Theme of religion/ religious elements of Dylan Thomas
তো এখানে মূলত রিলিজিয়ন ও কোন কোন রিলিজিয়াস থিম ডিলেন থমাস এর কবিতায় দেখা যায় তা উল্লেখ করতে হবে।
তো এজন্য আগে তিনি কাঁদের দ্বারা প্রভাবিত হয়ে রিলিজিয়াস এলিমেন্টস গুলো তার কবিতায় ঢুকিয়েছেন তাদের নাম দিতে হবে।
1. Religious influences of poets
ডিলেন থমাস বিভিন্ন কবিদের লেখায় ধর্মীয় এলিমেন্টগুলো দেখে প্রভাবিত হয়েছেন। তাই তিনি তার কবিতায় এসব এলিমেন্টস ঢুকিয়েছেন। তো জেমস জয়েস, হফকিংন্স, ডব্লিউ বি ইয়েটস এর ইনফ্লুয়েন্স ডিলেন থমাসের মধ্যে ছিল। তবে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স ছিল জন ডানের।
2. Sentimental outlook
তো রিলিজিয়াস এলিমেন্টস এর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে সেন্টিমেন্টাল outlook। এটা প্রচুর পরিমাণে দিলেন থমাসের কবিতায় আছে।
আরো পড়ুনঃ Mystic Elements in Song of Myself (বাংলায়)
3. Divinity and spirituality
লেখক তার লেখনীর মধ্যে যদি ডিভিনিটি এবং স্পিরিচুয়ালিটি ইনক্লুড করে, তবে তা অবশ্যই রিলিজিয়াস এলিমেন্টস। তো এই এলিমেন্টস ডিলেন থমাসের কবিতায় দেখা যায়। After the funeral, The force that through the green fuse drives the flower এই কবিতাগুলোতে ডিভিনিটি ও স্পিরিচুয়ালিটি দেখানো হয়েছে।
4. Nature as religious institution
এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস। প্রকৃতিকে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ডিলেন থমাস দেখিয়েছেন।
5. Moral conduct/ lesson
ডিলেন থমাসের কবিতাগুলোতে মোরাল কন্ডাক্ট অবশ্যই দেখা যায়।
আরো পড়ুনঃ Social consciousness in Auden’s poems (বাংলায়)
6. Religious Imagery:
পুরো কবিতার ইমেজ ডিপলি যদি দেখা যায় তাহলে এর ভেতরে রিলিজিয়াস ইমাজারি পাওয়া যায়।
7. Sacred Symbols
তো রিলিজিয়াস কবিতায় সিম্বলগুলো পবিত্র অর্থ বহন করে। যেইটা ডিলেন থমাসের কবিতায় অনেকাংশেই দেখা যায়।
8. Existence of a morality
মোরালিটি ছাড়া রিলিজিয়াস কবিতা কল্পনাই করা যায় না। তো এই যে মোরাল ভ্যালু বা মোরালিটির যে অস্তিত্ব, অথবা মোরাল লেসন, ডিলেন থমাসের কবিতা দিয়ে থাকে।