fbpx

 পেশা কাকে বলে?

  প্রশ্নঃ পেশা কাকে বলে?

ভূমিকাঃ সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। শিল্পায়ন ও শহরায়নজনিত নানাবিধ আর্থ-সামাজিক সমস্যা সমাধান কার্যকর কর্মপন্থা উদ্ভাবনের জন্য সনাতন সমাজকল্যাণ বা সমাজকর্মের পরিবর্তে আধুনিক পেশাভিত্তিক সমাজকর্মের প্রয়োজন অনুভূত হবার প্রেক্ষিতে এর বিকাশ ঘটে। কেননা পেশা ভিত্তিক হবার কারণে সমাজকর্ম মানুষের বিভিন্ন সংকটে কার্যকরভূমিকা পালনের সুযোগ লাভ করে। সমাজকর্ম পেশাগত মর্যাদা চূড়ান্তভাবে অর্জন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। এ সময়ে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতার ব্যাপক অনুশীলন হয়েছে, উদ্ভাবন হয়েছে নতুন নতুন সমস্যা সমাধানের কৌশল, সর্বোপরি সমাজকর্মীরা কর্মক্ষেত্রে মর্যাদা অর্জন করার সুযোগ পেয়েছে।

পেশা কী: ‘পেশা’ শব্দটি ফরাসি শব্দ থেকে উদ্ভূত। এর আভিধানিক অর্থ ‘বৃত্তি’, (Occupation) বা কাজ (Job)। জীবিকা নির্বাহের উপায়কে বৃত্তি বলা হয়। অর্থাৎ, ‘বৃত্তি’ বলতে কায়িক শ্রম নির্ভর কাজকে বুঝায়। যেমন: দিনমজুরি, রিকশা চালনা ইত্যাদি।

আরো পড়ুনঃ গ্রামীণ সমাজসেবা কি? বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কার্যক্রম গুলোর বর্ণনা দাও।

অন্যদিকে পেশার ইংরেজি প্রতিশব্দ ‘Profession’ ল্যাটিন শব্দ Professor শব্দের সমার্থক শব্দ। যার অর্থ to make a public declaration.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


প্রামাণ্য সংজ্ঞাঃ  

Dictionary of social welfare প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, “Profession is an occupation based upon specialized education, skills and techniques governed by general Principles of action and a special code of ethics.” (অর্থাৎ, পেশা হলো বিশেষায়িত শিক্ষা, দক্ষতা ও কৌশল ভিত্তিক এক বৃত্তি যা সাধারণ মূলনীতি এবং বিশেষ নৈতিক মানদণ্ড দ্বারা পরিচালিত)

A. E Genn তাঁর ‘Dictionary of Management’ গ্রন্থে বলেন, “Profession is a calling in which one professes to have acquired specialized knowledge which is used either in structing, guiding or advising others.” (অর্থাৎ, পেশা হচ্ছে এমন একটি সেবা যার জন্য একজন পেশাজীবিকে অন্যকে শিক্ষাদান, নির্দেশনা বা উপদেশ প্রদানের জন্য বিশেষায়তি জ্ঞান অর্জন করতে হয়।)

সামাজিক বিজ্ঞানের অভিধান-এর মতে, (1983: 162) পেশা হচ্ছে নৈপুণ্যতা ভিত্তিক বৃদ্ধিদীপ্ত কৌশল দ্বারা বেশিষ্ট্য মণ্ডিত বৃত্তি। (Occupation Characteried by skilled intellectual technique.)

আরো পড়ুনঃ দল সমাজকর্ম কি? দল সমাজকর্মের উপাদানগুলো কী কী?

W. E. Moor এর মতে, “পেশা একটি সার্বক্ষণিক কর্ম, সেবাপ্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, সমকক্ষদের সাথে পৃথক পরিচিতি, বিশেষায়িত শিক্ষা, সেবামুখিতা এবং দায়িত্ব পালনের মাধ্যমে সংযত স্বাতন্ত্র্যবোধ।

google news

উপসংহারঃ পরিশেষে বলা যায়, যখন কোনো প্রযুক্তি ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিবিশেষ শিক্ষাগত যোগ্যতা ও কলাকৌশলকে বিশেষ মানদণ্ড ও নীতি অনুযায়ী বাস্তবে প্রয়োগ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তখন। তাকে ঐ ব্যক্তির পেশা বলে। যেমন-চিকিৎসক, আইনজ্ঞ ইত্যাদি।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক