Romantic Elements in W. B. Yeats (বাংলায়)
এটা অনেক সহজ একটা প্রশ্ন । শুধুমাত্র রোমান্টিক এলিমেন্টসগুলো উল্লেখ করে দিয়ে তার দুই একটা কবিতার সাথে ইন্টার কানেকশন করে দিলেই হয়ে গেল।
চলুন ডব্লিউ বি ইয়েটস এর কবিতার রোমান্টিক এলিমেন্টস গুলো লিস্ট দেখে আসি,
1. Romantic use of language
w b ইয়েটস তার কয়টি ক্যারিয়ারের শুরুর দিকে রোমান্টিক ল্যাংগুয়েজ ব্যবহার করে কবিতা লিখতেন। এই সময়টায় তার কবিতা ছিল মূলত রোমান্টিক পারস্পেকটিভ থেকে। আইরিশ ন্যাশনালিটি, হিউম্যানিটি, স্পিরিচুয়ালিটির উপরে ছিল না। তিনি জন কিটসের দ্বারা প্রভাবিত হয়ে এই ভাষায় কবিতা লিখেছেন।
2. Representation of Irish and classical Myth
আইরিশ অথবা ক্ল্যাসিক্যাল মিথ নিয়ে ইয়েটস অনেক লিখেছেন। “In the Happy Townland” এই কবিতাটা মূলত আইরিশ মিথ নিয়ে লিখা। এছাড়াও ক্লাসিকাল মিথ নিয়ে ইয়েটস অনেক লিখেছেন। হেলেন, প্যারিস ও ট্রয়ের বিষয়টা তিনি বারবার উল্লেখ করেছেন।
আরো পড়ুনঃ Theme of religion/ religious elements of Dylan Thomas (বাংলায়)
3. Love for Irish folklore
ইয়েটস তার দেশকে এবং দেশে জনগণকে ভালোবাসতেন। এটা তিনি তার অনেক জনপ্রিয় কবিতা Easter 1916 এ দেখিয়েছেন। ব্রিটিশদের বিরুদ্ধে আইরিশ জনগণদের যে গণজাগরণ তা তিনি এই কবিতায় সমর্থন করেছেন।
4. Subjectivity
সাবজেক্টিভ ফিলিংস বা সাবজেক্টিভিটি বলতে বোঝায় ব্যক্তিগত উপস্থিতি। A prayer for my daughter, among the school children এসব কবিতায় ইয়েটস এর সাব্জেক্টিভ ফিলিংস দেখা গেছে।
5. Self-revelation
self-revelation বলতে বোঝায় কবির নিজের পার্সোনালিটি কে প্রকাশ করা। তার অনেক কবিতা তিনি Self-revelation দেখিয়েছেন।
আরো পড়ুনঃ Mystic Elements in Song of Myself (বাংলায়)
6. Enriched Symbols/ Symbolism
রোমান্টিক কবিতায় সিম্বলিজম অবশ্যই থাকবে। আর ইয়েটসের কবিতায় তো হাজার হাজার সিম্বলস ব্যবহার হয়েছে। The tower, Byzantium এই কবিতা গুলোতে ইয়েটস enriched Symbols ব্যবহার করেছেন।
এছাড়াও ইয়েটস এর কবিতায় আরো অনেক রোমান্টিক এলিমেন্টস আছে।
- Escapism
- Love
- Occultism
- Love for nature/ beauty of nature
- Search for spirituality
- High Imagination
Perfect