fbpx

The Gyres Bangla Summary (বাংলায়)

The Gyres Bangla Summary (বাংলায়)

গায়ার হলো কোন কিছু কোন বৃত্তের কেন্দ্র থেকে শুরু হয়ে কনিক্স এর মতো করে উপরে উঠে যায়। আর সময়ের ব্যাবধানে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কবি ইতিহাসের প্রক্রিয়াকে এই চাকা ও গায়ারের সাথে তুলনা করেছেন। সভ্যতার শুরুতে যা ছিল  গাড় ও সংকির্ন কিন্তু বর্তমানে এটি বিস্তির্ণ হচ্ছে আর কেন্দ্রানুভুতি হারিয়ে ফেলছে।

সর্বশেষে কেন্দ্রের সাথে এর সম্পর্কহীনতা তৈরী হয়েছে। ইতিহাসের বর্তমান সময়কে তিনি এক প্রকারের দূঃস্বপ্ন, রক্তপাত, বিশৃঙ্খলা ও ধ্বংশের সাথে তুলনা করেছেন। কবি এখানে তিন হাজার বছরের ইতিহাস তুলে ধরেছেন। তার মতে পৃথিবীতে পূর্বের মূল্যবোধ ও ভালোবাসার চর্চা আবার ফিরে আসবে, গায়ার ও চাকার ঘুর্ননের মতো।

আরো পড়ুন: A dialogue of body and soul Bangla Summary (বাংলায়)

A gyre is something that starts from the center of a circle and goes up like a conic. And the radius of the circle increases with time intervals. The poet compares the process of history with these wheels and gears. What was at the beginning of civilization was dense and narrow but now it is expanding and losing its sense of centrality.

Finally, its disaffiliation with the center is created. He compared the present period of history to a kind of nightmare, bloodshed, chaos, and destruction. The poet has presented the history of three thousand years here. According to him, earlier values and practices of love will return to the world, like the turning of a wheel and a wheel.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুন: A prayer for my daughter Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক