fbpx

The Birches Bangla Summary

The Birches (a kind of tree)

Title: The Birches

Poet: Robert Frost (1874-1963)

Written: Between 1913 and 1914. The poem was later included in Frost’s third collection of poetry, Mountain Interval.

Form: 59 lines of blank verse

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Setting: Rural New England

Themes

Nostalgia, The Joy of Childhood, Harsh Reality of Adulthood, Escape

Symbol: Swinging of Birch Trees. It symbolizes the youthful ability to find joy and excitement.

Bangla Summary

এই কবিতায় কবি বার্চ গাছ নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি যখন বাঁকানো বার্চ গাছগুলোর দিকে তাকান, তখনই ভাবনায় ডুবে যান। তুষার ঝড়ের কারণে গাছগুলো এভাবে নত হয়ে গিয়েছে। কিন্তু তিনি ভাবতে পছন্দ করেন যে, কোনো বাচ্চারা হয়তো দোল খেতে গিয়ে গাছটি বেঁকে গিয়েছে।

কবি বলেছেন, পাঠকদের অবশ্যই বরফাচ্ছাদিত বার্চ গাছ দেখা উচিত। সকালের সূর্যের আলোতে শিশিরের বিন্দুগুলো চিকচিক করে। বরফের ভরে গাছগুলো ভাঙেনা, বরং বেঁকে যায়। কিন্তু কবি এই তিক্ত সত্যকে গ্রহণ করতে নারাজ। তিনি বাস্তবতাকে উপেক্ষা করে কল্পনার আশ্রয় নিচ্ছেন এবং বাচ্চারা দোল খেয়ে এমন হয়েছে এটা ভাবতেই তিনি বেশ স্বাচ্ছন্দবোধ করছেন। তার কল্পনানুসারে, বাচ্চাটা প্রায়ই সব গাছেই এভাবে দোল খেয়ে গাছগুলোকে খুব সুনিপুণভাবে বাঁকা করেছে। তারা খুব ভালোভাবেই জানে এই গাছগুলোকে কিভাবে না ভেঙে বাঁকা করতে হয়। 

google news

এরপর কবি প্রকাশ করেন, তিনিও ছোটবেলায়  এভাবেই গাছে দোল খেতেন, এবং পুণরায় তা করার ইচ্ছা পোষণ করেন।  কারণ জীবনের বিভিন্ন দায়িত্ব পালন করতে করতে আজ তিনি ক্লান্ত। তিনি তার এই ক্লান্তি মুছে ফেলতেই আবারও ছোটবেলার সেই চিন্তামুক্ত দিনগুলোতে ফেরত যেতে চান। তিনি আবারও সেই গাছে উঠতে চান স্বর্গীয় সুখ অনুভবের জন্য। এখানে কবি মূলত তার জীবনের ক্লান্তি, দায়িত্ব ইত্যাদি থেকে দূরে যাওয়ার জন্য কল্পনার আশ্রয় নিয়েছেন।

Read Also: Mending Wall Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক