fbpx

Why is London Called an “Unreal City” in “The Waste Land”?(বাংলায়)

Question: Why is London called an “unreal city” in “The Waste Land”?

টি.এস ইলিয়ট তার “The Waste Land” কবিতার প্রথম সেকশন “The Burial of the Dead” এ লন্ডনকে “unreal city” (অবাস্তব শহর) বলে উল্লেখ করেছেন। 

অবাস্তব শহর দ্বারা লন্ডনকে বোঝানো হয়েছে যা ইতিহাস এবং সংস্কৃতিতে সমৃদ্ধ শহর। “The Waste Land” কবিতায় কবি শহরটিকে একটি নিরানন্দ ধ্বংসস্তুপ হিসেবে চিহ্নিত করেছেন। একটি জনাকীর্ণ শহরের বিপরীতে ব্যবহৃত মৃত্যু, শূন্যতা, “dull roots” এই চিত্রগুলো একটি হতাশার অনুভূতি তৈরি করে। “unreal” এই শব্দটি দ্বারা এমন একটি শহরকে বোঝানো হয়েছে যেখানে সত্যিকারের জীবনীশক্তি অনুপস্থিত। 

আরো পড়ুনঃWhat is the Significance of the Three ‘Da’s in The Waste Land? (বাংলায়)

এই কবিতাটি প্রথম বিশ্বযুদ্ধের পরে সৃষ্ট মোহমুক্তি, একাকিত্ব, মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি বিষয়গুলো খন্ডে খন্ডে তুলে ধরেছে। এই অবাস্তব শহরের মানুষেরা একাকিত্ব, অসম্পূর্ণতা, এবং নৈতিক অবক্ষয়ে ভুগছে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Isolated: ওয়েস্ট ল্যান্ডার্সদের জীবনের একটি উল্লেখযোগ্য ব্যর্থতা হচ্ছে তারা একে অপরের সাথে যোগাযোগ স্থাপনে ব্যর্থ। তারা ভীষণ একা এবং আশেপাশের মানুষের সাথে মিশতে অক্ষম।

Spiritual Crisis: এখানে মানুষজন নৈতিক অবক্ষয়ের বেড়াজালে বন্দী। তারা ধর্মে বিশ্বাস করে না, যে কারণে নৈতিক দিক নির্দেশনার অভাবে ভোগে। “A Game of Chess” সেকশনে যৌনাচারকে অন্তঃসারশূন্য এবং জঘন্য কাজ হিসেবে গণ্য করা হয়েছে।

আরো পড়ুনঃWhat Features of Song Do You Get in the Poem “Morning Song” by Sylvia Plath (বাংলায়)

Unfulfilling: এছাড়াও ওয়েস্ট ল্যান্ডার্সরা অপূর্ণতা এবং ধ্বংসাত্মক আচরণে আচ্ছন্ন। তারা কৃত্রিম উন্মাদনায় মশগুল, অথচ এগুলো তাদেরকে দীর্ঘস্থায়ী কোনো আনন্দ এনে দিতে পারে না। তারা সবসময় বাস্তবতা থেকে অয়ালাতে চায়।

“I read, much of the night, and go south in the winter.”

লাইনগুলোতে কবির বই পড়া এবং শীতে ভ্রমণের মাধ্যমে বাস্তবতা থেকে পালানোর মনোভাব ফুটে উঠেছে। 

google news

ইলিয়ট লন্ডনকে অবাস্তব শহর বলার মাধ্যমে আধুনিক জীবনের অর্থহীনতা এবং উদ্দেশ্যহীনতাকে তুলে ধরেছেন। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক