fbpx

The Faerie Queene Bangla Summary – বাংলা সামারি

The Faerie Queene is an epic poem by Edmund Spenser. Here you can study The Faerie Queene Bangla summary of Book I, Canto I.

যা থাকছে

Bangla Summary

[দ্যা ফেইরি কুইন সামিরিটি আমরা কিছু পয়েন্টে ভাগ করে আলোচনা করেছি। পয়েন্টগুলো মনে রাখলে ঘটনাপ্রবাহ মনে রাখা সহজ হয়]

এই মহাকাব্যের (Epic) ভাল চরিত্রগুলো রিফরমেশন বা এঞ্জেলিকান চার্চের প্রতিনিধিত্ব করে এবং খারাপ চরিত্রগুলো রোমান ক্যাথোলিক চার্চের প্রতিনিধিত্ব করে।

এক, রেডক্রস নাইট ও লেডি ইউনার দুঃসাহসী যাত্রা

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


কবিতাটি একজন মহৎ সৈনিক বা যোদ্ধার ভ্রমণকাহিনী দিয়ে শুরু হয়। এই ভ্রমণে তার সঙ্গী হলো একজন নারী ও একজন বামন (Dwarf)। তিনি খ্রিস্টধর্মের আদর্শে বিশ্বাসী। তার পোশাক এবং ঢালে রেডক্রস খোদাই করা, তাই তাকে বলা হয় রেডক্রস নাইট। এই যোদ্ধা হলেন ন্যায়পরায়ণতা এবং পবিত্রতার প্রতীক।

এই সাহসী যোদ্ধার সফর-সঙ্গী হলো লেডি ইউনা। তারা লেডি ইউনার বাবা-মাকে একটি ড্রাগনের হাত থেকে রক্ষা করার জন্য অনেক অনেক দূরের পথ অতিক্রম করছে।

ইউনার বাবা-মা হলেন একটি রাজ্যের রাজা এবং রাণী, যাদেরকে একটি ড্রাগন বন্দি করে রেখেছে। এই মহাকাব্যে লেডি ইউনা হলো সত্যের প্রতীক। সে তার পিতা-মাতাকে রক্ষার জন্য কুইন গ্লোরিয়ানার কাছে সাহায্য চায়। সুতরাং, কুইন গ্লোরিয়ানা তাকে সাহায্য করার জন্য রেডক্রস নাইট কে দায়িত্ব দেন।

দুই, মনস্টার Error এর সাথে লড়াই

তারা ঘন বনের মধ্যে দিয়ে ভ্রমন করতে থাকে। শীঘ্রই ভারী বর্ষণ শুরু হয় ও প্রচন্ড ঝড়ো হাওয়া বইতে থাকে। তারা যাত্রা থামিয়ে আশ্রয় খুঁজতে বাধ্য হয়। কিন্তু যখন ঝড় শেষ হয়, তখন তারা ঘন বনের ভেতরে রাস্তা হারিয়ে ফেলে। রাস্তা খুঁজতে খুঁজতে তারা একটি গুহার সামনে এসে হাজির হয়। সাহসী রেডক্রস নাইট গুহায় প্রবেশ করতে চান কিন্তু লেডি ইউনা তাকে বিপদ সম্পর্কে সতর্ক করে। কিন্তু এই যোদ্ধাটি কোন কাপুরুষ নন বরং তিনি সাহসী যোদ্ধা। তাই তিনি গুহায় প্রবেশ করেন।

গুহার মধ্যে তিনি একটি মনস্টার বা দানব দেখতে পান। এই দানবের উপরের অংশ নারী-আকৃতির এবং লেজের দিকের অংশ সাপের মত। এই দানবটি হলো মনস্টার Error অর্থাৎ এটি ভুল-ভ্রান্তির প্রতীক। এই দানবের পাশে তার হাজার হাজার বাচ্চা রয়েছে। এটা দেখে রেডক্রস নাইট খুবই রাগান্বিত হয়ে যান এবং দানবকে আক্রমণ করেন। তিনি তরবারি দিয়ে দানবকে সজোরে আঘাত করেন। দানবটিও লড়াই করতে শুরু করে এবং একপর্যায়ে দানবটি রেডক্রস নাইটকে তার লেজ দিয়ে সজোরে জাপটে ধরে। এতে রেডক্রস নাইট বেশ বিপদে পড়ে যান। তখন লেডি ইউনা তাকে লড়াইয়ে ঘুরে দাঁড়াতে অনুপ্রেরণা দেয়। রেডক্রস নাইট তার তরবারি দিয়ে সজোরে দানবের গলায় আঘাত করেন। এতে দানবের গলা কেটে যায়। তার গলা দিয়ে বিষাক্ত কালো বর্ণের রক্ত বের হয়। দানবের বমিতে বিপুলসংখ্যক বই এবং কাগজপত্র থাকে যেগুলো রোমান ক্যাথলিকদের বিভ্রান্তমূলক ধর্মীয় লেখনীর সিম্বল। দানবের বাচ্চাগুলো এখন এই বিষাক্ত রক্ত শোষণ করা শুরু করে মারা যায়। অর্থাৎ রেডক্রস নাইট, যিনি ন্যায়ের প্রতীক, তিনি ভুল-ভ্রান্তির দানব অর্থাৎ মনস্টার Error কে পরাজিত করেন। এই বীরত্বের জন্য লেডি ইউনা তাকে অভিনন্দন জানায়।

google news

তিন, অ্যারকিমাগোর চক্রান্ত

পুনরায় তারা তাদের যাত্রা শুরু করে। তারা তাদের রাস্তা খুঁজে পায় এবং বন থেকে বের হতে সমর্থ হয়। তারা অনেক অনেক পথ অতিক্রম করে। অবশেষে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হয়। এই বৃদ্ধ লোকের পরনে ছিল কালো বর্ণের ডিলেডালা লম্বা পোশাক। তাকে ধার্মিক লোক মনে হচ্ছিল। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল তাই বৃদ্ধ লোকটি তাদেরকে তার কুঁড়েঘরে আশ্রয় দিতে চাইল। তার কুঁড়েঘর ছিল একেবারে জনমানব শূন্য এলাকায়। রেডক্রস নাইট এবং লেডি ইউনা আশ্রয় নিতে রাজি হলো কারণ তারা খুবই ক্লান্ত ছিল।

রাতের বেলা বৃদ্ধ লোকটি তাদের সাথে ধর্মীয় ব্যাপারে আলাপ করে। আলাপ শেষে রেডক্রস নাইট এবং লেডি ইউনা আলাদা আলাদা জায়গায় ঘুমাতে যায় এবং ঘুমিয়ে পড়ে।

তখন এই বৃদ্ধ লোকটির আসল রূপ প্রকাশ পায়। সে জাদুর বই বের করে এবং মন্ত্র পড়তে থাকে। এই ব্যক্তিটি হলো অ্যারকিমাগো। সে মন্দ এবং ভণ্ডামির প্রতীক। সে রোমান ক্যাথলিক পাদ্রীদেরকে প্রতিনিধিত্ব করে। সে লেডি ইউনা এবং রেডক্রস নাইটের মধ্যে বিভেদ তৈরির জন্য একটি চক্রান্ত করে।

অ্যারকিমাগো তার চক্রান্ত সফল করার জন্য দুজন খারাপ আত্মাকে আহবান করে। সে একটি আত্মাকে ঘুমের দেবতা মরফিয়াসের কাছে পাঠায় সেই দেবতার কাছ থেকে যৌন লিপ্সার খারাপ স্বপ্ন নিয়ে আসার জন্য। তারপর সে অপর আত্মাটিকে জাদুর মাধ্যমে লেডি ইউনার মত করে দেয়। তারপর সে খারাপ স্বপ্নটিকে রেডক্রস নাইটের মাথায় প্রবেশ করায় এবং ছদ্মবেশী আত্মাকে রেডক্রস নাইটের বিছানায় পাঠায়।

খারাপ স্বপ্ন দেখে রেডক্রস নাইটের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে লেডি ইউনা (ছদ্মবেশী আত্মা) তাকে চুম্বন দিতে উদ্যত হচ্ছে। রেডক্রস নাইট এই মহিলার এরকম চরিত্র দেখে বেশ হতাশ হয়ে পড়েন। তিনি ইউনাকে এরকম খারাপ কাজ করা থেকে বিরত থাকতে বলেন এবং দূরে সরিয়ে দেন। সুতরাং অ্যারকিমাগোর প্রথম চক্রান্ত ব্যর্থ হয়।

এভাবেই কবিতাটির বুক ১, ক্যান্টো ১ শেষ হয়। এই কবিতাটি একটি অ্যালেগোরিক্যাল (রুপক) কবিতা, যেখানে রুপক গল্পের মাধ্যমে রোমান ক্যাথলিক চার্চ ও পাদ্রীদের কপটতাকে তুলে ধরা হয়েছে।

Read Also: The Merchant of Venice Bangla Summary

Edmund Spenser (1552-1599)

Edmund Spenser
Image Source: Wikipedia

Edmund Spenser was born in 1552 in London. He is known as the poet’s poet. He studied at Cambridge University from 1569 to 1576. He had an abundance of classical knowledge. He is the inventor of the popular verse form “Spenserian Stanza”. He died in 1599 and he was buried at Westminster Abbey near Chaucer’s tomb.

Symbols & Key Notes

Publish: Book I-III was first published in 1590

Book IV-VI was published in 1596

Genre: Long Epic Poem, Allegorical Poem

Epic is a long narrative poem and it contains universal subject matter.

Stanza Form: Spenserian Stanza. Spenser invented this famous stanza form in this particular poem.

Rhyme Scheme: Spenserian Stanza is a 9-line stanza, rhyming ababbcbcc.

  • The Fairy Land represents England.
  • The Faerie Queene/ Queen Gloriana represents Queen Elizabeth I.
  • Lady Una is the symbol of Truth. She is the heroine of Book I.
  • Red Cross Knight is the symbol of Holiness and Righteousness. He is the hero of Book I.
  • Dwarf is the symbol of common sense which acts slowly when it is necessary.
  • Beast (Half Woman and Half Serpent) is the symbol of Error.
  • Archimago means arch-magician and it is the symbol of Evil and Hypocrisy.
  • Morpheus is the God of Sleep.
  • Sans Foy is a heathen who has no faith in Christian belief.
  • Duessa is the symbol of falsehood and duplicity or deceit. She represents Mary Queen of Scotland.

Read Also: Doctor Faustus Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক