Road Not Taken Bangla Summary

Key Info

earn money

Title: Road Not Taken

Poet: Robert Frost (1874-1963)

Written: 1915 in England

Themes

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Choices and Uncertainty

Symbol: Diverging Roads symbolizes life’s many choices.

Bangla Summary

কবিতার শুরুতে বলা হয়েছে, একজন ব্যক্তি বনের মধ্যে দাঁড়িয়ে আছেন। তার সামনে দুইটা রাস্তা। অর্থাৎ তিনি দুই রাস্তার মিলনস্থলে দাঁড়িয়ে আছেন। তিনি ঠিক কোন রাস্তা দিয়ে যাবেন সেটা চিন্তা করছেন। তিনি একটা রাস্তার দিকে যতদূর চোখ যায় দেখার চেষ্টা করলেন। দু’টো রাস্তাই তার কাছে একই মনে হলো এবং তিনি একটি রাস্তা ধরে হাঁটা শুরু করেন। কিছুদূর গিয়ে তার মনে হলো তিনি হয়তো ভুল রাস্তা নির্বাচন করেছেন এবং এই রাস্তা নির্বাচনের জন্য তার জীবনে অনেক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে তিনি ঐ রাস্তা দিয়ে হাঁটবেন বলে সিদ্ধান্ত নেন।

এই কবতাটি মূলত আমাদের জীবনের বিভিন্ন অপশনকে সিম্বোলাইজ করে। আমরা যে সিদ্ধান্তগুলো নেই, সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে।

Read Also: Acquainted with the Night Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক