Prose নিয়ে শিক্ষার্থীদের বরাবর একটা টেনশন থাকে। টেনশন থাকা অবশ্য অস্বাভাবিক কোন কিছু না কারণ অন্যান্য কোর্সগুলো যেমন বিভিন্ন গল্প বা কাহিনী আকারে উপস্থাপন করা হয় এই কোর্স সেগুলোর মত নয়। এখানে যুক্তি তর্ক রাজনীতি ফিলোসফি তত্ত্ব সবকিছু মিলিয়ে যেন মনে হয় একটা হ য ব র ল অবস্থা।
তবে এই কোর্স যতটা না কঠিন আমরা এটাকে কঠিন কঠিন বলে তার চেয়ে অনেক বেশি কঠিন বানিয়ে ফেলেছি আমাদের মস্তিষ্কে। এইজন্য দেখা যায় কঠিন বলে অনেকে পড়া শুরু করতেই সাহস পায় না এবং ধরেই নেয় যে সে এই সাবজেক্টে ফেল করবে।
আপনাদের সাথে আজকে কয়েকটি ব্যাপার শেয়ার করব যেগুলো যদি আপনারা মনোযোগ সহকারে পড়েন আশা করি মনে হবে না যে Prose অনেক বেশি কঠিন।
দেখেন একটা কথা অনস্বীকার্য যে অন্যান্য কোর্সের তুলনায় এই কোর্স কিছুটা জটিল তবে কিছু টেকনিক অবলম্বন করলে আপনি সহজেই এই কোর্সের প্রশ্নগুলোর উত্তর পরীক্ষার খাতায় লিখে আসতে পারবেন। তবে এই জন্য আপনার কয়েকটি যোগ্যতা থাকতে হবে যেগুলো হল:
- পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সাধারণ জ্ঞান
- রাজনীতি ও ফিলোসফি সম্পর্কে সাধারণ জ্ঞান
- যে কোন বিষয় পড়ে বাংলায় লেখার বা বলার ক্ষমতা
- যে কোন বিষয় নিজের মতো করে বুঝে নিয়ে সেটা ইংরেজিতে লেখার মত ক্ষমতা।
উপরের দক্ষতাগুলো যদি আপনার থাকে তাহলে এই কোর্সে ফেইল করার সম্ভাবনা একেবারেই নেই যদি আপনি আমাদের এই নির্দেশনা গুলো অনুসরণ করেন।
আপনি যদি বিভিন্ন জায়গায় সামারি পড়ে স্টাডি গাইড এর প্রশ্নের উত্তর পড়তে যান তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে হবে যে এই কোর্সে পাশ করা আমার সম্ভব না। কারণ স্টাডি গাইড গুলো সেভাবেই লিখেছে এবং তারা যে কি লিখেছে সেটা শুধু তারাই ভালো জানে।
এখন চলুন আপনাদের টেকনিকগুলো বলে দেই যে কিভাবে পড়লে পাশ নিয়ে টেনশন করতে হবে না:
- প্রথমত আমরা গতানুগতিক স্টাডি গাইড কিংবা বিভিন্ন সামারি এবং নোট থেকে আলাদা করে কিছু হ্যান্ড নোট করেছি যেগুলো সাধারণত একেবারে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা হয়েছে।
- আপনার প্রথম কাজ হবে আমরা স্টেপ অনুযায়ী যে বাংলা সামারি গুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো মনোযোগ দিয়ে পড়া।
- সামারিতে আমরা যেভাবে আলোচনা করেছি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে আশা করা যায় যে আপনি সেই টপিকের বিষয়বস্তু বুঝতে পারবেন। তবে রাজনীতি তত্ত্ব এবং ফিলোসফি সম্পর্কে যদি আপনার সাধারণ জ্ঞান থাকে তাহলে বুঝতেই আপনার আরো বেশি সুবিধা হবে।
- সামারি আরো ভালোভাবে আয়ত্ত করার পরে ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে নিতে পারেন।
- এরপর আপনাকে আসতে হবে বড় প্রশ্নগুলোর উত্তরের দিকে। তথাকথিত হ্যান্ড নোটগুলো থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন কারণ এগুলো আপনাকে নির উৎসাহিত করবে।
- সামারী আয়ত্ত করার পরে বড় প্রশ্ন গুলোর যে পয়েন্ট আমরা আপনাদের সাথে শেয়ার করেছি সেই পয়েন্টগুলো পড়ুন এবং পয়েন্ট এর আন্ডারে বাংলা ব্যাখ্যা গুলো ভালোভাবে পড়ে নিন।
- বাংলা ব্যাখ্যা গুলো পড়লে আপনি সহজে বুঝতে পারবেন যে ওই পয়েন্টে আসলে কি আলোচনা করা হয়েছে।
- পয়েন্ট পড়ার সময় অবশ্যই বারবার প্রত্যেকটা পয়েন্ট প্রশ্নের সাথে মেলানোর চেষ্টা করবেন যে সামঞ্জস্যতা রয়েছে কিনা।
- যখন পয়েন্ট এবং প্রশ্নের বাংলা আলোচনা আপনার পড়া শেষ হয়ে যাবে তখন পয়েন্ট অনুযায়ী আমরা আমাদের যে হ্যান্ড নোট আপনাদের সাথে শেয়ার করেছি সেটা পড়া শুরু করবেন।
- তবে আমার মনে হয় যে পয়েন্টগুলো আমরা আপনাদের সাথে যেভাবে তুলে ধরেছি তাতে করে পয়েন্ট পড়লেই আপনার বোঝা উচিত যে এখানে আসলে আমাকে কি আলোচনা করতে হবে।
- যখন বড় প্রশ্নগুলোর হ্যান্ড নোট পড়বেন তখন প্রত্যেকটা পয়েন্ট খাতায় লিখবেন। এতে করে আপনার পয়েন্ট গুলো মনে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
- পড়া শেষ করে প্রশ্নগুলোর দিকে তাকিয়ে আপনি নিজে মনে করার চেষ্টা করুন যে এই প্রশ্নের যে উত্তর চাওয়া হয়েছে তার পয়েন্টগুলো আপনার মোটামুটি মনে আছে কিনা।
- মনে থাকলে তো বড়ই ভালো আর যদি মনে না থাকে তাহলে আবারও আপনাকে পড়তে হবে।
- তবে আমি আগেই বলেছি যে গল্প কিংবা নাটকের মত না পড়ে যখন এটা পড়বেন তখন বুঝতে চেষ্টা করবেন যে আসলে কি বলা হয়েছে।
- সবশেষে পরীক্ষার দিন সকাল বেলা পয়েন্টগুলো আবারো একবার দেখে নিন এবং যদি কোন পয়েন্ট মনে হয় যে বুঝতে সমস্যা হচ্ছে তাহলে তার এক্সপ্লেনেশন দেখে নিন।
- এরপর পরীক্ষার হলে গিয়ে যে প্রশ্নগুলো আপনি পড়েছেন ওই প্রশ্নগুলোর আঙ্গিকে পয়েন্টগুলো নিজের ভাষায় লেখার চেষ্টা করুন।
- একেবারে হুবহু মুখস্ত করে লেখা বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য অসম্ভব।
- তাই আপনি পয়েন্টগুলো পড়ার সময় যা বুঝেছেন সেটাই পরীক্ষার খাতায় লিখতে চেষ্টা করুন।
- আর প্রশ্নের ভেতরে পারো তো পক্ষে আমরা যে কোটেশন শেয়ার করেছি সেগুলো ব্যবহার করুন। এটা আপনার প্রশ্নের উত্তরের মান উন্নয়ন করবে।
- ব্রিফ আপনাদের কাছে অনেকটা কঠিন মনে হবে। তবে ব্রিফ গুলো হুবহু মুখস্ত না করে ঠিক পয়েন্টের মত সেগুলো বোঝার চেষ্টা করুন এবং নিজের মত করে উত্তর করুন।
ওপরে যে বিষয়গুলো আলোচনা করা হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যতটুকু মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি উপকার পেয়ে থাকেন তাহলে আপনার বন্ধুকেও জানিয়ে দিতে পারেন কারণ আমরা কেউ চাই না যে আমাদের বন্ধুরা আমাদের পেছনে পড়ে থাকুক।
আমরা প্রতিযোগী না হয়ে সকলের প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষণ করি। এতে করে দেখবেন পৃথিবীটা দৌরাতের বেড়াজাল থেকে বের হয়ে সুন্দর একটি পরিবেশে পরিণত হয়েছে।
সবাই ভালো থাকবেন এবং সকলের জন্য শুভকামনা। আমাদের কার্যক্রম গুলো যদি আপনাকে একটুও সহযোগিতা করে থাকে তাহলে আমাদের পেইজে একটা পজিটিভ রিভিউ দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।
আমাদের ফেসবুক পেজঃ facebook.com/literaturexpres