Negative capability?
নেগেটিভ ক্যাপাবিলিটি মূলত ইমপারসোনালিটি বা অবজেক্টিভিটি।
এর মাধ্যমে কবি বা লেখক কোন জায়গায় সশরীরে উপস্থিত না থেকেও তার ফিলিংস অনুভব করেন। যেমন জন কিটস ওড টু নাইটেঙ্গেলে তার জীবনের দুঃখ-বেদনা ভুলতে তিনি নাইটেঙ্গেলের হাসিখুশি অবস্থাতে তুলে ধরেছেন। যা কিনা তাকে রিয়েলিটি থেকে আইডিয়াল ওয়ার্ল্ডে নিয়ে গেছে।
আরো দেখুনঃ Prose এ পাস নয় বরং ভালো ফলাফল করবেন যেভাবে
আরো দেখুনঃ Prose Basic Information
অর্থাৎ এটা দ্বারা কবি বুঝিয়েছেন যে, বাস্তবে যেটা পাওয়া বা করা সম্ভব নয়, সেইটা ইমাজিনেশন এর মাধ্যমে পাওয়া বা অনুভব করা সম্ভব। এতে করে ক্ষণস্থায়ী একটা খুশি বা সুখ উপলব্ধি করা যায়।