“The Sun Rising” is a metaphysical love poem, written by the English poet John Donne (1572-1631). This poem was published after his death, in the 1633 collection of Songs and Sonnets. Let’s take a look at The Sun Rising Bangla summary.
Bangla Summary
“The Sun Rising” জন ডানের একটি মেটাফিজিকাল কবিতা। এই কবিতার থিম হচ্ছে Love (প্রেম)। এখানে (conceit, personification, and hyperbole) এর মতো ফিগার্স অব স্পিচ এর ব্যবহার করা হয়েছে। ABBACDCDEE হচ্ছে কবিতাটির রাইম স্কিম। এই কবিতায় কবি তার প্রিয়তমার প্রতি গভীর প্রেম এবং তাদের ভালোবাসার মুহূর্তটা কত উচ্চমানের তা প্রকাশ করেছেন।
প্রথম স্তবকে কবি সূর্যকে একজন বৃদ্ধ, মূর্খ ও অশান্ত বলে সম্বোধন করেছেন। তিনি সূর্যকে বলেন যেন সূর্যটি তাকে এবং তার প্রেমিকাকে বিরক্ত না করে। তারা ভালবাসা উপভোগ করতে চান। সূর্যের চলার গতি অনুযায়ী তাদের প্রেম করতে হবে এমন কোনো নিয়ম নেই। অর্থাৎ, সকাল হয়েছে বলেই যে প্রেমিকাকে ছেড়ে বিছানা ত্যাগ করতে হবে এমন কোনো কথা নেই। সূর্যকে তিনি স্কুলের ছেলে, শিক্ষানবিস, শিকারী এবং পিঁপড়াদের কাছে যেতে বলেন। সূর্য যেন তাদেরকে আলোক রশ্মি দিয়ে সক্রিয় করে এবং ঘুম ভাঙিয়ে দেয়, কারণ তাদের সকালে উঠতে হয়। কবির কাছে ভালবাসার কোনো প্রকার সীমাবদ্ধতা নেই।
দ্বিতীয় স্তবকে কবি বলেছেন, সূর্য-রশ্মির এত বড়াই শোভা পায়না। কারণ কবি চোখের পাতা বন্ধ করলেই সব রশ্মি উধাও হয়ে যাবে। কিন্তু তিনি তা করবেন না। কারণ তিনি তার প্রিয়তমার মুখের দিকে তাকানো থেকে এক পলকের জন্যও বিরত থাকতে চান না। তারপর তিনি আশঙ্খা করেন যে তার প্রিয়তমার চোখের দিকে তাকালে সূর্যই অন্ধ হয়ে যাবে। এবার কবি সূর্যকে বলেন যে এই পুরো পৃথিবীটাই এখন কবির পাশে শুয়ে রয়েছে।
তৃতীয় স্তবকে কবি বুঝিয়েছেন তাদের ভালবাসা এতটাই ত্রুটিহীন ও পূর্ণাঙ্গ যে তাদের আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, বরং পুরো পৃথিবীটাই এখন কবির বেডরুমে বিদ্যমান। তাই বুড়ো সূর্যের আর কষ্ট করে অন্যত্র কিরণ দেয়ার দরকার নেই। সূর্যের দায়িত্ব হচ্ছে পুরো পৃথিবীতে কিরণ দেয়া, আর সে কবির বেডরুমে কিরণ দেয়ার মাধ্যমেই সেই দায়িত্ব সম্পন্ন করতে পারবে।
Read Also: The Faerie Queene Bangla Summary