fbpx

Political Theory Suggestion Exam 2023

Political Theory Suggestion Exam 2023

খ-বিভাগ

১. রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞান পাঠের সর্বোত্তম/গ্রহণযোগ্য পদ্ধতিটি আলোচনা কর।

২. রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞান/অথনীতি সম্পর্ক আলোচনা কর।

৩. রাষ্ট্রের উৎপত্তির ঐতিহাসিক/ বিবর্তনমূলক পদ্ধতি আলোচনা কর।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


৪. রাষ্ট্রের উপাদানসমূহ আলোচনা কর।

৫. দাসপ্রথার পক্ষে এরিস্টটলের যুক্তিগুলো লিখ।

৬. রাষ্ট্র ও সমাজের মধ্যকার সম্পর্ক উল্লেখ কর।

৭. সার্বভৌমত্ব কাকে বলে? সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণাটি লিখ।

৮. আইন কাকে বলে? আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক লিখ।

৯. অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক লিখ।

google news

১০. সংবিধান কি?  উত্তম সংবিধানের সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্য গুলো লিখ।

১১. জাতি ও জাতীয়তাবাদ কাকে বলে? জাতীয়তাবাদের উপাদান কী কী?

১২. উগ্র জাতীয়তাবাদ কী?

১৩. আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১৪. প্লেটোর দার্শনিক রাজার বৈশিষ্ট্যসমূহ/গুণাবলী লিখ। প্লেটোর সাম্যবাদের সাথে আধুনিক সাম্যবাদের পার্থক্য লিখ।

১৫. ম্যাকিয়াভেলিবাদ কী? ম্যাকিয়াভেলী বর্ণিত “নৈতিকতার দ্বৈত মানদন্ড” কী?

১৬. প্রকৃতির রাজ্য সম্পর্কে জন লকের ধারণাটি লিখ।

১৭. লকের সম্পত্তি তত্ত্বটি সংক্ষেপে লিখ।

১৮. রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সংক্ষেপে লিখ।

১৯. মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো।

       অথবা, মধ্যযুগের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো।

২০. লালফিতার দৌরাত্ম্য কী?

আরো পড়ুনঃ Special Brief Suggestion Political Theory

গ-বিভাগ 

১. রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর। বা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব বর্ণনা কর।

২. রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি কত প্রকার ও কী কী? সংক্ষেপে আলোচনা কর।

৩. রাষ্ট্র কী? আধুনিক রাষ্ট্রের কার্যাবলি আলোচনা কর।

৪. রিপাবলিকে বর্ণিত প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর। বা, প্লেটোর দর্শনে আদর্শ রাষ্ট্র ছিল কাল্পনিক   

     বা গণতন্ত্র বিরোধী ব্যাখ্যা কর।

৫. প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা কর।বা, প্লেটোর সাম্যবাদের প্রকারভেদ বা পদ্ধতি আলোচনা কর।

৬. প্লেটোর ন্যায়ধর্ম তত্ত্ব আলোচনা কর। বা, প্লেটোর ন্যায়বিচার তত্ত্ব আলোচনা কর।

৭. এরিস্টটলকে কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? বা, রাজনৈতিক চিন্তাধারায় এরিস্টটলের অবদান আলোচনা কর। 

     

৮. আইনের সংজ্ঞা দাও। আইনের উৎসগুলো আলোচনা কর। বা, আইন কী? আইনের উৎসসমূহ আলোচনা কর। 

৯. আইনসভা কি? আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর।

১০.  স্বাধীনতা বলতে কি বুঝ? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষাকবচগুলো আলোচনা কর।

১১. রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের গুরুত্ব ও ভূমিকা আলোচনা কর।

১২.আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর। বা, আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের

     গুরুত্ব/প্রয়োজনীয়তা আলোচনা কর।

১৩. সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন ও ন্যায়তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।

১৪. ম্যাকিয়াভেলীবাদ কি? ম্যাকিয়াভেলীকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? আলোচনা কর।

১৫. রুশোর সাধারণ ইচ্ছা মতবাদটি ব্যাখ্যা কর। ✪ ✪ ✪

আরো পড়ুনঃ Political Theory Previous Year Brief (2010-2022)

[বি: দ্র: প্রথম অধ্যায়ের পড়াগুলো মনে রাখা অনেকের কাছে একটু বেশি কঠিন মনে হয়। তাই, আপনারা চাইলে পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলো পড়ে সহজেই পরীক্ষায় পাঁচটি প্রশ্নত্তোর সুন্দরভাবে লিখতে পারন। উপরোক্ত তারকা চিহ্নিত প্রশ্নগুলোর মধ্য থেকেই আশা করা যায় আপনারা সম্পূর্ণ অংশ কমন পাবেন, ইনশাআল্লাহ। ]

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক