The Tower Bangla Summary (বাংলায়)

The Tower Bangla Summary (বাংলায়)

দ্য টাওয়ার কবিতায় কবি মূলত বাহ্যিকভাবে বৃদ্ধ হয়ে যাওয়া এবং অভ্যন্তরীণভাবে শক্তিশালী হয়ে ওঠার বিষয়টি নিয়ে কথা বলেছেন। বয়স যতই বেড়ে চলছে ততই শরীর জরাজীর্ণ এবং দুর্বল হয়ে পড়ছে। কিন্তু তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে বয়স বাড়ার কারণে শরীর দুর্বল হয়ে গেলেও তার আবেগ ভালোবাসা মানসিক শক্তি শ্রবন শক্তি চিন্তা শক্তি অনুভূতি সবকিছুই প্রচন্ড শক্তিশালী হয়ে উঠছে। তার মনের ভেতরে যে অসীম শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে সেটা ভেবে তিনি আশ্চর্য হচ্ছেন।

আরো পড়ুন: After Apple Picking Bangla Summary (বাংলায়)

পাশাপাশি তিনি রাগান্বিত হচ্ছেন বার্ধক্যের উপরে। শুধু শুধু মানুষের জীবনে কেন যে বার্ধক্য চলে আসে সেটা তিনি বুঝতে পারেন না। যে বার্ধক্যের কোন অর্থ নেই সেটা কেন মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা ভেবেই তার রাগ হচ্ছে। কবিতার শেষের দিকে কবি বলেন যে তিনি ভাবছেন যে তিনি কবিতা লেখা ছেড়ে দেবেন কারণ কবিতা না লিখে যদি প্লেটো বা দার্শনিকদের মত বিভিন্ন অবাস্তব দর্শনের বই লেখা শুরু করেন তাহলে মানুষজন তাকে সেকেলে ভাববে না। 

সবশেষে কবি বলেন যে তিনি মৃত্যুর আগে পুরনো কিছু কবিতা রচনা করে যেতে চান এবং এই কবিতা আর মহিলাদের ভালোবাসার মাঝেই তিনি মারা যেতে চান। তিনি মনে করেন যে এখনই মৃত্যুর সঠিক সময় তাই নিজের শরীরকে যতটা সম্ভব মৃত্যুর জন্য প্রস্তুত করে তুলছেন এবং প্রস্তুত করে তুলছেন নিজের মনকেও।

আরো পড়ুন: Home Burial Bangla Summary (বাংলায়)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক