fbpx

Rules of Completing Sentences

Rules of Completing Sentences

Completing sentences বা বাক্য সম্পূর্ণকরণ একটি গুরুত্বপূর্ণ লিখন সংক্রান্ত অনুশীলন। একটি অসমাপ্ত বাক্য নানাভাবে সমাপ্ত করা যায়। এক্ষেত্রে বাক্যের গঠন সম্পর্কে ধারণা, শব্দ ভান্ডার এবং চিন্তার সৃজনশীলতা পূর্ণাঙ্গ বাক্য রচনায় সহায়তা করে।

নিচে বাক্য সম্পন্ন করেন সম্পর্কে আলোচনা করা হলো। এগুলোর মাধ্যমে একটি বাক্য কিভাবে সম্পন্ন করবেন সে সম্পর্কে ধারণা পাবেন । আশা করা যায় এই নিয়ম গুলো পড়লে ইনশাল্লাহ Completing sentences নিয়ে আপনাদের আর কোন জটিলতা পোহাতে হবে না। 

(বিশেষ দ্রষ্টব্যঃ খুবই গুরুত্বপূর্ণ Rules গুলো ✪✪✪ দেওয়া হলো। আর নিচের নিয়মগুলোর বাইরে আর কোন Rules পড়ার প্রয়োজন নেই। কারন এর মধ্যে থেকেই ১০০% কমন থাকবে (School+College) এ ইনশা আল্লাহ।)   

✪✪✪ Rule 1:  That / so that / in order that (যাতে) 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Structure 1: Present Tense → that/so that / in order that → subject +can/will/may + V1 + obj/ext.

Structure 2: Past Tense→ that/so that/ in order that → subject + could/would/might + V1 + obj/ext.

আরো পড়ুনঃ Most Important Appropriate Prepositions

Example: 

  1. We eat so that we can survive. (আমরা খাই, যাতে করে আমরা বাঁচতে পারি) 
  2. We ate so that we could survive. (আমরা খেয়েছি, যাতে করে আমা বাঁচতে পারতাম) 
  3. We eat so that we may live. (আমরা খাই, যাতে করে আমরা বাঁচতে পারি) 
  4. The farmers sow seeds that they may get a harvest. (কৃষক বীজ বপন করে, যাতে করে তারা ফসল পেতে পারে) 
  5. She saved money in order that she could buy a gift. (সে টাকা জমিয়েছিল, যাতে করে সে একটি উপহার কিনতে পারত) 

✪✪✪ Rule 2: As if/as though (এমন… যেন) 

Structure 1: Present Tense→ as if/as though → subject + V2 + object. Or Subject + were + object.

google news

Structure 2: Past Tense→ as if/as though → subject + had + V3 + object. Or Subject + had been + object.

Example:

  1. She speaks as if she were mad / She knew everything. (সে এমনভাবে বলছে যেন সে সবই জানত) 
  2. She spoke as if she had known everything. (সে এমনভাবে বলল যেন সবই জানে) 

✪✪✪ Rule 3: Lest/In case (পাছে ভয় হয় যে/ যাতে.. না/ নতুবা) lest এর পরের clause এ subject এর পরে should/ might বসবে কখনো not বসবে না ।  

Structure: Any Tense→ Lest→ subject + should/might + V1 + object.

Example: 

  1. Mintu Babu is walking carefully lest he should fall down. (মিন্টু বাবু খুব সতর্কতার সাথে হাটছে যাতে যে সে পড়ে না যায়।) 
  2. Walk fast lest you should miss the train. (দ্রুত হাঁট নতুবা তুমি ট্রেনটি মিস করবে) 
  3. Dihan wrote down her address in case he should forget it. (দিহান তার ঠিকানা লিখে রেখেছে নতুবা সে এটি ভুলে যাবে) 
  4. They kept watching all night lest robbers should come. (তারা সারারাত দেখছিল নতুবা ডাকাত আসত) 

✪✪✪ Rule 4: Though/although (যদিও) 

1st Clause (কারণ) 2nd Clause(ফলাফল) 
Positive meaningful sentenceNegative meaningful sentence
Negative meaningful sentencePositive meaningful sentence

Example:

  1. Though he is poor, he is honest. (যদিও সে দরিদ্র, সে সৎ) 
  2. Though he knows English, he cannot speak in it. (যদিও সে ইংরেজি জানে, সে এটিতে কথা বলতে পারে না) 

✪✪✪ Rule 5: No sooner had……than, Hardly had …… before, Scarcely had …… when (যেতে না যেতেই, পৌঁছাতে না পৌঁছাতে, এই জাতীয় অর্থ প্রকাশ করে) 

Structure: No sooner had + subject + V3 + object → than/before + subject + V2 + object.

Example: 

  1. No sooner had I reached the station than the train left. (আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি চলে গেল।
  2. No sooner had Liton entered the room than they started clapping. (লিটন কক্ষে প্রবেশ করতে না করতেই তারা হাতে তালি দেয়া শুরু করল) 
  3. Hardly had we reached the college before the ball rang. (আমরা কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা বেজে উঠলো) 
  4. Scarcely had Farida closed the door when the calling bell started ringing. (ফরিদা দরজটি বন্ধ করতেই কলিং বেল বাজতে শুরু করল) 

আরো পড়ুনঃ Most Important Appropriate Prepositions

✪✪✪ Rule 6: As Soon As (করতেই) 

Structure: As soon as + subject + V2 + object→ comma (,) subject + V2 + object.

Example:

  1. As soon as Durzoy Das sat down, the phone rang. (দুর্জয় দাস বসতেই ফোন বেজে উঠল) 
  2. As soon as he teacher came, there was silence. (শিক্ষক আসতেই নীরবতা নেমে আসল) 
  3. As soon as Sumaiya reached the station, the train left. (সুমাইয়া স্টেশনে পৌঁছতেই ট্রেন চলে গেল) 
  4. As soon as we came to college, the bell rang. (আমরা কলেজে আসতেই বেল বেজে উঠল।) 

✪✪✪ Rule 7: Look forward to, with a view to, would you mind, mind, worth, can not help, could not help, feel like, be verb / get + used to এবং preposition এর পরে verb + ing হয় । 

[N.B. শুধু used to এর পূর্বে verb এর based form হয়।] 

Examples: 

  1. I look forward to (প্রতীক্ষায় থাকা / চেয়ে থাকা) meeting you.
  2. He went to the library with a view to (উদ্দেশ্য বুঝায়) borrowing a book.
  3. Would you mind (অনুরোধ করা বুঝায়) taking a cup of tea?
  4. The book is worth (উপযুক্ত / যোগ্য) reading.
  5. We can not help (কোন কিছু না করে পারাই যায় না) laughing. 
  6. I feel like (কোন কিছু করার তারও না বোধ করা কিন্তু সেটা করা হয়নি) crying.
  7. He is used to (অভ্যস্ত বুঝায়) smoking.
  8. He used to (অতীতের অভ্যাস) smoke.

✪✪✪ Rule 8: Till/Until (পর্যন্ত

Structure 1: Present Tense/Future Tense→ Till/Until→ Present Tense.

Structure: 2: Past Tense→ Till/Until→ Past Tense.

Example: 

  1. Just wait till he comes. (তিনি না আসা পর্যন্ত অপেক্ষা করুন।) 
  2. We waited until the train came. (আমরা ট্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম।) 
  3. Wait until the rain stops. (বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করুন।) 

✪✪✪ Rule 9: In spite of / Despite

In spite of/Despitesubject + verb + object
Positive meaningful sentenceNegative meaningful sentence
Negative meaningful sentencePositive meaningful sentence

Example:

  1. In spite of his poverty, he is honest. (দারিদ্র্য সত্ত্বেও তিনি সৎ।) 
  2. In spite of his illness, he comes school regularly. (অসুস্থ থাকা সত্ত্বেও তিনি নিয়মিত স্কুলে আসেন।) 
  3. Despite of his poverty he is donates. (দারিদ্র থাকা সত্ত্বেও তিনি দান করছেন) 

✪✪✪ Rule 10: It is time/It is high time/it is now time

Structure 1: It is time/It is high time/it is now time→ subject + V2 + object.

Structure 2: It is time/It is high time/it is now time→ to + V1 + object.

Example: 

  1. It is time you worked for your future. (এটাই সময় আপনার ভবিষ্যতের জন্য কাজ করার) 
  2. It is high time to work for your future. (এটাই উপযুক্ত সময় আপনার ভবিষ্যতের জন্য কাজ করার) 

✪✪✪ Rule11:   Instead of/In lieu of (পরিবর্তে) 

Example:

  1. Instead of history he took economic. (ইতিহাসের বদলে সে অর্থনীতি নিল) 
  2. Instead of tea I prefer coffee. (চায়ের পরিবর্তে আমি কফি পছন্দ করি) 
  3. In lieu of cricket she loves football. (ক্রিকেটের পরিবর্তে সে ফুটবল পছন্দ করে) 

✪✪✪ Rule 12: Conditional Sentence (If) 

■ First Conditional: If যুক্ত Clause টি যদি Present Tense হয় তাহলে দ্বিতীয় clause টির সাহায্যকারী verb হিসেবে Can/will/may বসাতে হবে । 

Structure: If + subject + V1 + object→ subject + can//will/may + V1 + object.

Example: 

  1. If she gets good grades she will go to university. (ভালো নম্বর পেলে সে বিশ্ববিদ্যালয়ে যাবে) 
  2. If I stand first, my parents will become happy. (আমি প্রথম হলে আমার বাবা-মা খুশি হবেন) 
  3. If you accompany me, I will go to the zoo. (তুমি আমাকে সঙ্গ দিলে আমি চিড়িয়াখানায় যাবো।) 
  4. If the teacher speaks very fast, many students will not follow him. (শিক্ষক খুব দ্রুত কথা বললে অনেক শিক্ষার্থী তাকে অনুসরণ করবে না।) 

■ Second Conditional: If যুক্ত Clause টি যদি Past Tense হয় তাহলে দ্বিতীয় clause টির সাহায্যকারী verb হিসেবে would/could/might বসাতে হবে । তবে সর্বদা আপনি would ব্যবহার করতে পারবেন।

Structure 1: If + subject + V2 + object→ subject + could/would/might + V1 + object.

Structure 2: If + subject + were + complement→ subject + could/would/might + V1 + object. (Unreal past) 

Example: 

  1. If I had the time I would learn Italian. (আমার সময় থাকলে আমি ইতালিয়ান শিখতাম।) 
  2. If I knew her number, I could ring her. (আমি যদি তার নম্বর জানতাম, আমি তাকে রিং করতে পারতাম।) 
  3. If I had a holiday, I would visit London. (আমার ছুটি থাকলে লন্ডনে বেড়াতে যেতাম।) 
  4. If I attended your birthday party, I would/could enjoy a lot. (আমি আপনার জন্মদিনের পার্টিতে যোগ দিলে, আমি অনেক উপভোগ করতে পারতাম।) 

■ Third Conditional: If যুক্ত Clause টি যদি Past Perfect Tense হয় তাহলে দ্বিতীয় clause টির সাহায্যকারী verb হিসেবে would/could/might + have + V3 বসাতে হবে । 

Structure 1: If + subject + had + V3 + object→ subject + could have/should have/would have/might have + V3 + object.

Example: 

  1. If I had seen him I would have given him the message. (আমি যদি তাকে দেখতে পেতাম তবে আমি তাকে বার্তা দিতাম।) 
  2. If you have finished the work, I shall have paid you. (যদি আপনি কাজটি শেষ করেন, আমি আপনাকে পরিশোধ করব) 
  3. If you had helped me, I would have helped you. (তুমি যদি আমাকে সাহায্য করতে, আমি তোমাকে সাহায্য করতাম।) 

Structure 2: Had + subject + V3 + object→ subject + could have/should have/would have/might have + V3 + object.

Example: 

  1. Had he invited me I should have joined the party. (তিনি আমাকে আমন্ত্রণ জানালে আমার পার্টিতে যোগ দেওয়া উচিত ছিল।) 
  2. Had I not been so tired, I might have realized it easily. (এত ক্লান্ত না হলে হয়তো সহজেই বুঝতে পারতাম।) 

আরো পড়ুনঃ Preface to Shakespeare Bangla Summary

✪ Rule 13: Since (সময় পূর্বে বোঝাতে) 

Structure 1: Present indefinite/Present perfect→ since → Past indefinite.

Structure 2: Past indefinite → since → Past perfect.

Example: 

  1. It is ten years since my sister was born. (আমার বোনের জন্মের দশ বছর হলো।) 
  2. Many years have passed since his friend met him first. (অনেক বছর কেটে গেছে তার বন্ধুর সাথে প্রথম দেখা।) 
  3. It was long since I had seen her last. (অনেক সময় হয়ে গেছে আমি তাকে শেষ দেখেছি) 

✪✪✪ Rule14: So…. that (এতই যে) 

Structure: Subject + verb + so + adjective/adverb + that + subject + cannot/could not + সঙ্গতিপূর্ণ verb + বাকী অংশ।

Example: 

  1. The man is so weak that he cannot move his body. (লোকটি এতই দুর্বল যে সে তার শরীরকে নড়াচড়া করতে পারে না।) 
  2. Their throats were so dry that they couldn’t speak. (তাদের গলা এতই শুকিয়ে গিয়েছিল যে তারা কথা বলতে পারছিল না।) 
  3. He is so expert that he can solve it easily. (তিনি এতই বিশেষজ্ঞ যে তিনি সহজেই এটি সমাধান করতে পারেন।) 
  4. She is so intelligent that she can understand it quickly. (সে এত বুদ্ধিমান যে সে দ্রুত বুঝতে পারে।) 
  5. He plays so skillfully that everybody gets amused. (সে এত নিপুণভাবে খেলে যে সবাই মজা পায়।) 

✪✪ Rule 15: Would rather (তবুও/বরং) 

Structure: Subject + would rather + V1→ than + verb/noun

Example:

  1. He would rather die than forgive you. (সে তোমাকে ক্ষমা করার চেয়ে মরবে।) 
  2. I would rather die than begging. (আমি ভিক্ষা করার চেয়ে বরং মরে যাব) 

✪✪✪ Rule 16:  Without + gerund (ছাড়া/ব্যতীত) 

Structure: Without + V1 +ing + object+ personal subject + verb + প্রয়োজনীয় বাকী অংশ.

Example:

  1. Without working hard, you cannot achieve success. (কঠোর পরিশ্রম ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না।) 
  2. Without reading more you cannot make a good result. (বেশি না পড়লে তুাম ভালো ফলাফল করতে পারবে না) 

✪✪ Rule 17: By + gerund (দ্বারা/দিয়ে) 

Structure: By + V1 +ing + object +personal subject + verb + প্রয়োজনীয় বাকী অংশ।

Example:

  1. By working hard, you can achieve success. (কঠোর পরিশ্রম করে আপনি সফলতা অর্জন করতে পারেন।) 
  2. By reading more you can make a good result. (বেশি বেশি পড়ে ভালো ফলাফল করতে পারবেন।) 

✪✪✪ Rule 18: Unless (যদি না) 

Structure: Unless যুক্ত incomplete sentence টি বসে → সঙ্গতিপূর্ণ পূর্নাঙ্গ বাক্য বসে।

 Example:

  1. Unless you work hard you will fail in life. (আপনি যদি কঠোর পরিশ্রম না করেন তবে আপনি জীবনে ব্যর্থ হবেন।) 
  2. Unless you walk fast you will miss the train. (আপনি যদি দ্রুত না হাঁটেন আপনি ট্রেনটি ধরতে ব্যর্থ হবেন।) 

✪✪ Rule 19: As long as/So long as (যতদিন) 

Structure: As long as যুক্ত incomplete sentence টি বসে→সঙ্গতিপূর্ণ পূর্নাঙ্গ বাক্য বসে।

Example: 

  1. I will fight against injustice as long as I can. (আমি যতদিন পারি অবিচারের বিরুদ্ধে লড়ব।) 
  2. He’s welcome to stay as long as I can afford. (যতক্ষণ আমার সামর্থ্য আছে ততক্ষণ থাকতে তাকে স্বাগত জানাই।) 
  3. I’ll remember that day as long as I live. (আমি যতদিন বাঁচি সেদিনের কথা মনে রাখব।) 

✪ Rule 20: Because of/on account of/owing to/due to (কারণে) 

Structure: Because of/on account of/owing to/due to Phrase যুক্ত incomplete sentence টি বসে → সঙ্গতিপূর্ণ পূর্নাঙ্গ বাক্য বসে।

Example:

  1. I could not help him due to my poverty. (আমি দারিদ্র্যের কারণে তাকে সাহায্য করতে পারিনি।) 
  2. I could not go to school because of my illness. (আমি অসুস্থতার কারণে স্কুলে যেতে পারিনি।) 

✪✪ Rule 21: Not only…. but also (এটি না… ওটিও) 

Structure:

  • Not only এর পরেSubject থাকলে but also এর পরেও Subject বসে।
  • Not only এর পরেObject থাকলে but also এর পরেও Object বসে।
  • Not only এর পরেVerb থাকলে but also এর পরেও Verb বসে।

Example: 

  1. Not only Rita but also Ritu will call me. (শুধু রিতাই নয় রিতুও আমাকে ডাকবে।) 
  2. They are weak not only in Biology but also in English. (তারা শুধু জীববিজ্ঞানেই নয় ইংরেজিতেও দুর্বল।) 
  3. Not only she but also her sister attended the party. (শুধু তিনিই নন তার বোনও পার্টিতে যোগ দিয়েছিলেন।) 

✪ Rule 22: Too…. to (এতই….. যে) /Enough…. to) 

Too…. to যুক্ত sentence এ দুটি ব্যক্তিবাচক/ সমজাতীয় subject থাকলে।

Structure 1: Subject + verb + too + adjective → to + V1 + object/ext.

আরো পড়ুনঃ NTRCA School Preposition Previous Year Questions

Example: 

  1. He is too weak to walk. (তিনি হাঁটতে খুব দুর্বল।) 
  2. The load is too heavy for her to carry. (বোঝাটি তার বহন করার জন্য খুব ভারী) 

Too … to যুক্ত 1st Sentence টি বস্তূবাচক বা দুটি ভিন্ন subject থাকলে।

Structure 2: Subject + verb+ too+ adjective→ for ব্যাক্তি বাচক subject এর objective form+ to+ V1+ obj/ext.

Example: 

  1. The Sum is too hard for me to solve it. (অংকটি সমাধান করা আমার জন্য খুব কঠিন) 
  2. At times it creates too many problems for me to solve. (মাঝে মাঝে এটি আমার সমাধান করার জন্য অনেক সমস্যা তৈরি করে।) 
  3. It is too interesting a matter for us to enjoy. (এটা আমাদের জন্য উপভোগ করার খুব আকর্ষণীয় একটি বিষয়) 

System 23: Let alone (ভাবাই যায় না/ দূরের কথা) Let alone  এর পরের অংশ সর্বদা আগের অংশের চেয়ে বেশি হবে। 

Example:

  1. Shima Rahaman cannot walk a mile, let alone the five miles. (সায়মা রহমান এক মাইল হাঁটা  দূরের কথা আবার পাঁচ মাইল।) 
  2. He cannot carry 1 kg, let alone 10 kg. (সে ১ কেজিই বহন করতে পারে না, আবার ১০ কেজি!) 

System 24: Provided / provided that / providing that / whether / in case (যদি অর্থে) 

Structure: …… provided/provided that/providing that→ (meaningful sentence) .

Examples: 

  1. He will shine in life provided that he works hard. (সে জীবনে উজ্জ্বল হবে যদি সে কঠোর পরিশ্রম করে।) 
  2. The plane will take off provided the weather is good. (আবহাওয়া ভালো থাকলে প্লেন টেক অফ করবে।) 
  3. I must agree to go providing that my expenses are paid. (আমি অবশ্যই যেতে রাজি আছি যদি আমার খরচ দেওয়া হয়।) 

✪✪✪ Rule 25: Relative pronoun এর Rules

Structure 1: Subject+ who/which/what/that etc. + verb + object → verb +object.

Structure 2: Subject + verb + object→ that/who/which/what etc. → verb +object.

Structure 3: That/Wh-word+ subject+ verb+ object → verb Object.

Example: 

  1. Riya who is a little girl is my student. (ছোট মেয়ে রিয়া আমার ছাত্রী।) 
  2. I know a man who is a teacher. (আমি একজনকে চিনি যিনি একজন শিক্ষক।) 
  3. Natore is the place where I was born. (নাটোর হচ্ছে সেই জায়গা যেখানে আমি জন্মহগ্রহণ করেছিলাম।) 
  4. 10:00 A.M. is the time when I go to my work place. (১০:০০ হচ্ছে সেই সময় যখন আমি অফিসে যাই।) 
  5. A railway station is the place where I have a lot of bitter experiences. (রেলওয়ে স্টেশন হচ্ছে সেই জায়গা যেখানে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে।) 
  6. 1971 is the year when Bangladesh became independent. (১৯৭১ হচ্ছে সেই বছর যখন বাংলাদেশ স্বাধীন হয়।) 
Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক