Petition Bangla Summary (বাংলায়)

Petition Bangla Summary (বাংলায়)

এটি একটি প্রার্থনামূলক কবিতা। যেখানে কবি গডের কাছে প্রার্থনা করেছেন।

এই কবিতায় কবি গডকে স্যার বলে সম্বোধন করেছেন। এরপর তার কাছে একটি আবেদন করেছেন। যেখানে  সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক সমস্যা দেখানো হয়েছে এবং এর থেকে মুক্ত হতে সাইকোলজিক্যাল সমাধান চাওয়া হয়েছে। কবিতায় তিনি God এর কাছে কিছু জিনিস চেয়েছেন। শক্তি, কর্মভাবনা, জ্ঞান এবং সাইকোলজিক্যাল ডিজঅর্ডার  থেকে মুক্তি।

আরো পড়ুন: The shield of Achilles Bangla Summary (বাংলায়)

আবার আধুনিক সমাজের খারাপ বিষয় গুলো থেকেও কবি  মুক্তি চেয়েছেন।  মুক্তি চেয়েছেন লোভ ক্ষোভ কাপুরুষতা ভীরুতা ইত্যাদি থেকে। চেয়েছেন জীর্ন হওয়া চিন্তা চেতনা থেকে মুক্তি। কবি তার হৃদয়ের মাঝে একটি নতুন ভাবে পরিবর্তন চেয়েছেন।

আবার শারীরিক ও মনস্তাত্ত্বিক ব্যাধি থেকেও মুক্তি চেয়েছেন। তিনি এটা বুঝিয়েছেন যে, God আমাদের সকল সমস্যার সমাধান করতে পারে। গড আমাদের কারো শত্রু নন। অবশেষে কবি চেয়েছেন, গড যেন তাদের সকলের পুরো হৃদয়কেই পরিবর্তন করে দেন। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুন: In memory of WB Yeats Bangla Summary (বাংলায়)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক