Write a Note on the “Holy Grail.” (বাংলায়)

Question: Write a note on the “Holy Grail”.

হলি গ্রেইল হচ্ছে এমন একটি পাত্র যেই পাত্রে যীশু খ্রীস্ট তার শেষ খাবার খেয়েছিলেন এবং ক্রুসিফিকশনের সময় এই পাত্রেই তার রক্ত সংগ্রহ করা হয়। এটি মানুষের আত্মিক জ্ঞানলাভ এবং মুক্তির সাথে সম্পর্কিত। 

Symbolism: টি.এস ইলিয়টের “The Waste Land” কবিতায় হলি গ্রেইল ভগ্ন এবং অনুর্বর ভূমিতে আত্মিক মুক্তি এবং উর্বরতা ফিরিয়ে আনাকে প্রতিনিধিত্ব করে। কবিতার তৃতীয় সেকশন “The Fire Sermon” এ এই হলি গ্রেইলের উদাহরণ দেয়া হয়েছে। এখানে গ্রেইল ধ্বংসস্তুপের মাঝে আশা এবং  নবজীবনের প্রতীক হিসেবে গণ্য হয়েছে।

আরো পড়ুনঃ What Features of Song Do You Get in the Poem “Morning Song” by Sylvia Plath (বাংলায়)

Allusion of the Fisher King: ইলিয়ট ফিসার কিং এবং পার্সিভ্যালের উদাহরণ দিয়েছেন। পার্সিভ্যালএকজন সাহসী যোদ্ধা যিনি হলি গ্রেইলের সন্ধানে বের হন। ফিসার কিং একজন অসুস্থ রাজা, যার অসুস্থতার কারণে পুরো রাজ্য ওয়েস্ট ল্যান্ডে পরিণত হয়। হলি গ্রেইলের মাধ্যমে সেই রাজাকে সুস্থ করা এবং রাজ্যের শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব পড়ে সাহসী যোদ্ধা পার্সিভ্যালের কাঁধে। এইভাবে, তার এই গ্রেইল অনুসন্ধান নবজীবনের অনুসন্ধানে পরিণত হয়। 

আরো পড়ুনঃ What is the Significance of the Three ‘Da’s in The Waste Land? (বাংলায়)

Hope for Renewal: কবির মতে মানুষের যে আত্মিক অবক্ষয় ঘটেছে তা পুনরুদ্ধারের জন্য একটি শক্তি প্রয়োজন। আর হলি গ্রেইল হচ্ছে সে শক্তি এবং নতুনত্বের প্রতীক যা ধ্বংসপ্রায় অসুস্থ ও বিশৃঙ্খল পৃথিবীকে সুস্থ করে তুলবে। এখানে ইলিয়ট হলি গ্রেইলের মিথকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। এর দ্বারা তিনি এই আধুনিকতার মাঝে মানুষের আত্মিক প্রশান্তির সন্ধানকে প্রতীকায়িত করেছেন। 

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *