Social Consciousness in Auden’s Poems (বাংলায়)

Social consciousness in Auden’s poems (বাংলায়)

প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। এখানে আর্ডেন সামাজিক সচেতনতার কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন তিনি সামাজিক সচেতনতার কথা বললেন? আসলে সমাজের মানুষেরা কিছু কিছু বিষয় অবজ্ঞা করছিল। যেমন, নৈতিকতা ছিল না, বাস্তববাদী হয়ে উঠছিল, গরিবদের প্রতি কোন সহানুভূতি ছিল না, সামাজিক অবক্ষয় দেখা যাচ্ছিল, যুদ্ধ মানুষকে নিষ্ঠুর করে তুলছিল, সম্পূর্ণ ইউরোপ জুড়ে অরাজকতা ছড়িয়ে পড়ছিল। তো কোন কোন জায়গায় এবং কোন কোন পয়েন্টে সামাজিক সচেতনতার কথা আরডেন বলেছেন তাই এখন তুলে ধরা হলো,

1.   Declining morality

এই সময়টায় মোরালিটি শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। মানুষের হৃদয়ে এর কোন স্থান ছিল না। মানুষ চাইছিল যে কোন মূল্যে ধনী হতে। তাই তারা মোরালিটি বিসর্জন দিচ্ছিল। আরডেন এর মতে এই জায়গায় সামাজিক সচেতনতার প্রয়োজন।

আরো পড়ুনঃ Theme of religion/ religious elements of Dylan Thomas (বাংলায়)

2.   Decay of social values

সামাজিক যে মূল্যবোধ এটা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালিন সময়ে আর্ডেন খুঁজে পাননি। তিনি দেখিয়েছেন যে, সামাজিক মূল্যবোধের ছিটে ফোঁটা এই সময়টাই ছিল না। কারণ মানুষ পশুর চেয়েও নিষ্ঠুর হয়ে গিয়েছিল। কারণ ওই সময়টায় হিটলারের জাগরণ হয়েছিল।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


3.   Downfall of Humanity

সমাজের মানুষের মধ্যে কোনরূপ মানবিকতা ছিল না। যাই একটু ছিল, যুদ্ধের ভয়াবহতা মানুষকে বাস্তববাদী করে তোলে। তাই তারা নিজেকে নিয়েই ব্যস্ত থাকছিল। এজন্য অন্যের প্রতি দয়া দেখানোর সময় বা মানসিকতা মানুষের মধ্যে ছিল না। কিন্তু এই জায়গাটায় কবি মানুষকে শুধুমাত্র নিজের চিন্তা না করে অন্যের জন্যেও চিন্তা করার কথা বলেছেন।

আরো পড়ুনঃ Mystic Elements in Song of Myself (বাংলায়)

4.   Lack of Spirituality

তো মানুষের মধ্যে মানবতাই ছিল না, আর ইস্পিরিচুয়ালিটি তো কল্পনাই করা যায় না। তবে এই জায়গাটায় আরডেন বলেছেন, এখন মানুষের ভেতরে স্পিরিচুয়ালিটি প্রয়োজন। তবেই তারা sensual pleasure পাবে।

5.   Human Concern:

তো আর্ডেন তার সময়কার মানুষদের জন্য তার যে উদ্বেগ এটা তিনি দেখিয়েছেন। ইউরোপ এবং তৎকালীন পৃথিবীর মানুষদের প্রতি অার্ডেন-এর যে উদ্যোগ তা তিনি In memory of W. B. Yeats কবিতায় দেখিয়েছেন।

6.   Criticizing Marxist theory

মার্কসিস্ট থিওরিতে capitalist সোসাইটি এবং বস্তুবাদিতার প্রতি ফোকাস করা হয়েছে। তবে আর্ডেন এটার ব্যাপক সমালোচনা করেছেন। তিনি মানুষের capitalist টেন্ডেন্সির প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টি করতে চেয়েছেন। এর মাধ্যমে ওয়ার্কিং ক্লাস মানুষদের প্রতি সহানুভূতি সৃষ্টি করতে চেয়েছেন।

আরো পড়ুনঃ Romantic Elements in W. B. Yeats (বাংলায়)

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক