The shield of Achilles Bangla Summary (বাংলায়)

The shield of Achilles Bangla Summary (বাংলায়)

গ্রীক মিথোলোজির উপড় ভিত্তি এই কবিতা লিখা হয়েছে। হোমারের ইলিয়াড থেকে আংশিক ধারণা নিয়ে আডেন এই কবিতা লিখেছেন। যেখানে গ্রীক দেবী থেটিস তার ছেলে একিলিসের জন্য একটা শিল্ড বানিয়ে নিতে চেয়েছিলেন। এজন্য তিনি কামার দেবতা হেফাস্টাসের কাছে যান। থেটিস চেয়েছিলেন সেই শিল্ডে থাকবে রোমান্টিক অর্নামেল্টাল কোন কিছু যা মূলত সুখ এবং শান্তিকে নির্দেশ করবে।

earn money

কিন্তু হেফিস্টাস এটা করেননি। তিনি সেই শিল্ডে নির্জনতা ও যুদ্ধের ভয়াবহতার প্রতিক এঁকে দিয়েছেন। থেটিস চেয়েছিল তার ছেলে Achilles যখন যুদ্ধ করবে, তখন এই শিল্ডের কারণে সবার নজর তার দিকে পরবে। থেটিস মনে করেছিল, এই যুদ্ধ শেষে একটা শান্তির পৃথিবী হবে। তবে হেফাস্টাসের বানানো শিল্ড দেখার পরে তার এই চিন্তা ভাবনা একদম বদলে গেল। সে এই যুদ্ধের ভয়াবহতা বুঝতে পারলো এবং এই যুদ্ধের পরিণাম কতটা ভয়াবহ হবে তা ভাবতে শুরু করলো।

আরো পড়ুন: In memory of WB Yeats Bangla Summary (বাংলায়)

আসলে এটি একটি সিম্বলিক কবিতা। এখানে ট্রয়ের যুদ্ধের মধ্যে দিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে বোঝানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর অবস্থা কেমন হয়েছিল, তা এই কবিতার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। এই কবিতার মাধ্যমে কবি বুঝিয়েছেন পৃথিবীর মানুষ কতটা স্বার্থপর এবং নির্মম।

মানুষের মধ্যে জাতীয়তাবাদ চেতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর ফলে মানুষ একে অপরের সাথে যুদ্ধ করছিল এবং রক্ত নিয়ে খেলা করছিল। হাফাস্টাস Achilles এর জন্য তৈরি করার শিল্ড যেভাবে তৈরি করেছিলেন, বর্তমান পৃথিবীর মানুষের ন্যাশনালিজম সেভাবে তুলে ধরা হয়েছে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুন: Lullaby Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

2 COMMENTS

  1. “No one was cheered and nothing was discussed,
    Column by column, in a cloud of dust.” 💝💝💝

    I am from Gaibandha Govt College. Break a leg sir.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক