Key Information
- Title: “The Weary Blues”
- Poet: Langston Hughes (1910-1967)
- Published: 1926, Opportunity.
Theme: The Pain and Beauty of Black Art.
Literary Device: Simile, Metaphor, Alliteration, Repetition.
Bangla Summary
“The Weary Blues” কবিতাটি ল্যাংস্টন হিউজেস ১৯২৫ সালে হার্লেম রেনেসাঁন্সের সময় লিখেছেন। এসময় আফ্রিকান-আমেরিকানরা আর্টিস্ট এবং মিউজিসিয়ান হিসেবে বেশ খ্যাতি লাভ করেছিলো। এটি Opportunity ম্যাগাজিনে ১৯২৬ সালে প্রকাশিত হয়েছিলো। কবিতায় স্পীকার রাতের বেলা লেনক্স এভিনিউ এ একটি কনসার্ট দেখতে গেছেন যেখানে একজন ব্ল্যাক আমেরিকান গানের মাধ্যমে তাদের দুঃখ দূর্দশা তুলে ধরেছেন।
কনসার্টটিতে গায়ক ছিলেন একজন আফ্রিকান-আমেরিকান। তিনি ব্ল্যাক পিপলদের বিখ্যাত মিউজিক “ব্লু” প্লে করছিলেন। তিনি ধীর গতিতে হেলে দুলে পিয়ানো বাজাচ্ছেন। কিন্তু তার গানের লাইনগুলো খুব অর্থবহ ছিলো। এই গানের প্রতিটি লাইন ব্ল্যাক আমেরিকানদের প্রতি করা জুলুমের বহিঃপ্রকাশ। তাদের প্রতি হোয়াইট আমেরিকানরা যে অন্যায় অবিচার করেছে তা গায়ক তার গানের মাধ্যমে চিত্রিত করেছেন। কবি খেয়াল করে দেখেন যে মিউজিকের একটি অসাধারণ ক্ষমতা আছে। মিউজিকের মাধ্যমেই তাদের এই আক্ষেপ ও কষ্ট সুন্দরভাবে ফুটে উঠেছে।
এখানে স্পীকার গায়ক, পিয়ানো ইত্যাদির নিখুঁতভাবে বর্ননা দিয়েছেন। মিউজিসিয়ানের কথায় তাদের অসীম কষ্টের কথা প্রকাশ পেয়েছে। এই পৃথিবীতে তাদেরকে সাপোর্ট করার মত কেউ নেই। তিনি তার বর্তমান অবস্থা নিয়ে সুখী না। এমন অবস্থায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াকেই তিনি উত্তম বলেছেন। এর মধ্য দিয়ে তার কষ্টটাও কমে যাবে। ভবিষ্যতে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না।
এরপর কবি বলেন, গান গাইতে গাইতে অনেক রাত হয়ে যায়। রাতের আকাশের চাঁদ এবং তারাগুলো ধীরে ধীরে মিশে যেতে থাকে। মিউজিসিয়ানও এক পর্যায়ে গান বন্ধ করে পাশেই মৃত মানুষের মত ঘুমিয়ে পড়ে। আর এখানেই কবিতাটি শেষ হয়।
Read Also: Harlem Bangla Summary