fbpx

Depict the Picture of Human Regression Bue to Industrialization Through the light of the Play ‘The Hairy Ape.’(বাংলায়)

 Question: Depict the picture of human regression due to industrialization through the light of the play ‘The Hairy Ape.’

শিল্পায়ন মানুষের মধ্যে এবং সমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল। “The Hairy Ape” এ ইউজিন শিল্পায়নের ফলে মানুষের অবনতি তুলে ধরেছেন। নাটকটি ইয়াংক কে নিয়ে শুরু হলেও এটি আধুনিক সমাজের মানুষদের দুর্দশা কে বিশ্লেষণ করে।

Psychological Implications of the Machine Age: আধুনিক যুগের সকল সাহিত্যকর্মের মতোই ইউজিন এর “The Hairy Ape” সমাজে বিদ্যমান সমস্যা নিয়ে কথা বলে। ইউজিন বলেন সমাজের মানুষ মনস্তাত্ত্বিকভাবে মেশিনের মত হয়ে গিয়েছে। এই নাটকে জাহাজের শ্রমিকরা কঠোর পরিশ্রমের ফলে পশুর মতো হয়ে গিয়েছে। পুঁজিবাদীরাও অর্থের পেছনে ছুটিতে ছুটতে পশু হয়ে গিয়েছে। অর্থাৎ এই নাটকে নাট্যকার শিল্পায়নের ফলে মানুষের অবনতি তুলে ধরেছেন।

আরো পড়ুনঃDiscuss the Treatment of Supernatural Elements in ‘Beloved’.(বাংলায়)

The Practice of Power Prevailed in All Classes: শিল্পায়নের সবচেয়ে গুরুতর প্রভাব হচ্ছে সমাজের সকল স্তরের মানুষের ক্ষমতার জন্য লড়াই। ক্ষমতার লড়াইয়ের জন্য মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও সম্মান লোপ পেয়েছে। এ বিষয়টি নাটকের কেন্দ্রীয় চরিত্র ইয়াংক এর মধ্যেও দেখা যায়। যদিও সে সহকর্মীদের সাহায্য করে, তবুও সে তার সহকর্মীদের ওপর নিজের হুকুম চালায়। যখন ইয়াংক দম্ভ করে বলে যে তাকে ছাড়া জাহাজ চলবে না, তখন পেডি এটি নিয়ে তামাশা করে, ফলে ইয়াংক তাকে মারতে উদ্যত হয়।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Loss of All Connection with Life: শিল্পায়নের কারণে মানুষ নিজেদের জীবনের সাথে সম্পর্ক হারিয়ে ফেলে। জীবনের অর্থ হচ্ছে সুখ, শান্তি, ভালোবাসা, সম্মান, কিন্তু শিল্পায়ন মানুষকে মেশিনের মত করে দিয়েছে। এ বিষয়টি উঠে আছে যখন একজন শ্রমিক গান গাচ্ছিল, আর ইয়াংক তাকে জোরপূর্বক থামিয়ে দেয়।

বিশেষ করে মালিক শ্রেণীর আরো বেশি অবনতি হয়েছে। তারা অর্থের লালসায় অন্ধ হয়ে গিয়েছে। সমাজের সকল স্তরেই এই সমস্যা প্রকট। বিশেষ করে সরকারও ধনীদের তোষামোদী করে। এই নাটকে বিষয়টি উঠে আসে যখন পুলিশ শ্রমিকদেরকে ধনীদের কাছ থেকে দূরে রাখে।

আরো পড়ুনঃCritically Discuss the Role of Paul D.(বাংলায়)

Clearly Defined Despair: সমাজের সকল স্তরের মানুষ হতাশা ও মোহে ডুবে আছে। ধনীরা অধিক অর্থের মহে ছুটছে। অপরদিকে নাটকের কেন্দ্রীয় চরিত্র ইয়াংক তার অপমানের প্রতিশোধের মোহে অন্ধ হয়ে গিয়েছে। সর্বোপরি মানুষ ধ্বংসের দিকে যাচ্ছে।

Suffering from Isolation: শিল্পায়নের ফলে আধুনিক মানুষ একাকীত্বতে ভুগছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র ইয়াংক সমাজ থেকে বিচ্ছিন্ন এবং একাকী। সে সমাজে অন্য মানুষের সাথে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়। পরিশেষে সে গরিলার সাথে কথোপকথনের চেষ্টা করে।

আরো পড়ুনঃWhat Does the Pink Ribbon Signify? (বাংলায়)

google news

গরিলার আক্রমণের ফলে ইয়াংকের মৃত্যু হয়। ইয়াংক মৃত্যুর সময় বলে যে গরিলাও তাকে আপন ভাবে না।

সমাজের স্তরে স্তরে ছড়িয়ে থাকা একাকী মানুষদের প্রতীক হচ্ছে ইয়াংক, এবং শিল্পায়ন ও মেশিনের মত জীবনযাপন একাকীত্বের জন্য অনেকাংশে দায়ী।

পরিশেষে বলা যায়, শিল্পায়ন আধুনিক মানুষদের অবনতির একটি কারণ, যা এই নাটকে সামনে এসেছে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক