fbpx

Of the Club Bangla Summary (বাংলায়)

Of the Club or The Spectator Club স্যার Richard Steele এর লেখা একটি প্রবন্ধ। এই প্রবন্ধটিতে তিনি মূলত সেই সময়ের একটি ক্লাবকে তুলে ধরেছেন। এই ক্লাবে কোন ধরনের মানুষ আসতো, তাদের আচরণ কেমন, তাদের মধ্যে কোন কোন গুণ গুলো আছে এইসব বিষয় এই প্রবন্ধটিতে তুলে ধরেছেন। মূলত এই ক্লাবের ছয় জন মেম্বারকে স্যার Richard Steele তুলে ধরেছেন। তো এবার সেই ছয় জন মেম্বার সম্পর্কে জানা যাক।

যা থাকছে

The Spectator Club এর সদস্য

  • Sir Roger de Coverley
  • Templar
  • Sir Andrew Freeport
  • Captain Sentry
  • Will Honeycomb
  • Clergyman

Sir Roger de Coverley

তিনি খুবই ভদ্র মানুষ ছিলেন। তার আচার-আচরণ খুব ভালো ছিল এবং তার গুড সেন্স ছিল। তিনি একবার বিধবার প্রেমে পড়েন। কিন্তু সেই বিধবাটি একটু দুষ্ট প্রকৃতির ছিল। সে Roger এর প্রেমকে প্রত্যাখ্যান করেছিল। যার কারনে তিনি প্রায় দেড় বছর প্রেমে প্রত্যাখ্যান হওয়ার বিরহে হতাশাগ্রস্থ থাকেন। যাই হোক তিনি অনেক কষ্ট করে তার সেই সব বেদনা থেকে বের হয়ে আসেন। আর প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কারণে পরবর্তীতে সে আর বিবাহ করে না নিজেকে বেচেলার রাখে। এইটা ছিল তার যুবক বয়সের প্রেম। এখন তার বয়স ৫৬ বছর। সেই প্রেমে পড়ার আগে তিনি কিন্তু খুবই হ্যান্ডসাম এবং ভদ্র মানুষ ছিলেন। প্রেমে ব্যর্থ হওয়ার কারণে তিনি এখন একদম অগোছালো হয়ে গেছেন। সে তার পোশাক-আচক সম্পর্কে এখন খুবই অসতর্ক। তার দুইটি বাড়ি রয়েছে এবং বাড়ি দুইটি আলাদা আলাদা শহরে। তিনি ভালো স্বভাবের একজন ব্যক্তি। তাই সবাই তাকে অনেক ভালোবাসে। তিনি Quorum এর একজন ন্যায় বিচারক এবং অত্যন্ত দক্ষতার সাথে সে তার দায়িত্ব পালন করেন।

Templar

এই ক্লাবের আরো একজন গুরুত্বপূর্ণ মেম্বার হল টেম্পপ্লেয়ার। তিনি অবিবাহিত ছিলেন এবং ইনার ট্যাম্পেল (Inner-Temple) এর সদস্য ছিলেন। তিনি একজন সৎ এবং জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবার কথামতো আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। কিন্তু তার পছন্দের সাবজেক্ট ছিল শিল্পকলা। তিনি একজন স্বশিক্ষিত ব্যক্তি ছিলেন। তিনি আরো পড়াশোনা করেছিলেন কাস্টম, ম্যানার, একশন এবং এনসিয়েন্ট রাইটিং নিয়ে। তিনি একজন ভালো সমালোচকও ছিলেন। তিনি তৎকালীন সময়ের ড্রামা কে সমালোচনা করতেন। সে যদি কোন পারফরমেন্স উপস্থাপন করতেন তাহলে সবার কাছেই সেটি খুবই প্রিয় হত এবং দর্শকরা সেটা দেখার জন্য দলে দলে আসতো।

Sir Andrew Freeport

তিনি লন্ডনের একজন সফল ব্যবসিক ছিলেন। তিনি খুব পরিশ্রমী ছিলেন আর তার পরিশ্রমের ফলেই তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। তার ব্যবসায়িক ধারণাটা সবার থেকে আলাদা ছিলেন যার কারণে তিনি এতটা সফলতা লাভ করেছিলেন। তার মতে কেউ যদি তার এই কৌশলটা অবলম্বন করে তাহলে সেও তার মত সফলতা লাভ করবে এবং তিনি আরো বলেন সবাই যদি তার মত সফল ব্যবসায়িক হতে পারে, তাহলে লন্ডন শহর পৃথিবীর সকল শহর থেকে অর্থনৈতিকভাবে এগিয়ে থাকবে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


The Courageous Captain Sentry

তিনি এই ক্লাবের আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি পেশা ছিলেন একজন সৈনিক। তিনি খুব সাহসী এবং ভাল মন মানসিকতার মানুষ ছিলেন। তিনি বেশ কয়েক বছর সেনাবাহিনীতে ক্যাপ্টেন এর দায়িত্ব পালন করেন। তার সৈনিক জীবনে কিছু অ্যাডভেঞ্চার নিয়ে খুবই ফাস্টেটেড ছিল। তার নিজের একটা বাড়ি ছিল এবং সে স্যার রোজার এর সম্পদের উত্তরসূরী ছিলেন।

The Gallant Will Honeycomb

বাকিদের মতো তিনিও ক্লাব এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি মূলত একজন ওমেনাইজার ছিলেন। মেয়েরা এক নিমিষেই তার প্রেমে পড়ে যেত। তিনি বেশ লম্বা সেলিম এবং সুন্দর সুন্দর পরিমার্জিত পোশাক পরিধান করতেন। তার মতে, যেকোনো মেয়েকেই এক নিমিষে সে ইমপ্রেস করতে পারতো। তার কথোপকথনের ধরনটা খুবই সুন্দর এবং ভদ্র ছিল। সবাই তাকে জেন্টলম্যান বলে ডাকত।

The Pious Clergyman

তিনি এই ক্লাব এর শেষ সদস্য ছিলেন। পেশায় তিনি একজন যাজক ছিলেন। তিনি সাধারণত মিটিংয়ে সবার শেষে যোগ দিতেন। তার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না, সবসময় রোগ বালাই লেগেই থাকতো। যার কারণে সে তার প্রফেশনে খুব একটা ভালো দায়িত্ব পালন করতে পারত না।

মূলত এই ছয় জন ছিল Spectator ক্লাব এর সদস্য। তারা সবাই নিজ নিজ গুণাবলীতে গুণবান ছিলেন। তাদের সবাইকে মানুষ ভালোভাবে জানতো এবং মান্য করত। Richard Steele মূলত এদের বৈশিষ্ট্য গুলো তুলে ধরার মাধ্যমে এই প্রবন্ধটি প্রকাশ করেছেন।

Read Also: The Spectator’s Account of Himself Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক