The Tempest Bangla Summary (বাংলায়)

The Tempest Bangla Summary (বাংলায়)

তো আমরা সম্পূর্ণ বাংলা সামারি মাত্র চারটি পয়েন্টে খুব ভালোভাবেই বুঝতে পারবো।

earn money

১. ঝড়ের দৃশ্য

২. প্রসপেরোর অতীতের গল্প

৩. এন্টোনিও  ও সেবাস্টিয়ান এর চক্রান্ত

৪. হ্যাপি এন্ডিং

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


তো চলুন এবার মূল সামারি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা যাক।

১. ঝড়ের দৃশ্য

তিউনিসিয়ার রাজপুত্র এবং অ্যালোন্সোর মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন করে । তিউনিসিয়া নামক উত্তর আফ্রিকার দেশ থেকে ফিরে আসা একটি জাহাজ একটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে। সমুদ্রে প্রচন্ড ঝড় উঠলে জাহাজটি ভেঙ্গে যায়। কিন্তু ঝড়টি একটি জাদুকরী সৃষ্টি, যা প্রসপেরোর নির্দেশে স্পিরিট এরিয়েল দ্বারা তৈরি করা হয়েছিল।  প্রসপেরোর একসময় মিলানের ডিউক ছিলেন। তার ভাই এন্টোনিও নেপলসের রাজা অ্যালোন্সোর সহায়তায় তার রাজ্য দখল করেছিল।

সমুদ্রে জাহাজের ধ্বংসাত্মক অবস্থা দেখে, মিরান্ডা তার বাবা প্রসপেরোকে কিছু করতে বলে। কিন্তু প্রসপেরো হাসিমুখে তার মেয়েকে জাহাজ এবং যাত্রীদের নিয়ে চিন্তা না করতে বলে। মিরান্ডা কারণ তখন জানতে চায়। তারপরে প্রসপেরো মনে করে যে, সত্য প্রকাশ করার এটাই সঠিক সময়। 

২. প্রসপেরোর অতীতের গল্প

তিনি তার মেয়ে মিরান্ডাকে বলতে শুরু করেন যে, ১২ বছর আগে তাকে এবং মিরান্ডাকে তার ভাই এন্টোনিও  রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল এবং সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, যাতে তারা মারা যায়। কিন্তু সৌভাগ্যবশত, তারা একটি দ্বীপে আটকা পড়েছিল এবং গঞ্জালো তাদের বেঁচে থাকার জন্য জাহাজে খাবার ও বই দিয়ে সাহায্য করেছিল। এই কারণেই প্রসপেরো, এন্টোনিও এবং অ্যালোন্সোর উপরে প্রতিশোধ নিতে চায় যারা মূলত অপরাধী।

এরপর প্রসপেরো জাদুর সাহায্যে মিরান্ডাকে তিনি ঘুম পাড়িয়ে দেন। আর স্পিরিট এরিয়েলকে ডেকে নেন। আসলে প্রসপেরো এর নির্দেশেই এরিয়েল সমুদ্রে ঝড় তুলেছিল। অর্থাৎ প্রসপেরো এর গোলাম হচ্ছে এরিয়েল। তো প্রসপেরো এরিয়েলকে জাহাজের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। এরিয়েল বলে প্রসপেরো যেমনটা বলেছে, ঠিক সেভাবেই এরিয়েল কাজ করেছে। তখনি এরিয়েল বলে, “মালিক আপনি আমাকে বলেছিলেন, আমি ভালো করে কাজ করলে আপনি আমাকে মুক্ত করে দেবেন। আপনি আমাকে কবে মুক্ত করবেন”? তখন প্রসপেরো তাকে বলে,”এরিয়েল, তুমি তোমার অতীতের কথা ভুলে যেও না। এই দ্বীপে তুমি সাইকোরেক্স ডাইনির অধীনে আটকা পড়ে ছিলে। আমি সাইকোরেক্সকে হত্যা করে তোমাকে মুক্ত করেছি”।

এই কথা শুনে এরিয়েল তার কাছে ক্ষমা চেয়ে তার আদেশ মতো আবারো সমুদ্রে চলে যায়। এরিয়েল যেহেতু একজন স্পিরিট ছিল তাই সে নিজেকে সবসময় গায়েব করেই চলতো। এখানে আপনাদের ক্যালিবান সম্পর্কে একটু জানাতে চাই। ক্যালিবান প্রসপেরোর উপরে খুব রাগান্বিত ছিল। কারণ প্রসপেরো এখানে আসার আগে এই দ্বীপে তার মা সাইকরেক্স এর রাজত্ব ছিল। তবে প্রসপেরো ক্যালিবানকে নিজের ছাত্র বানিয়ে তাকে শিক্ষিত করতে থাকে। আর বিভিন্ন কাজ করিয়ে নেয়। তবে সে একবার মিরান্ডাকে রেপ করার চেষ্টা করেছিল। 

তো এরিয়েল সেখানেই গিয়েছিল, যেখানে জাহাজ ঝড়ের কবলে ভেঙে গিয়েছিল। আর সে আলোন্সো এর ছেলে ফার্ডিনান্ডকে প্রসপেরোর কাছে নিয়ে আসে। মিরান্ডা তখন ফার্ডিন্যান্ডকে দেখতে পায়। সে ফার্ডিন্যান্ড কে দেখে হতবাক হয়ে যায়। কারণ এর আগে সে তার জীবনে তার বাবা ছাড়া আর কোন পুরুষকে দেখেনি। এমনকি কোন মানুষকেই দেখেনি। তাকে দেখা মাত্রই সে তার প্রেমে পড়ে যায়। তো প্রসপেরো এবার ফার্ডিন্যান্ডকে তার দাস বানিয়ে ফেলে। এদিকে ফার্ডিন্যান্ডের বাবা অ্যালোন্সো, সেবাস্তিয়ান ও এন্টোনিও  সহ যারা ছিলেন, জ্ঞান ফিরলে সবাই নিজেদের একটা দ্বীপে নিরাপদে দেখতে পেলেন। তবে অ্যালোন্সো মনে করলো, এই ঝরে তার ছেলে ফার্ডিন্যান্ড মারা গেছে। তাই সে কান্না করতে শুরু করলো। এই জায়গায় এরিয়েল এসে তাদের খুব সুন্দর একটা মিউজিক শোনায় এবং তারা সবাই ঘুমিয়ে পড়ে।

আরো পড়ুন: Julius Caesar Bangla Summary (বাংলায়)

৩. এন্টোনিও  ও সেবাস্টিয়ান এর চক্রান্ত

তো যাই হোক তারা ছিল দ্বীপের অন্যপ্রান্তে। যেখানে প্রসপেরো ছিল আরেক প্রান্তে। এই জায়গায় এন্টোনিও অ্যালোন্সো এর ছোট ভাই সেবাস্টিয়ানকে প্রলুব্ধ করতে থাকে। সে তাকে বলে, তুমি তোমার ভাই অ্যালনসোকে ঘুমের মধ্যেই মেরে ফেলো। এতে করে তুমি নেপলসের রাজা হয়ে যাবে। আসলে এই একই কাজ এন্টোনিও তার ভাই প্রসপেরোর সাথেও করেছিল। তখনি এরিয়েল অ্যালোনসোকে জাগিয়ে দেয়, যাতে তারা তাকে হত্যা করতে না পারে।

তো দ্বীপের অপরপ্রান্তে ক্যালিবান অ্যালোন্সো এর কর্মচারী স্টিফানো ও ট্রিনকুলো এর সাথে দেখা করে। এরা দুইজন ক্যালিবান কে মদ খেতে দেয়। তাই ক্যালিবানের কাছে তারা দুজন মহৎ হয়ে যায়। তো ক্যালিবান তাদের দুজনকে তার মালিক প্রসপেরোকে মারতে সাহায্য করতে বলে। এদিকে প্রসপেরো ফার্ডিন্যান্ডকে দিয়ে খুব পরিশ্রম করিয়ে নিচ্ছিল। সে দেখছিল যে, ফার্ডিন্যান্ড তার বাবা অ্যালোন্সো এর মতোই নাকি আসলে ভালো। মিরান্ডা এটা দেখে খুব কষ্ট পায় যে তার বাবা ফার্ডিন্যান্ডকে দিয়ে খুব পরিশ্রম করিয়ে নিচ্ছে। এক পর্যায়ে সে ফার্ডিন্যান্ডের কাছে আসে। এরপর তারা দুজনেই দুজনের প্রতি ভালবাসা প্রকাশ করে। প্রসপেরো আড়ালে থেকে এসব দেখছিল এবং সে খুশি হয়ে যায়। সে তাদের দুজনকে আশীর্বাদ দেয়।

এদিকে antonio এবং সেবাস্তিয়ান, অ্যালোন্সোকে হত্যার পরিকল্পনা করে। তবে এরিয়েল বারবার এই দুইজনের চক্রান্ত নস্যাৎ করে দিচ্ছিল। আর দ্বীপের অপরপ্রান্তে ক্যালিবান ওই দুইজনকে নিয়ে প্রসপেরোকে মারার পরিকল্পনা করতে থাকে। তো প্রসপেরো ক্যালিবানের এই ষড়যন্ত্রের ব্যাপার জানতে পারে। এদিকে অ্যালোন্সো এবং তার সাথে যারা রয়েছে সবাই ভাবতে থাকে, তাদের সাথে এসব কি হচ্ছে এবং কেন এমনটা হচ্ছে! তখন এরিয়েল তাদের বলে, তোমরা ১২ বছর আগে প্রসপেরো এর সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তার ফলস্বরূপ আজকে তোমাদের এভাবে ভুগতে হচ্ছে।

৪. হ্যাপি এন্ডিং

তো এই নাটকের সর্বশেষ পর্যায়ের দিকে অ্যালোন্সো, অ্যান্টোনিও, সেবাস্টিয়ান এরা সবাই দ্বীপের ওই প্রান্তে প্রসপেরোর কাছে যায়। এরিয়েল তাদেরকে নিয়ে যায়। সবাই তাদের ভুল বুঝতে পারে। আর প্রসপেরো তাদের মাফ করে দেয়। অ্যালোন্সো প্রসপেরো এর ভাই এন্টোনিও  এর সাথে মিলে যে পাপ করেছে তার জন্য সে প্রসপেরোর কাছে ক্ষমা চায়। এরপর প্রসপেরো মিলানের রাজা হয়ে যায়। এন্টোনিও তার কৃতকর্মের জন্য তার ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে। অ্যালোন্সো এটা দেখে অনেক খুশি হয় যে, তার ছেলে ফার্ডিনান্ড এখনো জীবিত আছে। সে তার ছেলে ফার্ডিনান্ড ও প্রসপেরো এর মেয়ে মিরেন্ডার বিয়েতে মত দেয়। এরপর সবাই খুশি হয়ে যায় এবং এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। আর এরিয়েল ওই জাহাজটি ঠিক করে দেয় এবং সবাই মিলানে ফিরতে শুরু করে।

তবে এখনো একটা বিষয় বাকি ছিল। আর তা হচ্ছে এরিয়েলের মুক্তি। প্রসপেরো এরিয়েলকে মুক্ত করে দেয়। আর এই দিনের অপেক্ষাতেই এতদিন ধরে এরিয়েল ছিল। মুক্তির স্বাদ পেয়ে এরিয়েল অনেক খুশি হয়ে যায়। আর এখানেই এই ট্রেজি কমেডি শেষ হয়ে যায়।

আরো পড়ুন: Othello Bangla Summary (বাংলায় )

Key Facts

  • Writer: William Shakespeare (1564-1616)
  • Written Time: 1610-1611
  • Setting: Time Setting: The Jacobean period of Renaissance
  • Place Setting:  A small island in the Mediterranean Sea between Malta and the Coast of Africa.
  • Published date: 1611
  • Genre: Tragi-comedy, Romantic Comedy. 
  • Words: 21500
  • Symbols: Water, Ariel, the storm, the island, Miranda, Caliban
  • Acts: (V)
  • Themes: loss and restoration, Power, Magic, Illusion, Colonization, Betrayal and Compassion, love. 

Characters:

Main Characters: 

  1. Prospero:(Protagonist-)Good-banished Duke of Milan for 12 years.
  2. Miranda:(Heroine-)Good-Daughter of Prospero. Beloved of Ferdinand.
  3. Ferdinand:(Hero)-Good-Son of Alonso. Loved Miranda.
  4. Antonio:(Antagonist)Bad- Prospero’s brother who seized his dukedom.

Secondary Characters:

  1. Alonso:(Bad)-King of Naples.
  2. Sebastian:(Bad)- Alonso’s brother
  3. Gonzalo:(Good)- Counselor who saved Prospero and Miranda
  4. Ariel:(Good)- A spirit of Air.
  5. Caliban: (Bad)- Prospero’s slave. Half witch and half devil.

Minor Characters:

  1. Sycorax:(Bad)- An Witch and mother of Caliban.

আরো পড়ুন: Measure for Measure Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

2 COMMENTS

  1. উঠে যাবে চাঁদ
    আর ফুটে যাবে ফুল
    মেলে দিলে চোখ তুই
    খুলে দিলে চুল🌻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক