fbpx

The Patriot Bangla Summary (বাংলায়)

Key Facts

  • Poet: Robert Browning (1812-1889) 
  • Title: “The Patriot”
  • Published Date: 1855, Men and Women
  • Genre: Poetry
  • Tone: Sorrowful and satirical 
  • Lines: 30
  • Literary Device: Irony, Imagery, Repetition, Hyperbole, Metaphor, Alliteration

Symbols

The Sun: Unattainable glory.

Themes

The Fickleness of Public Opinion: The poem shows how fast public opinion can be changed. At first, they admired the dedication of the patriot as a hero. Later, they forget everything and kill him.

Human weakness and Divine Mercy: Humans are weak and changeable. People only can find real redemption by turning towards God.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Read Also: Ode to Autumn Bangla Summary

Quotations

“Thus I entered, and thus I go!”

Exp: Once the patriot entered the city and was hailed in triumph. Today, he is going to the scaffold using the same road.

Stones at me for my year’s misdeeds.

Exp: The patriot does everything whatever he can do for the country. Now, all the men have forgotten his contribution and punished him as a traitor. 

Alack, it was I who leaped at the sun,

To give it my loving friends to keep!

Exp: On the day of execution, the patriot regrets. Because those for whom he did not hesitate to risk his life are executing him today.

google news

The Patriot Bangla Summary

“The Patriot” রবার্ট ব্রাউনিং এর লেখা একটি উল্লেখযোগ্য কবিতা। এটি প্রথম ১৮৫৫ সালে Men and Women কালেকশনে প্রকাশিত হয়। কবিতাটি মোট ছয়টি স্ট্যাঞ্জাতে বিভক্ত যা প্যাট্রিয়টের (দেশপ্রেমিক) জীবনের বিভিন্ন ধাপ তুলে ধরেছে। 

প্যাট্রিয়টের জীবনের সোনালী দিন: প্রথম স্ট্যাঞ্জাতে প্যাট্রিয়ট তার দেশের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেন। চারদিকে গোলাপের সমাহার দ্বারা প্যাট্রিয়টের ডেডিকেশন, আনন্দ, এবং ভালোবাসা ফুটে উঠেছে। সবাই তার অবদানের জন্য তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। তিনি দেশ ও দেশবাসীর প্রতি উচ্ছ্বসিত। তবে এই স্ট্যাঞ্জার শেষ লাইন থেকে আমরা বুঝতে সেই সোনালি দিনগুলো প্যাট্রিয়টের জীবনে এখন নেই, বরং এগুলো এক বছর আগের ঘটনা।

দ্বিতীয় স্ট্যাঞ্জাতে প্যাট্রিয়টের জীবনের এমন সময়ের কথা বলা হয়েছে যখন তিনি সবার কাছে একজন হিরো ছিলেন। সবাই তাকে অসম্ভব ভালোবাসতো। তিনি যা বলতেন সেটাই তারা করতে রাজি হত। প্যাট্রিয়টও তাদের জন্য নিজের সাধ্যের মধ্যে সবটুকু  করতে চান। তিনি সূর্যে লাফ দেয়ার মত সাহসী কাজও করতে পিছপা হবেন না। এর দ্বারা তিনি দুঃসাহসিক কাজ সম্পাদন করাকে বুঝিয়েছেন। 

দেশবাসীর বাস্তব চিত্র: তৃতীয় স্ট্যাঞ্জাতে আর আগের মত উৎসবমুখর পরিবেশ দেখা যায় না। লোকেরা কেবল সৌজন্যমূলক কথা বলেছিল এবং তাকে শ্রদ্ধা করার ভান করেছিল। তিনি একবার ব্যর্থ হওয়ায় লোকজন তাকে ট্রেইটর হিসেবে আখ্যায়িত করে। 

চতুর্থ এবং পঞ্চম স্ট্যাঞ্জাতে প্যাট্রিয়ট বলেন যে তার কাছে আর কিছুই নেই। মানুষ আর তার জন্য উল্লাস করে না। শাস্তিমঞ্চে দাঁড়িয়ে থাকার সময় অল্প সংখ্যক মানুষ তাকে শুধু দেখতে আসে। তার মৃত্যুদন্ড ধার্য্য হয়েছে। মানুষ তার দিকে পাথর ছুড়ে মারছে। যাদের জন্য তিনি নিজের আয়ত্তের সব কিছু করলেন, আজ তারাই তার সাথে অন্যায় করছে।

প্যাট্রিয়টের মৃত্যু: শেষ স্ট্যাঞ্জাতে প্যাট্রিয়টের মৃত্যুকে তুলে ধরা হয়েছে। তার মনে কোনো ক্ষোভ বা দুঃখ নেই। বরং তিনি খুশি যে তিনি গডের কাছে যাচ্ছেন। অন্ততপক্ষে গড তার সাথে অন্যায় করবেন না বলে আশা রাখেন।

Read Also: Ulysses Bangla Summary

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক