিয়েই লেখা একটি কবিতা যার প্রথম চার লাইন এ বলা হয়েছে যে আমরা মৃত্যুর সাথেই বসবাস করছি এবং এটাই আমাদের চিরস্থায়ী সংগী। কবির মতে মৃত্যু ছাড়া কখনো অমরত্ব লাভ করা যায় না এবং তার কবিতায় এই বিষয়টি পরিষ্কার করে বর্ণনা করা হয়েছে।

Firm Mystic Belief in the Immortality of the Soul: মানুষ শারীরিকভাবে মারা যায় কিন্তু তার আত্মা সব সময় জীবিত থাকে। শারীরিকভাবে মারা যাওয়ার পর মানুষের আত্মা মুক্ত হয়ে যায় এবং নতুন একটি যাত্রা শুরু করে আর এই যাত্রায় নাই কোন দুঃখ দুর্দশা এবং ভোগান্তি।

আরো পড়ুনঃDiscuss the Theme of Alienation in Robert Frost’s poetry. (বাংলায়)

google news

তিনি বলেন যে সংগীত কখনো দেখা যায় না কিন্তু আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি ঠিক একইভাবে আত্মা কখনো দেখা যায় না এবং আত্মার যাত্রাও আমরা দেখতে পাই না। তার এই ধরনের আলোচনার মধ্য দিয়েই রহস্যবাদের গন্ধ পাওয়া যায়।

সবশেষে বলা যায় যে ডিকিন্সন নিজেই একজন রহস্যময়ী মানুষ যেটা তার কবিতাগুলোর মধ্যে দিয়েই প্রকাশ পায়। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক