fbpx

Suggestion of Introduction to Social Work Exam 2023

Suggestion of Introduction to Social Work Exam 2023

খ-বিভাগ

১. সমাজকর্মের লক্ষ্যসমূহ লেখো।

২. সমাজকর্ম কি? সমাজকর্মের বৈশিষ্ট্য আলোচনা কর?

    অথবা, বাংলাদেশে সমাজকর্মের বৈশিষ্ট সমূহ আলোচনা করো।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


৩. বিভারিজ রিপোর্টের পঞ্চদৈত্ত ও সুপারিশসমূহ আলোচনা করো।

৪. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের গুরুত্ব লিখো।

৫. দান সংগঠন সমিতি কি? এর মূল লক্ষ্য ও কার্যক্রম গুলো লিখ। 

৬. সমাজ সংস্কার কাকে বলে?

৭. আলীগড় আন্দোলনের উদ্দেশ্যসমূহ লেখো।

৮. সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝ?

google news

৯. সামাজিক আইন কাকে বলে এবং উহার উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো।

১০. ১৯৮৫ সালের পারিবারিকী অধ্যাদেশ এবং তার ধারা সমূহ বর্ণনা করো।

১১. শিশু কল্যাণ কাকে বলে? শিশু কল্যাণ আইনের স্বরূপ ব্যাখ্যা করো।

১২. পেশা কাকে বলে?

১৩. শিল্প বিপ্লব কাকে বলে? মানব ইতিহাসে শিল্প বিপ্লবের প্রভাব বর্ণনা করো।

১৪. নগরায়নের প্রভাবসমূহ লিখো।

১৫. সামাজিক সমস্যা কাকে বলে? সামাজিক সমস্যার বৈশিষ্ট এবং তা দূরীকরণের উপায় করো।

১৬. সমাজ সেবা কাকে বলে? সমাজ সেবার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো।

১৭. দারিদ্রের দুষ্টুচক্র কাকে বলে?

১৮. দারিদ্রের কারণ ও তা দূরীকরণের উপায় উল্লেখ করো।

১৯. সমাজকর্ম পদ্ধতি কাকে বলে? বাংলাদেশে সমাজ কর্ম পদ্ধতির গুরুত্বসমূহ লেখো।

২০. সমষ্টি সংগঠন কাকে বলে? এর উপাদানগুলো আলোচনা করো।

২১. সমাজকর্ম গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার প্রয়োজনীয়তা/ গুরুত্ব ব্যাখ্যা কর।

২২. সমষ্টি উন্নয়ন পদ্ধতি কি?

আরো পড়ুনঃ দল সমাজকর্ম কি? দল সমাজকর্মের উপাদানগুলো কী কী?

গ-বিভাগ  

১. সমাজকর্ম কি? সমাজকর্মের পরিধি/পরিসর/ বিষয়বস্তু/ ক্ষেত্রসমূহ আলোচনা কর।

২. সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক নিরূপণ করো।

৩. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্য, গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো।

৪. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের পটভূমি কী? এই আইনের বৈশিষ্ট্য গুলি বর্ণনা কর।

৫. নারী কল্যাণ ও সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর।

৬. সমাজকল্যাণ ও সমাজ সংস্কার এবং শ্রমিকদের কল্যাণ সাধনে শেরে বাংলা একে ফজলুল হকের অবদান ব্যাখ্যা কর।

৭. সামাজিক আইন কি? ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন সম্পর্কে আলোচনা কর।

৮. ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন কি? সমালোচনা সহ এই আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো বর্ণনা কর।

৯. পেশা বলতে কি বুঝ এবং এর বৈশিষ্ট্য কি? পেশাদার সমাজকর্মের বিবর্তন বা বিকাশ আলোচনা কর।

১০. মানুষের আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা কর।

১১. কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের কার্যাবলী আলোচনা কর।

১২. মাদকাসক্তি কি? এ সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।

১৩. কিশোর অপরাধ কি? কিশোর অপরাধের কারণ গুলো আলোচনা কর। অথবা, বাংলাদেশের কিশোররা কি কি কারণে অপরাধের প্রতি ঝুঁকে পড়ছে তা আলোচনা কর। ✪ ✪ ✪

১৪. বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায় সমূহ বর্ণনা কর।

আরো পড়ুনঃ গ্রামীণ সমাজসেবা কি? বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কার্যক্রম গুলোর বর্ণনা দাও।

১৫. গ্রামীণ সমাজসেবা কি? বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কার্যক্রম গুলোর বর্ণনা দাও।

১৬. মৌলিক পদ্ধতি কি? সমাজকর্মের মৌলিক ও সাহায্যকারী পদ্ধতিগুলো কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত তা উদাহরণসহ আলোচনা কর।

১৭. দল সমাজকর্ম কি? দল সমাজকর্মের উপাদানগুলো কী কী?

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক