The Canonization Bangla Summary – বাংলা সামারি

“The Canonization” is a famous poem by English poet John Donne. Read the poem’s Bangla summary here.

earn money

“The Canonization” জন ডানের একটি বিখ্যাত কবিতা। এটি ডানের মৃত্যুর পর ১৬৩৩ সালে প্রকাশিত হয়েছে। খ্রিস্টানধর্মে চার্চ বা গির্জায় কোনো সাধারণ ব্যক্তিকে সাধু উপাধিতে ভূষিত করার পদ্ধতিকে ক্যানোনাইজেশন বলে। এই কবিতায় স্পিকার ও তার প্রেমিকার ভালোবাসা একজন ক্যানোনাইজড সাধুর মতই অমরত্ব লাভ করে।

Themes

  • The power and holiness of love
  • Poetry and Immortality

Symbols

The Phoenix

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Bangla Summary

কবিতার প্রথম ভাগে মাঝবয়সী স্পিকার তার ব্রিদ্রুপকারী বন্ধুকে চুপ করে থাকতে বলেছেন। কারণ তিনি তার প্রেমিকাকে ভালোবাসতে চান। আর ভালোবাসার মুহূর্তে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ পছন্দ করেন না। কোথায় কে কি করছে এতে তার কোনো সমস্যা নেই। তিনি শুধু একাকী তার প্রেমিকার কথা ভাবতে চান। তিনি সেই বন্ধুকে তার নিজের মন এবং সম্পদের দিকে তাকাতে বলেন। তিনি তাকে তার অবস্থান সম্পর্কে চিন্তা করতে পরামর্শ দেন। সেই ব্যক্তি চাইলে রাজার বিষয় নিয়েও ভাবতে পারেন। তার যা ভাবার সে ভাবুক এতে কবি বা স্পিকার পরোয়া করেন না। তিনি চান তার থেকে সবাই দূরে থাকুক।

এরপরে স্পিকার কিছু প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি প্রশ্ন করেন, তার ভালোবাসার দ্বারা কি কারো কোনো ক্ষতি হচ্ছে? বা তার দীর্ঘশ্বাস কি কোনো সামুদ্রিক ব্যবসায়ীর জাহাজ ডুবিয়ে দিয়েছে? নাকি তার চোখের পানিতে বন্যা বয়ে গেছে? অথবা তার ভালোবাসার শীতলতা বসন্তকে দূরে সরিয়ে দিচ্ছে? নাকি তার শরীরে বয়ে যাওয়া রক্তের উষ্ণতা প্লেগে মরে যাওয়া রোগীর সংখ্যা বাড়াচ্ছে? সৈন্যরা দিব্যি যুদ্ধ করে যাচ্ছে। ওদিকে আইনজীবীও তার মামলা লড়াই করে যাচ্ছে। কোনো কিছুই তো থেমে নেই। সব কিছুই নিজ গতিতে চলছে। তাহলে তিনি আর তার প্রেমিকা একান্ত সময় কাটালে মানুষের তো সমস্যা হওয়ার কথা না!

Read Alos: The Sun Rising

এখানে কবি কিছু তুলনামূলক কথা বলেছেন। তিনি বলেন, মানুষের যা ইচ্ছে হয় তাদের বলুক, তিনি কিছুই মনে করবেন না। কারণ তারা ভালোবাসার জন্যই এমন হয়েছেন। তিনি নিজেদের মোমবাতির সাথে তুলনা করেছেন যে নিজের ক্ষয়ের জন্য নিজেই দায়ী। নিজেদেরকে তিনি ঈগল ও কবুতরের সাথে তুলনা করেছেন। এছাড়াও তাদের প্রেমকে রূপকথার ফিনিক্সের সাথেও তুলনা করেছেন। তিনি এবং তার প্রেমিকা ভালোবাসায় রহস্যময়ভাবে মরেও যান, আবার জীবিতও হন। 

কবি বলেন, তারা যদি ভালোবেসে বাঁচতে না পারেন তবে মরে যেতেও দ্বিধা বোধ করবেন না। জরুরি না যে তাদের সমাধিফলকে তাদের প্রেমকাহিনী লেখা থাকতে হবে। বরং তাদের প্রেমকাহিনী এই কবিতার মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবে। সনেটের মধ্যেই তারা তাদের জায়গা করে নেবেন এবং এতেই তারা খুশি। একটি সুন্দর ঘটি যেমন মৃত মানুষের অস্থিকে মাহাত্ম্য দান করে ঠিক তেমনিভাবে কবিতা কবি ও তার প্রেমিকাকে মাহাত্ম্য দান করবে।

পরবর্তী প্রজন্ম তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং তাদের ভালোবাসার পবিত্রতাকে স্বীকৃতি দিবে। তারা কবির চোখকে আয়নার সাথে তুলনা করবে যেখানে সম্পূর্ণ পৃথিবীর প্রতিচ্ছবি ভেসে ওঠে। শহর, বন্দর সবখানে তারা দুজন ভালোবাসার প্রতীক হিসেবে অমর হয়ে থাকবেন।

Read Also: A Valediction: Forbidding Mourning

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক