Question: Comment on the rural setting in the poems of Robert Frost.
Pastoralism একটি সাহিত্যিক টার্ম যার মানে হলো গ্রামীণ প্রকৃতির উপস্থিতি। ফ্রস্ট এখন প্যাস্টোরাল কবি কিন্তু অন্যদের চেয়ে আলাদা।
Frost’s Pastoralism is Not an Escape from Reality: অন্নান্ন আধুনিক কবিরা গ্রামীণ দৃশ্য অকটেন শহুরে জীবন থেকে মুক্তি পেতে। কিন্তু ফ্রস্ট এই ক্ষতের ভিন্ন।তিনি কখনোই জীবনের কঠিন বাস্তবতাকে একপাশ করে গ্রামীণ প্রকৃতিতে বিরাজ করতে চাননি।
আরো পড়ুনঃWhat is an Allegory? Evaluate ‘Young Goodman Brown’ as an allegory.(বাংলায়)
Realistic Pastoralism in Frost’s Poetry: ফ্রস্ট গ্রামীণ দৃশ্য অঙ্কন করলেও তিনি ছিলেন বাস্তবিক। তিনি সবসময় বাস্তবতাকে সঙ্গে নিয়ে চলতেন।
Frost’s Vision Depends on the Pastoral Setting: সিটিতে প্রতিটি কবির গ্রামীণ দৃশ্যের প্রতি একটা অনুরাগ থাকে। ফ্রস্টের তেমন ছিল/. তার বেশ কিছু কবিতায় আমরা প্যাস্টোরাল সেটিংস দেখতে পাই.
Pastoralism Relates to the Romantic Vision: Pastoralism রোমান্টিক ভিশনের সাথে সংযুক্ত। অর্থাৎ পাস্তোরেলিজম মূলত রোমান্টিক কবিদের বৈশিষ্ট। ফ্রস্ট তার গ্রামীণ সেটিংস এর মাদ্ধমে রোমান্টিক ভিশন তুলে ধরেছেন।
Frost is Both a Pastoral and a Modern Poet: ফ্রস্ট শুধুমাত্র প্যাস্টোরাল কবিই নন. তিনি একজন আধুনিক কবিও বটে. তার কবিতায় গ্রামীণ দৃশ্যের পাশাপাশি আধুনিক থিম গুলিও চিত্রিত হয়েছে।
আরো পড়ুনঃWhy Did Frost Choose the Less Travelled Road?(বাংলায়)
Rural Characters: ফ্রস্ট তার কবিতায় গ্রামীণ মানুষদের কে তুলে ধরেছেন। তার কবিতা ‘Apple Picking’ এ তিনি একজন গ্রামীণ ক্লান্ত কৃষক কে তুলে ধরেছেন।
ফ্রস্ট একজন প্যাস্টোরাল কবি কিন্তু অন্যদের চেয়ে ভিন্ন। কারণ তিনি গ্রামীণ দৃশ্যের মাদ্ধমে শুধু আনন্দ প্রকাশ করেন নি বরং সাধারণত এবং জটিলতার মধ্যে পার্থক্য দেখিয়েছেন।