Role and Function of the Chorus in Agamemnon (বাংলায়)

Question: Role and Function of the Chorus in Agamemnon.

গ্রিক ট্রাজেডিতে লেখক মূলত কোরাস দেরকে ব্যবহার করে থাকেন মন্তব্য করার জন্য। যদিও এরা সরাসরি গল্পে কোন ভূমিকা পালন করে না। তাই এদেরকে ব্যবহার না করলেও নাটকের প্লটে কোন পরিবর্তন আসবে না। তবে এসকাইলাস তার নাটকে কোরাস কে বিভিন্ন আঙ্গিকে নাটকের মূল বিষয়বস্তু ডেভলপ করতে ব্যবহার করেছেন। কোরাস মূলত গান গায় এবং পরিবেশ সম্পর্কে ধারণা দিয়ে থাকে।

উপদেষ্টা এবং মন্তব্যকারী: কোরাস হলো একদল প্রবীণ নাগরিকদের সমন্বিত একটি নাম যারা যুদ্ধ করতে সামর্থ্যবান নয় কিন্তু তারা রানী ক্লাইটেমেন্‌স্ট্রাকে অ্যাগামেম্ননের অনুপস্থিতিতে সঠিকভাবে রাজকার্য পরিচালনা করতে সহায়তা করে।

আরো পড়ুনঃ Narrate the Literary Debate Between Aeschylus and Euripides in ‘The Frogs’(বাংলায়)

ভাবের পরিচালক এবং সমালোচনাকারী: এরা বিভিন্ন সময়ে নাটকের ভাব এবং সামাজিক রীতি নীতিগুলো ম্যানেজ করে থাকে। এক্ষেত্রে যখন অ্যাগামেম্ননের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে তখন মহিলারা কিভাবে এটাকে উপস্থাপন করছিল সে সম্পর্কে তারা ধারণা দেয়। ক্লাইটেমেন্‌স্ট্রা এখন তাদের নতুন নেতা কিন্তু মহিলা নেতৃত্ব দেয় এমন একটি সমাজে বসবাস করতে তারা যে অসন্তুষ্ট সেটাও দেখা যায়। রাজা প্রীয়াম যখন পরাজিত হয় তখন ক্লাইটেমেন্‌স্ট্রা কোরাসদেরকে এটা বলে।

ভবিষ্যতের নির্দেশক: কোরাসদের আলাপ আলোচনা থেকে পরিবেশের একটা ধারণা পাওয়া যায় যেভাবে তারা ট্রয়ের যুদ্ধের বর্ণনা করছিল এবং আরো বর্ণনা করছিল মানুষের অহংকার ও একজন রাজার মৃত্যুর। তারা অ্যাগামেম্ননের ঘরে ফেরার খবর বহনকারী ওয়াচম্যানের মতো মিশ্রিত অনুভূতি প্রকাশ করছিল।

সাসপেন্স সৃষ্টিকারী: এক একজন নাট্যকার কোরাসকে একেক ভাবে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছেন। কোরাস মিউজিক এর মাধ্যমে পরিবেশ সৃষ্টি করে এবং তারা মূলত ট্রাজেডির একটা রূপরেখা তৈরি করে যেটা অনুসরণ করে ট্র্যাজিক পরিস্থিতি সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে ক্লাইটেমেন্‌স্ট্রা অ্যাগামেম্ননকে নিয়ে কোরাসদের কষ্ট দিয়েছিলেন কিন্তু তারা নিজেরাও কষ্ট পেয়েছিল যে রাজা নিজের দোষেই নিষিদ্ধ হতে যাচ্ছে।

আরো পড়ুনঃ How Does Aristophanes Blend Satire and Fantasy in “The Frogs”? (বাংলায়)

তাছাড়া তারা দর্শকদের জানায় যে অ্যাগামেম্নন কিভাবে তার পূর্ববর্তী বংশধরদের অভিশাপের কারণে এই কনসিকুয়েন্স এর মুখোমুখি হতে যাচ্ছে। তাছাড়া কোরাস এটাও বলে যে অ্যাগামেম্নন তার নিষ্পাপ কন্যাকে উৎসর্গ করেছে। কোরাস যখন এরকম একটা ভয়ানক পরিস্থিতির কথা সবাইকে বর্ণনা করে তখন দশকরা ভাবতে থাকে যে অ্যাগামেম্নন বাড়িতে ফিরে আসার পর কি যে হবে কে জানে।

সন্দেহ প্রবণতা: কোরাস দর্শকদের নাটক সম্পর্কে অনেক নির্দেশনা দেয় এবং যখন তারা শুনতে পায় যে ট্রয় নগরের যুদ্ধ শেষ হয়েছে তখন তারা সন্দেহ করতে থাকে যে অবশ্যই খারাপ কিছু ঘটতে যাচ্ছে।

কোরাস এবং ক্যাসান্ড্রা এর কথাবাত্রা অনেকটা নাটকীয় এবং কোরাস এই মহিলার ভবিষ্যৎবাণী শুনে আশ্চর্য হয় যে সে নিজে এবং অ্যাগামেম্নন কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এর কিছুক্ষণ পরেই ক্লাইটেমেন্‌স্ট্রা ঘোষণা করে যে ক্লাইটেমেন্‌স্ট্রা অ্যাগামেম্নন এবং ক্যাসান্ড্রা কে মেরে ফেলেছে। এটা শুনে কোরাস অনেক কষ্ট পায় এবং এজেস্থাস অ্যাগামেম্ননের বিরুদ্ধে জ্বলে ওঠে।

অপদার্থ বোকা: অনেক সমালোচকরা কোরাস এর বিরুদ্ধে কথা বলেছেন। অ্যাগামেম্নন যখন সাহায্যের জন্য চিৎকার করছিল তখন কোরাস তাকে সাহায্য করার পরিবর্তে তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্কে ব্যস্ত ছিল। এ কারণেই কোরাস অপদার্থ হিসেবে অনেকের কাছে পরিণত হয়।

আরো পড়ুনঃ Evaluate Medea as a Tragic Heroine. (বাংলায়)

যদিও কোরাস এর সক্রিয়তা নিয়ে প্রশ্ন রয়েছে তবে অ্যাগামেম্নন নাটকে একটি গুরুত্বপূর্ণ। এরা কোন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উপস্থাপিত হয় না এবং এদের প্রয়োজনীয়তা একটা নাটকের সামান্য কিন্তু তারপরেও এদেরকে নাটকের প্লটের জীবন বলা হয়.

Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *