fbpx

Structure of Report Writing

Structure of Report Writing

…….(Title) …….
(কে লিখছে, কবে, কখন লিখছেঃ) ….………….. এখানে ২-৩টি বাক্য দিয়ে Introduction দিতে হবে। ………………………………………………………………………………………………………….
Description:…………………………………………………………………………………………………সম্পূর্ণ বর্ণনা দিতে হবে । এখানে একাধিক প্যারা দিবেন। প্যারা গুলো ছোট ছোট চেষ্টা করার করবেন।……………………………………………………………………………………………..
Conclusion: …………………………………………………………………………………………..এখানে অন্নের মতামত দিতে হবে। কখন নিজের  দেয়া যাবেনা।……………………………………….…………………………………….……………………………………………………………………

Report শব্দের বাংলা অর্থ প্রতিবেদন বা কোন তথ্যের বা কোন ঘটনার বিবরণ। কোন সমস্যা বা কোন ঘটনার জন্য পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয় তাহাই মূলত Report.

আরো পড়ুনঃ Write a letter to your parents about your feelings about reading English literature.

Report সাধারণতঃ দুই ধরণের হয়ে থাকে। যথাঃ

a. General Reporting:  কোন বিষয়ে তথ্য সমৃদ্ধ রেফারেন্স সম্বলিত যে প্রতিবেদন তাহাই মূলত General Reporting

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


b. News Report: আর কোন ঘটনার আলোকে জনসাধারণকে পত্রিকার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করা হয় তাহাই News Report.

একটি Report এর ৪টি গুরুত্বপূর্ণ অংশ আছে যথাঃ

1. Caption /Headline বা শিরোনামঃ অর্থাৎ report এর অবশ্যই একটি Caption /Headline বা শিরোনাম থাকতে হবে। Caption /Headline বা শিরোনাম এর পরই report লেখার শুরুতে একটি source বা উৎস, date বা তারিখ, এবং place বা স্থানের নাম উল্লেখ থাকবে।

আরো পড়ুনঃ Write a letter to your brother telling him about the bad effects of smoking.

2. Introduction (সূচনা) : paragraph এর মত report এর একটা ভূমিকা থাকবে।

3. Description (বর্ণনা) : অতঃপর report যে বিষয়ের তার উপর একটি সংক্ষিপ্ত বর্ণনা থাকবে।

google news

4. Conclusion (উপসংহার) : সর্বোপরি একটি Conclusion থাকবে।

N.B.: Report ১ এর অধিক পৃষ্ঠা লিখা যায়।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক