ছোটবেলায় গ্রামারের প্রথম যে অংশ আমরা সাধারণত পড়ে এসেছি সেটা হলো Article যা এখনো আমাদের পিছু ছাড়েনি। ইংরেজি গ্রামারে A, An এবং The কে Article বলা হয়। Article কে পূর্বে Parts of Speech (Adjective) এর অংশ হিসেবে গণ্য করা হলেও এদেরকে আলাদা করে বিবেচনা করা হয়।
Article কে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ঃ
- Indefinite Article: অনির্দিষ্ট কিছু বোঝালে। যেমনঃ We need a home. এখানে নির্দিষ্ট কোন Home চাওয়া হয়নি। একটি হোম চাওয়া হয়েছে।
- Definite Article: নির্দিষ্ট কিছু বোঝালে। যেমনঃ We need the home. এখানে নির্দিষ্ট একটি Home চাওয়া হয়েছে। একটি নির্দিষ্ট বাড়ির কথা বলা হয়েছে।
আরো পড়ুনঃ Language and Parole
Indefinite Article
A এর ব্যবহারঃ
- Consonant (A, E, I, O ও U ব্যতীত সকল লেটার) এর পূর্বে সাধারণত A বসে। অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি Consonant থাকে তাহলে সেই শব্দের আগে A বসে। এটা হলো আর্টিকেলের ইউনিভার্সাল নিয়ম। কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। ✪✪✪
যেমনঃ He is a man, This is a pen, Rima is a girl.
- কোন শব্দের শুরুতে যদি O থাকে এবং তার উচ্চারণ যদি ওয়াও এর মতই হয় তবে সেই শব্দের শুরুতে A বসে যদিও O একটি Vowel. ✪✪✪
যেমনঃ It is a one taka note, He is a one-eyed man.
- কোন শব্দের শুরুতে যদি h থাকে এবং তার উচ্চারণ যদি h এর মতই হয় তবে সেই শব্দের শুরুতে A বসে।
যেমনঃ This is a house, I want a horse, She is a housewife. He is a historian.
- কোন শব্দের প্রথম অক্ষর U or E দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি U or EW এর মত হয় তবে সেই শব্দের পূর্বে A বসে। ✪✪✪ যেমনঃ A ewe, A university, This is a unique book, He is a European.
- কোন সংক্ষিপ্ত (Abbreviation) শব্দের প্রথম অক্ষর উচ্চারণ করার সময় যদি Consonant এর মত উচ্চারিত হয় তবে সেই শব্দের পূর্বে A বসে। ✪✪✪ যেমনঃ He is a Ph.D. এই শব্দের পিএইচডি উচ্চারণ করার সময় প্রথমেই P শব্দ উচ্চারিত হয় যা একটি Consonant. ঠিক একইভাবে B.A, B.Ed, B.sc এর পূর্বে A বসে।
An এর ব্যবহারঃ
- Vowel (A, E, I, O ও U) এর পূর্বে সাধারণত An বসে। অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি Vowel থাকে তাহলে সেই শব্দের আগে An বসে। এটাও আর্টিকেলের ইউনিভার্সাল একটি নিয়ম। কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। ✪✪✪
যেমনঃ I need an apple, This is an umbrella.
- কোন শব্দের শুরুতে যদি h থাকে এবং তার উচ্চারণ যদি h এর মত না হয় তবে সেই শব্দের শুরুতে An বসে। ✪✪✪
যেমনঃ He is an honest man, I am an heir to my father. এখানে honest শব্দটির উচ্চারণ H এর মত না হয়ে O এর মত হচ্ছে যে কারণে এখানে নিয়ম অনুযায়ী A না হয়ে An হচ্ছে।
আরো পড়ুনঃ Free and Bound Morphemes
- সংক্ষিপ্ত শব্দ গুলোর প্রথম অক্ষর Vowel or Consonant যেটাই হোক না কেন উচ্চারণ যদি Vowel এর মত হয় তবে তার পূর্বে An বসে। ✪✪✪ যেমনঃ An MA, An MBBS, An FCPS. MA শব্দটির প্রথম অক্ষর Consonant হলেও এটা উচ্চারণ করার সময় A (এ ম) এর মত উচ্চারিত হয় যা একটি Vowel. সুতরাং এসকল শব্দের আগে An বসে।
উপরে বর্ণিত নিয়মগুলো A, An এর সাধারণ নিয়মাবলি। এর বাহিরেও কিছু অতিরিক্ত নিয়ম আছে যেগুলো নিচে বর্ণিত হল।
- অনির্দিষ্ট কোন ব্যাক্তি বা বস্তুর কথা বাক্যে উল্লেখ থাকলে তার পূর্বে A, An বসে। ✪✪✪ যেমন – Please send me a book, We need a pen বাক্য গুলোতে নির্দিষ্ট কোন বই ও কলম চাওয়া হয়নি বরং যেকোন একটি বই বা কলম চাওয়া হয়েছে।
- সংখ্যাবাচক শব্দের পরে যদি Singular Countable Noun থাকে তবে ঐ সংখ্যাবাচক শব্দের আগে A বসে। যেমন- He is a seventeen years old boy. She made a four-pound cake.
- Plural Noun এর পূর্বে বিভিন্ন Modifying Word (Few, Little, Lot of, great many, good deal) থাকলে সেই Word গুলোর পূর্বে A বসে। যেমনঃ He need a lot of money, There is a little water in the glass.
- সংখ্যাবাচক কিছু শব্দ- Couple, dozen, hundred, thousand, million এর পূর্বে A বসে। ✪✪✪ যেমনঃ He earns a million dollar, He bought a dozen pens.
- অপরিচিত কোন ব্যক্তিকে বোঝাতে যদি Mr, Mrs, Miss ব্যবহৃত হয় তবে তার পূর্বে A বসে। যেমনঃ A Miss Mitu went there.
- একই জাতীয় সকল Singular Countable Noun বোঝাতে এর পূর্বে A বসে। যেমনঃ A cow is a domestic animal.
- Proper Noun যখন Common Noun হিসেবে কাজ করে তখন তার পূর্বে A/An বসে। ✪✪✪ যেমনঃ He is a Rabindranath, You are a Nazrul.
- Abstract Noun যখন Common Noun হিসেবে কাজ করে তখন তার পূর্বে A/An বসে। যেমনঃ Sumi is a cutty, Rasel is a smart.
- কোন বাক্যে যদি too/so + Adjective + Noun বসে তাহলে সেই Noun এর পূর্বে A/An বসে। যেমনঃ Rashedul is so smart a man.
- আশ্চর্যবোধক বাক্যে SIngular Countable Noun এর পূর্বে What, How, Such থাকলে এর পরে A/An বসে। যেমনঃ What a man! How funny! What a food!
যেসব ক্ষেত্রে A/An ব্যবহৃত হয় নাঃ
- খাবারের নামের আগে A/An বসে না। তবে যদি তার আগে Adjective থাকে তবে A/An বসবে। যেমনঃ We had an awesome dinner হবে। কিন্তু We had a dinner হয় না।
- Plural Number (a men, a boys, a girls হবে না), Abstract Noun (A beauty, a love হবে না) , Uncountable Noun (a water, a milk হবে না) এর পূর্বে A/An বসে না।
Examples of Indefinite Articles (a, an):
- She saw _ beautiful butterfly in the garden. Ans: a
- He bought _ apple at the grocery store. Ans: an
- They found _ new restaurant near their house. Ans: a
- I need to buy _ new pair of shoes. Ans: a
- 5. She adopted _ kitten from the animal shelter. Ans: a
- He read _ interesting article in the magazine. Ans: an
- She has _ big test tomorrow in her history class. Ans: a
- I met _ famous actor at the party last night. Ans: a
- He cooked _ amazing meal for his friends. Ans: an
- They are trying to bake _ cake. Ans: a
আরো পড়ুনঃ Consonant and Vowel Sound
Definite Article
The এর ব্যবহারঃ
- নির্দিষ্ট কোন ব্যাক্তি বা বস্তু বোঝাতে তার পূর্বে The বসে। ✪✪✪ যেমনঃ The Pen, The Boy, The Gun.
- পরিচিত বা অবস্থানগত কারণে একটি Noun বোঝালে তার পূর্বে The বসে। যেমনঃ He is in the mall.
- একই বাক্যে Noun দুইবার ব্যবহার করার ফলে দ্বিতীয় Noun টি নির্দিষ্ট হয়ে গেলে তার পূর্বে The বসে। ✪✪✪ I can write the name on the book.
- কোন বস্তু যদি অদ্বিতীয় বা কোন কিছুর সাথে অতুলনীয় হয় তবে তার পূর্বে The বসে। ✪✪✪ যেমনঃ The earth, the sky.
- কতিপয় শ্রেণী, সম্প্রদায় বা গোষ্টীর বা দলের সদস্যের আগে The বসতে পারে। যেমনঃ The rich are not always honest, The day labourers are in bad condition.
- Of যুক্ত উপাধি ও পদবির আগে The বসে। The duke of Venice, The King of Martha.
- Common Noun যদি Abstract Noun হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে The বসে। The beast is found in him.
- Superlative Degree এর পূর্বে The বসে। ✪✪✪ যেমনঃ He is the best boy.
- সমজাতীয় সব বোঝাতে Singular Noun এর পূর্বে The বসে। যেমনঃ The dog is a faithfull animal.
- সমুদ্র, নদী, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী, মরুভূমি, দেশের নাম ইত্যাদি Proper Noun পূর্বে The বসে। যেমনঃ The Padma, The Himalayans, The Indians.
- Noun+of+Noun স্ট্রাকচারে Noun গঠিত হলে এর পূর্বে The বসে। যেমনঃ The chocolate of Mexico, The Perfume of Arabia.
- Adjective+Noun হলে তার পূর্বে The বসে। যেমনঃ The West Indies, The black Africans.
- শুধু মাত্র দিকের নামের পূর্বে The বসে। The North pole of India, The southeast Asia.
- ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে The বসে। যেমনঃ The Holy Quran, The daily star.
- যত………তত এরকম সমানুপাতিক কোন বৃদ্ধি বা হ্রাস বোঝালে comparative adjective এর পুর্বে The বসে। ✪✪✪ যেমনঃ The more you read, the more you learn.
- Noun দ্বারা যদি কোন পেশা বোঝায় তবে সেক্ষেত্রে The বসে। যেমনঃ I have joined the Military.
- কোন কিছুর উৎস যদি নির্দিষ্ট হয় তবে তার পূর্বে The বসে। যেমনঃ The Rosomalai of Cumilla, The Hilsa of Chandpur.
- একক কোন উপাধি বা পদবির আগে The বসে। যেমনঃ The Prime Minister, The Home Minister.
এবার চলুন The এর ব্যবহার নিয়ে আমরা একটি গল্প পড়ি যেটা আপনাকে অনেকটাই সহায়তা করবে নিয়মগুলো মনে রাখতে।
‘The’এর গল্প
একদা এক ভূগোলবিদ ছিল। যিনি সকল ভৌগোলিক নাম সমূহ জানতেন। তার কোন উপাধি বা পদবি ছিল না। তার পেশাই ছিল রাস্তায় রাস্তায় হেঁটে বাদ্যযন্ত্র বাজানো ও বিভিন্ন স্থানে ভ্রমণ করা। তিনি বিখ্যাত অট্টালিকার খোজে কোন এক তারিখে বড় জাহাজে করে নদী, সাগর, উপসাগর, মহাসাগর পাড়ি দেওয়ার সময় অনেক মরুভূমি, পর্বত ও দ্বীপপুঞ্জ দেখলেন। অবশেষে সুন্দর একটি শহরে পৌঁছালেন এবং সেখানকার একটি রেস্তোরা থেকে তৃপ্তি সহকারে খাবার খেলেন। তারপর হকারের কাছ থেকে একটি সংবাদপত্র, ম্যাগাজিন ও ধর্মগ্রন্থ কিনে বিমান বন্দরের দিকে রওনা দিলেন এবং সেখানে পৌঁছে তিনি প্রেক্ষাগৃহ এর নিকটস্থ একটি হোটেলে উঠলেন। শোনা যায় হোটেলটির জানালা দিয়ে বাস, ট্রেন ও মহাকাশযান দেখা যেত। যাইহোক সন্ধ্যার পর তিনি ঐতিহাসিক ঘটনা নিয়ে একটি যুদ্ধের নাটক লিখলেন।পরদিন পার্কে ঋতু নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হলো এবং বিখ্যাত অট্টালিকা দেখার কথা খুলে বলল। ঋতু তাকে বিখ্যাত অট্টালিকা দেখানোর উদ্দেশ্যে পূর্ব দিকে (দিকের নাম) রওনা দিল এবং যাত্রাপথে ঋতু ভূগোলবিদকে ৩টি প্রশ্ন করল। ৩টি প্রশ্ন হলো-
- আপনি কোন জাতি?
- আপনি কোন সম্প্রদায়?
- আপনার সবচেয়ে কি বেশি ভালো লাগে?
ভূগোলবিদ তৃতীয় প্রশ্নের উত্তরে বলল, “প্রকৃতিতে যা মাত্র একটি তাই আমার ভালো লাগে।“ ঋতু বলল, আপনার উত্তরটি ভালো বুঝতে পারলাম না। ভূগোলবিদ পুনরায় বলল প্রকৃতিতে একটি মানে বুঝলেন না… যেমন- চন্দ্র, সূর্য, পৃথিবী ইত্যাদি। যাইহোক কথা বলতে বলতে তারা প্রেক্ষাগৃহে (সিনেমা হল) গেল এবং ‘’ সমষ্টি বাচক দেশ’’ নামক একটি সিনেমা দেখল। সিনেমাটি ভূগোলবিদের সুপারলেটিভ ডিগ্রি (superlative degree) এর মত সবচেয়ে বেশি ভালো লাগলো। তিনি সিনেমার নায়িকা ও ঋতু এই দুইজনের মধ্যে তুলনা করে দেখলেন ঋতুই বেশি সুন্দরী। ঋতু তার সেকেন্ড কাছের মানুষ হয়ে গেল। সিনেমা শেষ করে ঋতু তাকে বিখ্যাত অট্রালিকা ‘তাজমহল’ দেখাতে নিয়ে গেল। তাজমহলের সৌন্দর্য দেখে ভূগোলবিদ অত্যন্ত আনন্দ অনুভব করলেন। (Collected)
“The” এর ব্যবহার যেখানে করা যাবেনা
- খাবারের নামের পূর্বে The বসেনা। যেমনঃ We will take dinner.
- অঙ্গপ্রত্যঙ্গ বা পোষাক পরিচ্ছদের নামের পূর্বে যদি Possessive ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে The বসবে না। অন্যথায় The বসবে। যেমনঃ Raise your hand.
- Home এর আগে কোন বর্ণণামূলক Phrase না থাকলে তার পূর্বে The বসবে না। যেমনঃ He is not at home.
- হ্রদ ও খেলার নামের পূর্বে The বসে না। যেমনঃ We play cricket, Lake Baikal.
- স্বাভাবিক উদ্দেশ্য নিয়ে যদি Moque, bed, shool. College, prison, university, church, court, hospital ইত্যাদিতে যাওয়া বুঝায় তবে The ব্যবহৃত হয় না। যেমনঃ I go to bed to sleep, I go to mosque to say prayer.
- Season এর নামের পূর্বে The ব্যবহার করা হয়। তবে The ইদানিং ব্যবহার করা হচ্ছে না ক্রমাগত।
- বিখ্যাত গ্রন্থের আগে লেখকের নাম থাকলে তার আগে The বসে না। যেমনঃ Rabindranath’s Gitanjali.
- এভিনিউ, স্কয়ার বা পার্কের নামের পূর্বে The বসে না। যেমনঃ He lives in Kazi Nazrul Avenue.
- ভাষার নামের আগে The বসে না। Mandarin is spoken in China. ✪✪✪
- Allah or God এর নামের পূর্বে The বসে না। ✪✪✪
আশাকরি ওপরে আলোচিত নিয়মগুলো আপনাদের Article এর সমস্যার সমাধান করে দেবে। কিছু কনফ্লিক্টেড ও পরীক্ষার জন্য অপ্রয়োজনীয় নিয়ম বাদ দেওয়া হয়েছে সকল শ্রেণীর চাকরি প্রত্যাশীদের কথা বিবেচনা করে।
আরো পড়ুনঃ Biographia Literaria Bangla Summary
Examples of Definite Article (The)
- I saw _ most beautiful sunset last night. Ans: the
- Can you pass me _ salt, please? Ans: the
- She is reading _ newspaper right now. Ans: the
- They went to _ mall to buy some new clothes. Ans: the
- He found the lost wallet on _ street. Ans: the
- We’re going to _ park this afternoon. Ans: the
- She can’t find _ key to her car. Ans: the
- …movie we watched last night was really interesting. Ans: the
- He ate _ last slice of pizza without asking. Ans: the
- She loves listening to the sound of rain on _ roof. Ans: the