Special Brief Suggestion Political Theory

1. রাষ্ট্রচিন্তার উন্মেষ সাধিত হয় কার মাধ্যমে? 

earn money

উত্তরঃ গ্রীক নগর রাষ্ট্রের মাধ্যমে।।

2. রেনেসাঁ শব্দের অর্থ কি? 

উত্তরঃ পুনর্জাগরণ।

3. রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে দার্শনিক পদ্ধতির তিনজন সমর্থকের নাম লিখ। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


উত্তরঃ প্লেটো, জ্যাঁ জ্যাক রুশো, টমাস হবস্।

4. এরিস্টটল ‘রাষ্ট্রজ্ঞিান’ কে কি নামে অভিহিত করেছেন? 

উত্তরঃ Politics.

5. ‘Political science begins and ends with the state’ -এ বক্তব্যটি কার? 

উত্তরঃ অধ্যাপক গার্নার-এর।

6. ‘রাষ্ট্রবিজ্ঞানের জনক’ বলে আখ্যায়িত করা হয় কাকে? 

উত্তরঃ এরিস্টটলকে।

7. এরিস্টটল রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি? 

উত্তরঃ The Politics

আরো পড়ুনঃ রাষ্ট্র ও সমাজের মধ্যকার সম্পর্ক উল্লেখ কর

8. ‘Wealth of the Nations’ গ্রন্থটির লেখক কে? 

উত্তরঃ এ্যাডাম স্মিথ।

9. ‘রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে’ – কে বলেছেন?

উত্তরঃ অধ্যাপক গেটেল।

10.  ‘যে সমাজবদ্ধ হয়ে বাস করে না, হয় সে পশু না হয় দেবতা’ উক্তিটি কার? 

উত্তরঃ এরিস্টটলের।

11. ইংল্যান্ডের ‘গৌরবময় বিপ্লব’ কত সালে সংঘটিত হয়? 

উত্তরঃ ১৬৮৮ সালে।

12.  ‘ফরাসি বিপ্লব’ কত সালে সংঘটিত হয়? 

উত্তরঃ ১৭৮৯ সালে।

13. Politics শব্দটি কোন ভাষার কোন শব্দ থেকে উদ্ভুত এবং এর অর্থ কী? 

উত্তরঃ গ্রীক শব্দ Police থেকে উদ্ভুত যার অর্থ নগর বা নগর রাষ্ট্র।

14. Foedus শব্দের অর্থ কি? 

উত্তরঃ সন্ধি বা মিলন।

15. সরকারের কয়টি বিভাগ এবং কি কি?

উত্তরঃ তিনটি- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

16. “গণতন্ত্র হল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের শাসন”- কার উক্তি?

উত্তরঃ আব্রাহাম লিংকন।

17. রাষ্ট্রের সবচেয়ে গুরত্বপূর্ণ উপাদান কোনটি? 

উত্তরঃ সার্বভৌমত্ব।

18. কোন দার্শনিক রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য করেননি? 

উত্তরঃ এরিস্টটল।

19. রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে ঐশ্বরিক মতবাদের মূলকথা কী? 

উত্তরঃ রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি।

20. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা-কারা?

উত্তরঃ হবস, লক এবং রচশো প্রমুখ।

আরো পড়ুনঃ সার্বভৌমত্ব কাকে বলে? সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণাটি লিখ

21. রাষ্ট্র সম্পর্কে সবচেয়ে বিজ্ঞানসম্মত এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে? 

উত্তরঃ অধ্যাপক গার্নার।

22. “Sovereignty is the supreme will of the state” -উক্তিটি কার? 

উত্তরঃ উইলোবির।

23. ‘আমিই রাষ্ট্র’ -উক্তিটি কার? 

উত্তরঃ ফরাসি সম্রাট চতুর্দশ লুই-এর।

24. রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি?

উত্তরঃ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।

25. State শব্দটি কোন ভাষার কোন শব্দ থেকে এসেছে? 

উত্তরঃ ফরাসী শব্দ Lo Stato থেকে।

26. Demos ও Kratia শব্দের অর্থ কি? 

উত্তরঃ যথাক্রমে জনগণ ও শাসন।

27. “Law is the passionless reason” – মতামতটি কে দিয়েছেন? 

উত্তরঃ এরিস্টটল।

28. ‘Sovereignty’ শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? 

উত্তরঃ Supreanus/Supreannus.

29.  অস্টিন কোন গ্রন্থে তাঁর সার্বভৌমত্বের মতবাদ তুলে ধরেছেন? 

উত্তরঃ ‘Lectures on Jurisprudance’ গ্রন্থে।

আরো পড়ুনঃ আইন কাকে বলে? আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক লিখ

30. আইনের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে? 

উত্তরঃ উড্রো উইলসন।

31. আইনের তিনটি উৎস লিখ। 

উত্তরঃ প্রথা, আইনসভা, আইন বিষয়ক গ্রন্থ।

32. জন স্টুয়ার্ট মিল লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? 

উত্তরঃ On Liberty

33.  ‘Man is born free, but everywhere he is in chains’ – উক্তিটি কে করেছেন? 

উত্তরঃ রুশো।

34.  ‘নিয়ন্ত্রণ থাকার কারণেই স্বাধীনতা রক্ষা পায়’- উক্তিটি কে করেছেন? 

উত্তরঃ উইলোবি।

35. ফরাসি বিপ্লবের মূলকথা কী ছিল? 

উত্তরঃ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

36. ‘Where there is no law, there is no freedom’ উক্তিটি কে করেছেন? 

উত্তরঃ জন লক।

37.  স্বাধীনতার তিনটি রক্ষাকবচ লিখ। 

উত্তরঃ আইন, গণসচেতনতা, শিক্ষা।

38.  ‘সাম্য ছাড়া স্বাধীনতা মূল্যহীন’- উক্তিটি কে করেছেন? 

উত্তরঃ রুশো।

39.  ‘আয় ও বৈষম্যের অনস্তিত্ব’-কোন ধরণের সাম্যের মূলকথা?

উত্তরঃ অর্থনৈতিক সাম্যের।

40. সাম্য শব্দের অর্থ কি? 

উত্তরঃ সমতা।

41. প্রফেসর লাঙ্কি কোন গ্রন্থে অধিকার সম্পর্কে আলোচনা করেছেন?

উত্তরঃ ‘A Grammar of Politics’ গ্রন্থে।

42. ‘Elite’ -শব্দের মূল অর্থ কী? 

উত্তরঃ Choice বা পছন্দ।

43. ‘আমরা যা তাই আমাদের সংস্কৃতি’- উক্তিটি কোন সমাজবিজ্ঞানী করেছেন? 

উত্তরঃ অধ্যাপক ম্যাকাইভার।

আরো পড়ুনঃ Special Brief Suggestion Political Theory

44. জাতীয়তাবাদের চারটি বৈশিষ্ট্য লিখ। 

উত্তরঃ মানসিক ঐক্য, রাজনৈতিক চেতনা, ভিন্নতা, ঐক্যবদ্ধতা।

45. কাকে জাতীয়তাবাদের জনক বলা হয়? 

উত্তরঃ নিকোলো মেকিয়াভেলীকে।

46. ইতালীয় জাতীয়তাবাদের জনক কে? 

উত্তরঃ ম্যাৎসিনি।

47. ‘Nation’-শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং এর অর্থ কী? 

উত্তরঃ ল্যাটিন শব্দ ‘Natio’ বা ‘Natus’ থেকে যার অর্থ জন্ম।

48. প্যারাটোর লিখিত গ্রন্থের নাম কী? 

উত্তরঃ The Mind and Society.

49. মস্কা’র লিখিত গ্রন্থের নাম কী? 

উত্তরঃ The Ruling Class.

50. “The Man and Society”-গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তরঃ John Plamenatz.

51. ম্যাক্স-ওয়েবার তার কোন গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন?

উত্তর: ‘Essays in Sociology’ নামক গ্রন্থে।

52.  আমলাতন্ত্রের জনক কে?

উত্তরঃ ম্যাক্স-ওয়েবার।

53. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? 

উত্তরঃ কার্ল মার্কস।

54. কোন দার্শনিকের নীতির ভিত্তিতে প্লেটো তাঁর রাষ্ট্রদর্শন রচনা করেন? 

উত্তরঃ সক্রেটিসের।

55. প্লেটোর সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ কোনটি?

উত্তরঃ The Republic.

56.  প্লেটোর গুর কে ছিলেন?

উত্তরঃ সক্রেটিস।

57. প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী? 

উত্তরঃ একাডেমী।

58. গণতন্ত্রের মহান নায়ক কে? 

উত্তরঃ পেরিক্লিস।

59. অবরোহ পদ্ধতি কী?

উত্তরঃ পূর্ব নির্ধারিত বা পূর্ব কল্পিত সূত্র প্রয়োগ।

60.  প্লেটোর মতে রাষ্ট্রীয় জীবনে কতটি শ্রেণি বিদ্যমান? 

উত্তরঃ তিনটি- দর্শনিক, যোদ্ধা ও উৎপাদক শ্রেণি।

61. প্লেটোর শিক্ষাব্যবস্থা প্রধানতঃ কত ভাগে বিভক্ত? 

উত্তরঃ ২ ভাগে- প্রাথমিক ও উচ্চশিক্ষা।

62. প্লেটোর কোন গ্রন্থকে সর্বাত্মকরাদের নীল নক্সা বলা হয়? 

উত্তর: The Republic.

আরো পড়ুনঃ

63. “Know thyself”- উক্তিটি কার? 

উত্তরঃ সক্রেটিসের।

64.  প্লেটোর বিখ্যাত তিনটি গ্রন্থের নাম লিখ।

উত্তরঃ The Republic, The Statesman, The Laws.

65. আরোহ পদ্ধতি কী?

উত্তরঃ অনুসন্ধান, পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণ তথা বৈজ্ঞানিক পদ্ধতি।

66.  এরিস্টটলের সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ কোনটি?

উত্তরঃ The Politics.

67. এরিস্টটল উদ্দেশ্যের ভিত্তিতে সরকারকে কত ভাগে ভাগ করেছেন ও কী কী?

উত্তরঃ ২ ভাগে- স্বাভাবিক ও বিকৃত।।

68.  পরিবার সম্পর্কে এরিস্টটলের মত কী? 

উত্তরঃ সম্পূর্ণ স্বাভাবিক ও প্রাকৃতিক।

69. এরিস্টটলের মতে রাষ্ট্রের রোগ কোনটি? 

উত্তরঃ বিপ্লব।

70.  এরিস্টটলের মতে নিকৃষ্টতম সরকার কোনটি? 

উত্তরঃ গণতন্ত্র।

71. সেন্ট অগাস্টিনের মতে রাষ্ট্র কত প্রকার? 

উত্তরঃ ২ প্রকার-পার্থিব ও বিধাতার রাষ্ট্র।

72. মধ্যযুগের দুজন দার্শনিকের নাম লিখ।

উত্তরঃ সেন্ট অগাস্টিন ও সেন্ট টমাস একুইনাস।

73. ‘বিধাতার রাষ্ট্র’ ধারণাটি কে দিয়েছেন? 

উত্তরঃ সেন্ট অগাস্টিন।

74. সেন্ট টমাস একুইনাসের সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ কোনটি? 

উত্তরঃ Summa Theologica.

75. সেন্ট টমাস একুইনাসকে কী নামে অভিহিত করা হয়? 

উত্তরঃ মধ্যযুগের এরিস্টটল।

76.  সেন্ট টমাস একুইনাস আইনকে কত ভাগে ভাগ করেছেন? 

উত্তরঃ চার ভাগে- শাশ্বত, প্রাকৃতিক, ঐশ্বরিক ও মানবিক আইন।

77. আধুনিকযুগের প্রথম চিন্তাবিদ কে?

উত্তরঃ নিকোলো ম্যাকিয়াভেলী।

78.  রেঁনেসা শব্দের অর্থ কী?

উত্তরঃ পুনর্জাগরণ।

79. আধুনিকযুগের প্রথম চিন্তাবিদ কে?

উত্তরঃ নিকোলো ম্যাকিয়াভেলী।

80.  রেঁনেসা শব্দের অর্থ কী?

উত্তরঃ পুনর্জাগরণ।

81. কে প্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন?

উত্তরঃ ম্যাকিয়াভেলী।

82.  ম্যাকিয়াভেলীর সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ কোনটি?

উত্তরঃ The Prince.

83.  আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?

উত্তরঃ ম্যাকিয়াভেলী।

84.  টমাস হবস্ত্রে একটি বিখ্যাত গ্রন্থের নাম কি?

উত্তরঃ The Leviathan. (১৬৫১ সালে প্রকাশিত)।

85.  ‘মানবপ্রকৃতি’ সম্পর্কে হবস্ত্রে ধারণা কী?

উত্তরঃ মানুষ স্বভাবতই স্বার্থপর, আত্মকেন্দ্রিক, লোভী এবং আত্মসুখ সন্ধানকারী।

86. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে কে? 

উত্তরঃ হবস, লক এবং রুশো।

87. ‘আধুনিক উদারতাবাদের বাইবেল’ বলে খ্যাত লকের কোন গ্রন্থ? 

উত্তরঃ Two Treatises On Civil Government’ -গ্রন্থটি।

88. জন লক চুক্তির পরিবর্তে কোন শব্দ ব্যবহার করেছেন? 

উত্তরঃ জিম্মাদারিত্ব।

89.  কাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়? 

উত্তরঃ জন লককে।

90.  সম্মতি তত্ত্ব কে দিয়েছেন? 

উত্তরঃ জন লক।

আরো পড়ুনঃ Political Theory Suggestion Exam 2023

91. আধুনিক গণতন্ত্রের জনক কে? 

উত্তরঃ জন লক।

92. সামাজিক চুক্তি মতবাদটি রুশোর কোন গ্রন্থে আলোচিত হয়েছে?

উত্তরঃ The Social Contract.

93.  ” Man is born free, but everywhere he is in chains” -উক্তিটি কে করেছেন? 

উত্তরঃ রুশো।

94.  রুশোর The Social Contract গ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়? 

উত্তরঃ ১৭৬২ সালে।

95.  ‘সাধারণ ইচ্ছাতত্ত্ব’ টি কার? 

উত্তরঃ রুশো

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক